Water Tank Cool In Summer – ছাদের ট্যাংকের জল আগুনের মতো গরম! কল খুললেই হাতে লাগছে ছ্যাঁকা! চিন্তা নেই, চারটি সহজ টিপসেই মিলবে কনকনে ঠান্ডা জল

পশ্চিমবঙ্গের গরম ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। দিন দিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। অত্যাধিক তাপমাত্রায় ছাদের মাথায় বসানো (water tank cool in summer) ট্যাংকের জল হয়ে উঠছে আগুনের মতো গরম! সকালে কল খুলে জলের স্পর্শ পেলে চমকে উঠছেন আপনিও। কল থেকে পড়া জল ছুঁলেই হাতে লাগছে ছ্যাঁকা! সাধারণত প্রত্যেকটি বাড়ি, সাধারনত উপর তলের ছাদেই বসানো থাকে জলের ট্যাংক। সরাসরি সূর্যালোক পেয়ে ট্যাংকের জল হয়ে উঠছে মারাত্মক গরম।

Tips For Water Tank Cool In Summer

  • মোটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিন ট্যাংক
  • চুন ও মাটির স্তর
  • ট্যাংকে সাদা রং করুন
  • ট্যাংকে আবরণ দিন

সেই জল ব্যবহার করতে গিয়ে মানুষ পড়ছেন বেজায় সমস্যায়। ভাবছেন, সমস্যার সমাধান কিভাবে সম্ভব? চিন্তা নেই, সমস্যার সমাধান মিলবে চারটি সহজ টিপস ফলো করলেই। বছরের অন্যান্য সময় অপেক্ষা গরমকালে জলের ব্যবহার বেড়ে যায়। ‌এই সময় সকলেই চান একটু ঠান্ডা জল পেতে।

গরমে অনেকেই দু-তিনবার করে স্নান করেন। কিন্তু (water tank cool in summer) ট্যাংকের জল গরম হয়ে উঠলে, সেই জল ব্যবহার করতে রীতিমতো সমস্যায় পড়তে হয়। এই ঘটনা আজকে নতুন নয়, গরম পড়লেই সাধারণ মানুষ এই সমস্যার সম্মুখীন হন। সমস্যা থেকে রেহাই মিলতে ফলো করতে হবে চারটি সহজ‌ পন্থা। ‌ কি কি? চলুন জেনে নেওয়া যাক।

এই তীব্র গরমের মধ্যে যেন কারেন্ট না যায়! বিদ্যুৎ সংস্থাকে কড়া নির্দেশ মমতার! আর সমস্যায় ভুগতে হবে না রাজ্যবাসীকে।

মোটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিন ট্যাংক

যেহেতু বেশিরভাগ বাড়িতেই জলের ট্যাঙ্ক ছাদে বসানো থাকে, সেহেতু সরাসরি সূর্যালোক পায়। আর সূর্যের রশ্মি ‌সরাসরি এসে পড়ায় ‌ক্রমশ গরম হয়ে ওঠে ট্যাংকের জল (water tank cool in summer)। দিনের মাঝে মাঝে সময় জল প্রায় ফুটন্ত গরম হয়ে ওঠে।

এই সমস্যা থেকে রেহাই পেতে ছাদে বসানো ট্যাংককে মোটা কাপড় দিয়ে ঢেকে দিন। এতে সরাসরি সূর্যের আলো পড়া অনেকটাই আটকাবে। ফলে ট্যাংকের জল এতটা গরম হবে না।

Heat Wave India

চুন ও মাটির স্তর

জলের ট্যাংকের বাইরে চুন ও মাটির স্তর করে দিন। চুন আর মাটির স্তর সূর্যালোককে সরাসরি জলে প্রভাব ফেলতে বাধা দেয়। ফলে সূর্যের আলোতে অত্যাধিক গরম হয় না জল (water tank cool in summer). এছাড়া আমরা জানি মাটির পাত্র, মাটির কলসিতে জল থাকলে তা ঠান্ডা থাকে।

গরমে তাই মাটির কলসির চাহিদা বেড়ে যায়। জলের ট্যাংকের বাইরে যদি মাটির আবরণ দেওয়া থাকে, তাহলে জল তুলনায় ঠান্ডা থাকবে (water tank cool in summer). ট্যাংকের বাইরে মাটি ও চুনের স্তর থাকলে জল আগুনের মত গরম হয়ে উঠবে না।

দুর্দান্ত সুখবর! 3 বছরে সোনার দামে রেকর্ড পতন! সোনার দাম কমতে মুখে হাসি ফুটল সবার।

ট্যাংকে সাদা রং করুন

গরমকালে সাদা পোশাক পরতে বলা হয়। কারণ সাদা রং সূর্যের রশ্মি শোষণ করে না। যার ফলে সাদা পোশাক পরলে যেমন গরম কম লাগে, ঠিক তেমনই ট্যাংকের বাইরে যদি সাদা রং করে দেওয়া হয়, তাহলে জলের ট্যাংক কম সূর্য রশ্মি শোষণ করবে। ফলে জল অতটা গরম হবে না।

ট্যাংকে আবরণ দিন

কোন আবরণ ছাড়া জলের ট্যাংক যতটা সূর্যের রশ্মি শোষণ করে, আবরণ যুক্ত জলের ট্যাংক অপেক্ষাকৃত অনেকটাই কম সূর্যের রশ্মি গ্রহণ করে। তাই জলের ট্যাংকের বাইরে আবরণ দেওয়া গুরুত্বপূর্ণ। ছাদে খোলা ট্যাংক না বসিয়ে বরং তার বাইরে আবরণ দেওয়ার ব্যবস্থা করুন। অত্যাধিক গরমে জল তুলনামূলক ঠান্ডা থাকবে।
Written by Tilottama Chakraborty

Leave a comment