Swasthya Sathi Card Check – আপনার স্বাস্থ্য সাথী কার্ডে‌ কত টাকা আছে? সমস্যায় পড়ার আগেই চেক করে নিন এইভাবে। দেখে নিন স্টেপ বাই স্টেপ

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য যে সকল কল্যাণমুখী প্রকল্প চালু করেছে,‌ তার মধ্যে (Swasthya Sathi Card Check) অন্যতম হল এই স্বাস্থ্য সাথী প্রকল্প। জনসাধারণকে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা দেয়। রাজ্যের সমস্ত নাগরিক যাতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, তার জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকার বীমা কভার দেওয়া হয়।

Swasthya Sathi Card Balance Check

এই বীমা কভারেজ রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে গ্রহণযোগ্য। এখন কথা হল, স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা রয়েছে তা আগের থেকে জানা যাবে কিভাবে? যেহেতু মানুষের প্রয়োজনে এই স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার হয়, সে ক্ষেত্রে আপনি আগের থেকেই স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক (Swasthya Sathi Card Check) করে নিতে পারবেন।

বাড়ি বসে অনায়াসেই কার্ডের ব্যালেন্স চেক (Swasthya Sathi Card Check) করা যায়। সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধাভোগী রয়েছেন প্রায় পাঁচ কোটির কাছাকাছি। তবে তাদের মধ্যে অনেকেই জানেন না তাদের কার্ডে ব্যালেন্স রয়েছে নাকি। অথবা সরকারের তরফে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঢুকেছে নাকি।

অনেক সময় স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করার পরে ব্যালেন্স চেক করা হয় না। বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল সাধারণ মানুষকে ঠকিয়ে অতিরিক্ত টাকা কেটে নেয়। তাই স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করার পরে এবং ব্যবহার করার আগে অবশ্যই ব্যালেন্স চেক করে নেওয়া জরুরী।

APL কার্ডকে বদল করা হচ্ছে BPL কার্ডে! এবার অতিরিক্ত সুবিধা পাবেন সবাই।

স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাগুলি কি কি?

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে
রাজ্যবাসীকে যে যে সুবিধা দেয়, আসুন সেগুলি একনজরে জেনে নেওয়া যাক।

i) প্রথমত, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যবাসী ও
সমস্ত নাগরিক চিকিৎসা সংক্রান্ত সুবিধা পাবেন।

ii) স্বাস্থ্য সাথী প্রকল্পে কোন একটি পরিবারের হাতে একটি স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। সেই স্মার্ট কার্ডে থাকে সংশ্লিষ্ট পরিবারের যাবতীয় তথ্য।

iii) স্বাস্থ্য সাথী কার্ডটি কাগজবিহীন স্মার্টকার্ড ধরনের ফলে এটি বহনযোগ্য সমস্ত জায়গায়।

Central Government Employees News

iv) এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করা সমস্ত ব্যক্তি পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা পেতে পারেন। প্রকল্পের অধীনে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে একটি করে প্যানেল থাকে। স্বাস্থ্য সংক্রান্ত কারণে হাসপাতালে দরখাস্ত করলে ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধাগুলি জানার পরে এবার জেনে নিতে হবে এই কার্ডের ব্যালেন্স আপনি বাড়ি বসে কিভাবে চেক (Swasthya Sathi Card Check) করবেন। নিম্নে সে বিষয়ে আলোচনা করা হলো। আসুন পড়ে নেওয়া যাক।

স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক

i) প্রথম ধাপ: স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক (Swasthya Sathi Card Check) করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে ভিজিট করে স্বাস্থ্য সাথী অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

ii) দ্বিতীয় ধাপ: ফোনে স্বাস্থ্যসাথী অ্যাপ ডাউনলোড করা হলে সেখান থেকে URN Verification অপশনে ক্লিক করুন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টক্কর দিতে এল নতুন এই প্রকল্প। ১০০০ কিংবা ১২০০ টাকা নয়! মিলবে ৩০০০ টাকা প্রতি মাসে দেখেনিন।

iii) তৃতীয় ধাপ: এরপর নতুন একটি পেজ ওপেন হবে। নতুন ওপেন হওয়া পেজটিতে সুবিধাভোগী নিজের জেলার নাম দিন। তারপর URN নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বরটি লিখতে হবে। তারপর ক্লিক করুন Show Data অপশনটিতে।

iv) চতুর্থ ধাপ: এরপর বিস্তারিত জানতে আপনাকে ক্লিক করতে হবে ‘View Balance’ অপশনটিতে। এতে ক্লিক করলেই আপনি স্ক্রিনে দেখতে পাবেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স।

Written By: Purbasha Chakraborty

Leave a comment