8th Pay Commission – ভোট মিটলেই চালু হবে নতুন পে কমিশন! সরকারি কর্মীদের বেতন হবে এবার দ্বিগুণ! সঙ্গে একঝাঁক সুযোগ সুবিধা মিলবে

অনেকদিন ধরেই নতুন পে কমিশন (8th Pay Commission) গঠন নিয়ে আলোচনা চলছে। গত বছরের শেষ থেকে জানা যাচ্ছিল এবার নতুন বেতন কমিশন গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অন্দরে প্রস্তুতি চলছে এমনটাও জানা গিয়েছিল অনেকদিন ধরে। কিন্তু কোথায় কি, এখনো পর্যন্ত নতুন পে কমিশন নিয়ে কোন সুখবর দেয়নি মোদি সরকার। নতুন বেতন কমিশন আসলে সরকারি কর্মীদের বেতন বাড়বে। সঙ্গে নতুন সুযোগ -সুবিধা মিলতে পারে। ফলে সকলেরই অপেক্ষা নতুন বেতন কমিশনের জন্য।

After Election 8th Pay Commission will Started

সূত্রের খবর, খুব শীঘ্রই গঠিত হতে চলেছে অষ্টম পে কমিশন (8th Pay Commission). নতুন কমিশন গঠিত হলেই একলপ্তে বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের বেতন। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় বেতন দেয় কেন্দ্রীয় সরকার। ‌বছরে দুবার করে বাড়ানো হয় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ।

গত বছরের জুলাই মাসে সরকার ডিএ (DA) সংশোধন করে তা ৪৬ শতাংশ করে। তারপর থেকেই জল্পনা কল্পনা চলছিল যে, বছরের শুরুতে ডিএ (DA) সংশোধনীতে মোদি সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াবে, ডিএ-র হার পৌছাবে ৫০ শতাংশে। আর নিয়ম অনুসারে, ডিএ ৫০ শতাংশে পৌঁছালে নতুন বেতন কমিশন (8th Pay Commission) গঠিত হবে।

রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হলেও চরম অখুশি কর্মীরা। ডিএ নিয়ে বাড়লো চিন্তা! কবে হাতে আসবে বকেয়া টাকা?

আর এই নিয়মের কথা অবশ্যই জানতেন সরকারি কর্মীরা। ফলে ডিএ ৪৬ শতাংশ পৌঁছাতে সারা দেশ জুড়ে নতুন বেতন কমিশন নিয়ে ‌(8th Pay Commission) জল্পনা কল্পনা শুরু হতে থাকে। সেই জল্পনা এখনো জারি রয়েছে। লোকসভা ভোটের পর নতুন পে কমিশন (8th Pay Commission) আসবে, এমনটা মনে করছেন অনেকেই।

গত ২ রা এপ্রিল কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগ অফিস মেমোব়্যান্ডাম জারি করে। এটি জারি করে সরকার জানায়, সরকারি কর্মীদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। অর্থাৎ বছরের শুরুতে জানুয়ারি মাসে যে মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংশোধনী হয়, সে সংশোধনী অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে আরও চার শতাংশ।

PM Modi Schemes

ঘোষণার আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কর্মীরা।‌ নয়া সিদ্ধান্ত কার্যকর হতে ৫০ শতাংশে পৌঁছেছে কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। যেহেতু ডিএ ৫০ শতাংশ হয়েছে, তাই নিয়মানুসারে, এবার নতুন বেতন কমিশন (8th Pay Commission) গঠিত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ফলে পুনরায় নতুন পে কমিশন গঠনের ভাবনা আরও তীব্র হয়েছে।

এদিকে, বর্তমানে দেশজুড়ে চলছিল লোকসভা নির্বাচন। বিভিন্ন দফায় ভোট চলছে ভারতে। ‌ফলে সবাই ব্যস্ত ভোটের প্রচারে কিংবা ভোটের কাজে। যতদিন ভোট চলবে ততদিন নতুন করে কোন ঘোষণা হবে না। ভোট সম্পন্ন হলে পর নতুন করে পে কমিশন (8th Pay Commission) সংক্রান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

ভোট মিটলেই নতুন Pay Commission গঠন হবে! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা।

আগামী ২ রা জুন শেষ হচ্ছে লোকসভা নির্বাচন। ভোটের রেজাল্ট আউট আগামী ৪ জুন। দিল্লির সিংহাসনের যারা ক্ষমতায় আসবে তারাই নতুন বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে সরকারি কর্মীরা আশাহত হচ্ছেন না। তারা মনে করছেন, অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠিত হবে শীঘ্রই। আর বেতন কমিশন গঠিত হলে ব্যাপক লাভবান হবেন দেশের সরকারি কর্মীরা।

Leave a comment