পশ্চিমবঙ্গের স্বর্ণপ্রেমী মানুষদের (Gold Silver Price Today) জন্য খুশির খবর। এক লাফে কমলো সোনার দাম (Gold Price)। গত তিন বছরের সোনার দামে (Gold Rate) রেকর্ড পতন। সোনার দাম কমতে মুখে হাসি ফুটলো সবার। বলাই বাহুল্য সোনার ঊর্ধ্বমুখী দাম (Gold Rate) কপালে ভাঁজ ফেলেছিল মধ্যবিত্তের। প্রিয় ধাতুকে কিনতে গেলে হাতে যেন ছ্যাঁকা লাগছিল। যদিও এবার দাম কমতে কিছুটা স্বস্তি মধ্যবিত্ত স্বর্ণপ্রেমীদের। ভারতীয় সংস্কৃতিতে সোনাকে পবিত্র ধাতু হিসেবে মানা হয়।
24 Carat Hallmark Gold Silver Price Today in Kolkata
কোনো আনন্দ, অনুষ্ঠানে সোনা বিনিময় এখনো সামাজিক প্রথার মধ্যে পড়ে। কিন্তু দিনের পর দিন সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে প্রয়োজনে কিংবা শখে সোনা (Gold Silver Price Today) কেনা অসম্ভব হয়ে পড়ে। কেবল পশ্চিমবঙ্গ নয় সারাদেশে হু হু করে বাড়ছিল সোনার দাম (Gold Price). আর সেটাই ক্রমে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সবার জন্য।
ক্রেতাদের পাশাপাশি চিন্তায় ছিলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। সোনার দাম বাড়তে অনেকেই বিকল্প ধাতুর ভরসা করছিলেন। তবে স্বর্ণ ব্যতীত অন্য কোনও ধাতুতে কি আদৌ মেলে সোনার মতো উজ্জ্বল্য? এই সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ চাইছিলেন, সোনার দাম কমুক। অবশেষে সোনার দামে (Gold Silver Price Today) রেকর্ড পতন, স্বস্তির কারণ হলো সবার জন্যই।
সোনার দামে রেকর্ড পতন!
সাধারণত প্রত্যেকদিন সোনার দামে (Gold Silver Price Today) হেরফের ঘটে। গত ১৭ এপ্রিলের হিসাব বলছে, সোনার দাম বাড়ে ৬৫০ থেকে ৭০০ টাকার কাছাকাছি। তার পরের দিন ৪০০ থেকে ৫০০ টাকা অবধি বেড়ে গিয়েছিল সোনার দাম (Gold Price)। গত পরশু সোনার দামে লক্ষ্যণীয় ভাবে হেরফের হয়নি।
২১ এপ্রিল সোনার দাম বাড়ে ২০০ থেকে ২৫০ টাকা অবধি। তবে টানা কয়েক দিন সোনার দাম উর্ধমুখী থাকলেও গতকাল ২২ মার্চ ব্যাপক পতন ঘটলো MCX সোনার দামে। সূত্রের খবর, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Gold Price) পড়েছে প্রায় ২.২১ শতাংশ। গত তিন বছরের হিসেব বলছে, এদিন সবচেয়ে বড় পতন হলো সোনার।
হঠাৎ সোনার দাম কমার কারণ কী?
সূত্রের খবর, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কমিয়েছে ইজরায়েলের প্রতিক্রিয়া। সেই কারণে ব্যাপক হারে বিক্রি হয়েছে (Gold Silver Price Today) সোনা সম্প্রতি ইজরায়েলের জবাবি পদক্ষেপে মধ্যপ্রাচ্যে সীমান্তে সংকট কমেছে। যার ফলস্বরূপ বাজারের সেন্টিমেন্টেও পরিবর্তন দেখা গিয়েছে।
সোনাকে নিরাপদ বিনিয়োগ মাধ্যম রূপে গণ্য করেন বহু বিনিয়োগ কারী। ইজরায়েল কর্তৃক প্রতিক্রিয়ার পর উদ্বেগ কমে বিনিয়োগ কারীদের। সোনার দামে (Gold Price) পতনের কারণ হিসেবে তেমনটাই মনে করছেন (Gold Silver Price Today) বিশেষজ্ঞরা। যদিও একটি রিপোর্ট থেকে ধারণা করা যাচ্ছে, মুদ্রাস্ফীতির সম্ভাবনা বাড়তে পারে।
সোনার দাম বৃদ্ধি (Gold Price Hike) হতে অনেকেই রুপোর দিকে ঝুকে ছিলেন। তবে রুপোর দামও বাড়ছে। এক কেজি হিসাবে খুচরোর উপর দাম প্রায় ৮৩৯০০ টাকার কাছাকাছি। অন্যদিকে রুপোর বাটের এক কেজির দাম বর্তমানে ৮৩৮০০ টাকা। মাঝে মধ্যে রুপোর দামেও (Silver Price) পতন লক্ষ্য করা যাচ্ছে।
বলাই বাহুল্য দুই ধাতুর দামে দৈনিক হিসেবে (Gold Silver Price Today) ওঠা নামা চলছে। তাই আপনি যদি সোনা অথবা রুপো (Silver) কেনার মনস্থির করে থাকেন, তাহলে অবশ্যই সেই দিনের ধাতুর বাজেট দেখে, তবেই প্রিয় ধাতু ক্রয় করবেন।
Written By: Purbasha Chakraborty