WBPDCL Recruitment – রাজ্যে নতুন করে প্রায় 1 লাখ শূন্যপদে নিয়োগ হচ্ছে! ভোটের মাঝে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! কোন পদে নিয়োগ? জেনে নিন

পশ্চিমবঙ্গের কর্মসংস্থান কার্যত প্রশ্নের মুখে। যত না নিয়োগ (WBPDCL Recruitment) হচ্ছে তার চেয়ে যেন বেশি বাতিল হচ্ছে চাকরি। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির জল যে কতদূর গড়িয়েছে তা যেন স্বপ্নের অতীত। ‌সরকারি চাকরি কার্যত ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। চাকরিপ্রার্থীদের প্রশ্ন, নতুন শূন্যপদে নিয়োগ হবে কবে? নাকি দিনের পর দিন ধরে পথে আন্দোলন করে যাবেন তাঁরা?এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে বেরিয়ে বিরাট ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি এক লক্ষ নতুন চাকরিতে নিয়োগ পেতে চলেছেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক যুবতীরা।

Apply Online WBPDCL Recruitment in 2024 Vacancy of 1 Lakh

সম্প্রতি আদালতের নির্দেশে চাকরি বাতিল (WBPDCL Recruitment) হয়েছে প্রায় ২৬ হাজার যুবক যুবতীর। এসএসসি নিয়োগ সম্পূর্ণ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। যদিও এই নির্দেশের বিপক্ষে যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্ট-এ মামলা দায়ের করেছে রাজ্য। এবার লড়াই হবে সরাসরি শীর্ষ আদালতে।

এর আগে মুখ্যমন্ত্রী উচ্চ আদালতের রায় প্রসঙ্গে বলেন, যে সকল ‌প্রার্থীরা তাঁদের চাকরি হারিয়েছেন, তাদের পাশে থাকবে রাজ্য সরকার। ‌শুধু তাই নয়, যখন তাদের হয়ে লড়ার কেউ নেই, তখন রাজ্য সরকার প্রার্থীদের হয়ে লড়াই করবে। তারই পদক্ষেপ স্বরুপ সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে বলে (WBPDCL Recruitment) বিশেষজ্ঞদের মত।‌

এপ্রিল মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে? আবেদন করুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস যোগ্যতায়

কিন্তু বাতিল হওয়া প্রার্থীদের জন্ রাজ্য সরকারের করুণা যখন, তখন অপেক্ষারতদের জন্য কেন ভাবছে না সরকার? তারাও তো এই রাজ্যের বাসিন্দা। প্রশ্ন তুলেছিলেন অনেকেই। ‌এবার সেই প্রশ্নের যোগ্য জবাব হিসেবে মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে এক লক্ষ নতুন চাকরির ঘোষণা করলেন। কোথায় এত সংখ্যক প্রার্থীকে নিয়োগ করা হবে, তার স্পষ্ট বিবরণ দেন মমতা।

সম্প্রতি এক নির্বাচনী সভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পশ্চিমবঙ্গের এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে (WBPDCL Recruitment). বুধবার বর্ধমানের আউশগ্রামে আয়োজিত একটি নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Primary TET - প্রাইমারি টেট

সেখান থেকে তিনি ২৬ হাজারের চাকরিপদ বাতিলের প্রসঙ্গ টেনে আনেন। বিরোধী দলের বিরুদ্ধে গলা চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা!’ একই সুরে এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনো দফতর কীভাবে চাকরি দেয়, সেটা নিয়ে তিনি মাথা ঘামান না। কারণ সেটা সেই দফতরের ব্যাপার।

কিন্তু একসঙ্গে ২৬ হাজার চাকরি বাতিল যাওয়ার ঘটনায় তাঁর খারাপ লেগেছে। এমনটাই বলেছেন তিনি। ‌ চাকরি বাতিলের প্রসঙ্গ পার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন বাংলার তাপমাত্রা বৃদ্ধি পরিস্থিতিতে। মুখ্যমন্ত্রীর কথায়, দিন দিন প্রচণ্ড গরম পড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত বাড়ছে বিদ্যুতের চাহিদা।

রাজ্যে 26 হাজার চাকরি বাতিল হতেই নতুন করে প্রায় লক্ষাধিক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

তবে সুফল হিসেবে ‌ মুখ্যমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরে বাংলা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করবে। শুধু তাই নয় সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে পশ্চিমবঙ্গ। এরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য, দেউচা পাঁচামি কয়লা (WBPDCL Recruitment) প্রকল্পে কয়েক বছরের মধ্যেই এক লক্ষ প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ করবে সরকার।
Written by Tilottama Chakraborty.

Leave a comment