Dearness Allowance – এবার 50% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরাও। সরকারি কর্মীদের ‘এই’ কৌশল হইচই ফেলে দিল

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা (West Bengal Govt Employees) দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বকেয়া ডিএ (Dearness Allowance) লাভ এবং ডিএ (DA) বৃদ্ধির দাবিতে। যদিও সেই আন্দোলনের ফলস্বরূপ কোন প্রতিক্রিয়া মেলেনি সরকারি তরফে। একটানা দিনের পর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। আদালতের মামলা থেকে সুপ্রিম কোর্টের দরজা সরকারি কর্মীরা ছোটাছুটি করলেও তাদের আশা বাস্তবে পূরণ হয়নি। তবে এবার দারুণ একটি কৌশল নিলেন রাজ্য সরকারি কর্মীরা।

50 Percent Dearness Allowance News Update in West Bengal

এবার থেকে নাকি রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো ৫০ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাবেন! ঘটনাটি শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। সারা রাজ্যে এখন লোকসভা ভোটের মহড়া চলছে জোরকদমে। দফায় দফায় নির্বাচন চলছে সর্বত্র। ভোট প্রচার এবং ভোট সংক্রান্ত কাজে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল।

এদিকে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মধ্যে অসন্তোষ পুষে রেখেছেন। যার কারণ তাদের দীর্ঘদিনের দাবি দাওয়া। আজ নয় বহুদিন হলো মহার্ঘ ভাতা (Dearness Allowance) দাবিতে একজোট হয়েছেন তারা। তবে সরকার যেভাবে মুখে কুলুপ এঁটে রেখেছে, এবং সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দিতে নারাজ, তাতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অসন্তোষ বাড়ছে বৈ কমছে না।

পরীক্ষা ছাড়াই স্বাস্থ্য দপ্তরে চাকরি! সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ, বিস্তারিত জেনে নিন শীঘ্রই

এখন সোশ্যাল মিডিয়া রাজ্যের ডিএ (Dearness Allowance) আন্দোলনকে বহু ক্ষেত্রে সাহায্য করছে। স্থানে স্থানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের গ্রুপ। যার মাধ্যমে একসঙ্গে বার্তা পৌঁছে যাচ্ছে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি খবর হইচই ফেলে দিয়েছে। সাম্প্রতিক একটি পোষ্ট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

যে রাজ্য সরকারি কর্মী সংগঠন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারি মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন, তাদের গ্রুপ থেকে সংশ্লিষ্ট পোষ্টটি হয়েছে। যে পোস্ট ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই পোস্টটি অনেকের কাছেই প্রশ্নের কারণ। সত্যিই কি এবার থেকে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

8th Pay Commission - অষ্টম পে কমিশন

আসলে সেটি আদৌ হবে কিনা তা নিয়ে রীতিমতো ধন্দ রয়েছে। ‌এই ফেসবুক পোস্টে ঠিক কি লেখা রয়েছে? যে পোস্টটি ভাইরাল হয়েছে সেখানে লেখা রয়েছে, ‘50% মহার্ঘ ভাতা (Dearness Allowance) নাকি এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে যদি এই গ্রুপের 90 হাজার বন্ধু এক সাথে দাঁড়াই’।

অতএব বোঝা যাচ্ছে, সকল রাজ্য সরকারি কর্মীকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে এই ফেসবুক পোস্ট এর মাধ্যমে। কিন্তু সরকার কি মানবে? সত্যিই কি তারা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন? এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় বেতন পান।

50% হারে বকেয়া DA পাবে রাজ্য সরকারি কর্মীরা? দারুণ কৌশল ভেবে নিলেন!

কিছুদিন আগে একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance)বাড়িয়েছেন রাজ্য সরকার। তারপর থেকে একই জায়গায় থমকে রয়েছে ডিএ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরা নন, বহু রাজ্য সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছেন তাদের কর্মীদের।

যার ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আওয়াজ তুলেছেন যে, তারা বঞ্চনার শিকার। ‌৫০ শতাংশ ডিএ বৃদ্ধির ভাইরাল ফেসবুক পোস্টটি সম্পর্কে কোন মন্তব্য আসেনি রাজ্য সরকারের ‌তরফে। তবে সবাই এখন অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের শুনানির। ‌জুলাই মাসে রয়েছে শুনানি। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, তা জানার অপেক্ষায় রয়েছেন সবাই (Dearness Allowance).

Leave a comment