পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য। রাজ্যের অধিকাংশ মানুষ কৃষিজ উৎপাদনের (Rice Cultivation) সঙ্গে যুক্ত। বাংলার বহু অঞ্চলের মানুষ প্রধানত কৃষিকাজ করে অর্থ উপার্জন করে। কিন্তু, যেহেতু বাংলা মৌসুমী বায়ু নির্ভর সেহেতু প্রতিবছর অনিশ্চয়তার মধ্যে দিন কাটে সবার। কৃষকদের উৎপাদন বহু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। বিশেষ করে চলতি বছরে যেখানে বৃষ্টির দেখা মিলেছে অনেক দেরিতে, ফলনের ওপর এর প্রভাব পড়বে বলে আশঙ্কা।
Best Farming Method Costly Rice Cultivation in Bengal
এবছর বর্ষা কবে আসবে তা এখন থেকে জানা যাচ্ছে না। তবে প্রতিবছর কৃষিতে উৎপাদন করে জীবনধারণ বেশ কষ্টের। কিন্তু বাংলায় এক বিশেষ ধরনের ধান চাষ কৃষকদের (Rice Cultivation) ভাগ্য বদলে দিতে পারে। হাতে আসবে প্রচুর অর্থ, সুখের মুখ দেখবেন কৃষকেরা। বর্তমানে রাজ্য সরকার কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে। ইতোমধ্যে প্রকল্প গুলির সুবিধা পাচ্ছেন কৃষকেরা।
তবে কৃষকদের জীবন আরও সুখের করতে, কৃষকদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য সরকারের নিজের উদ্যোগে লাভের মুখ দেখতে চলেছেন বাংলার কৃষকেরা। উন্নত, উচ্চ ফলনশীল ধান চাষে বাংলার (Rice Cultivation) কৃষকদের হাতে আসবে বিপুল পরিমাণে অর্থ। রাজ্য সরকারের নতুন উদ্যোগ সম্পর্কে জেনে নিন সবাই।
রাজ্য সরকারের তরফে কৃষকদের জানানো হচ্ছে, বিশেষ ধরনের ধান চাষে (Rice Cultivation) তারা বিপুল লাভ করতে পারবেন। এই ধান প্রচুর দামে বিক্রি হয়। বাজারের চাহিদা যথেষ্ট বেশি। ইতোমধ্যে সারা দেশে এই ধান চাষের চর্চা চলছে। বাংলার চাষীরাও যাতে লাভের মুখ দেখতে পান, তার জন্য রাজ্য সরকার নিল নতুন উদ্যোগ।
চিরাচরিত ধানের চাষের বাইরে গিয়ে এই নতুন ধান চাষ (Rice Cultivation) করলে প্রচুর লাভ হবে তাদের। সেই উদ্দেশ্যে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে নতুন প্রজাতির ধান চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। বিশেষ করে রাজ্যের সুন্দরবন এলাকায় এই বিশেষ প্রকৃতির ধান চাষ শুরু হয়েছে বলে খবর।
ওয়েস্ট বেঙ্গল স্টেট বায়োডাইভারসিটি বোর্ড নতুন উদ্যোগ নিয়ে পরীক্ষামূলকভাবে এই উচ্চফলনশীল বিপুল লাভজনক ধানের চাষ (Rice Cultivation) শুরু করেছে। ২০১৯ সালে সুন্দরবনের তিন বিঘা জমিতে চুক্তি মারফত ধান চাষ শুরু হয়। প্রাথমিকভাবে ফলন ভালো হওয়ায় ক্রমশ দিনে দিনে এই ধান চাষের পরিমাণ বেড়েছে।
আগামী দিনে ধান জমির পরিমাণ আরো বাড়বে বলে জানা যাচ্ছে। বাংলায় নিম্নমানের চাল থেকে উচ্চ ফলনশীল সব ধরনের চাল (Rice Cultivation) উৎপাদন হয়। দেশীয় থেকে আন্তর্জাতিক বাজার সব ক্ষেত্রে এই চালের সুনাম রয়েছে। বাংলার চাষীরা কিভাবে বিনা পয়সায় ভালো মানের ধান চাষ করতে পারবেন?
আসলে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। যেখানে, আর্থিক সহায়তা ছাড়াও চাষের (Rice Cultivation) জন্য প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক, স্বল্পমূল্যে কেনার সুযোগ, চাষের জন্য ঋণ, ইত্যাদি নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।
সেক্ষেত্রে কৃষকেরা উন্নত প্রজাতির ধান চাষ করতে পারেন সরকারি সাহায্যে। তবে তার আগে রাজ্যের দরিদ্র চাষিরা, ভাগ চাষিরা, জমি ভাড়া নিয়ে চাষ করা চাষিরা (Rice Cultivation) সরকারি প্রকল্পে নথিভুক্ত করুন নিজেদের নাম এবং সরকারি সহায়তায় উন্নত ধান চাষ করে ব্যাপক লাভের সম্মুখীন হন।