লটারিতে টাকা পাওয়া ভাগ্যের পরীক্ষা বলে মনে হয়। অনেকেই নিজেদের ভাগ্য পরীক্ষা করতে (Dear Lottery) লটারির টিকিট কাটেন। কারোর কারোর ভাগ্যে শিকে ছেঁড়ে, তো কারোর ভাগ্য খোলে না। তবে আকস্মিকভাবে পুরস্কার জেতার মধ্যে একটা আলাদা টান রয়েছে। মুখে হাসি ফোটে বিস্তর। কিন্তু, এরই সঙ্গে মাথায় ঘোরে একটা অন্য ধরনের প্রশ্ন। লটারি টিকিট কাটলে কত টাকা ট্যাক্স দিতে হয়। অনেকেই জানেন না লটারির টিকিটে টাকা জিতলে একটা নির্দিষ্ট অংশ ট্যাক্স হিসেবে জমা দিতে হয়। সেই পরিমাণটা কতটা? আসুন এবার হিসেব-নিকেশ করে জেনে নেওয়া যাক।
Dear Lottery 1 Crore Tax In India
বাজারে বিভিন্ন ধরনের লটারির টিকিট রয়েছে। অনেকেই আছেন যারা নিয়মিত (Dear Lottery) লটারির টিকিট কাটেন। লটারির টিকিট সম্পর্কে তাদের আলাদা পরীক্ষা নিরীক্ষা, এমনকি পড়াশোনাও রয়েছে। একশো টাকা থেকে এক কোটি টাকার টিকিট চালু রয়েছে বাজারে।
একবার যদি ভাগ্য খোলে তবে একবারেই পেয়ে যেতে পারেন এক কোটি টাকা। কিন্তু সেই এক কোটি সম্পূর্ণটা আপনার পকেটে আসবে না। অবাক লাগলেও বিষয়টা সত্যি। এই টাকা থেকে একটা অংশ আপনাকে ট্যাক্স হিসেবে জমা করতে হবে।
তাহলে হিসেব-নিকেশ শেষে কত টাকা থাকছে আপনার পকেটে? ১৯৬১ সাল থেকে ভারতবর্ষে একটা আইন চালু হয়। যে আইনে বলা হয়, লটারিতে (Dear Lottery) টাকা জিতলে সেখান থেকে একটা অংশ কর হিসেবে জমা দিতে হয় সরকারের খাতায়।
এলআইসিতে বিনিয়োগ করছেন? আগে সতর্ক হন! বিমার নামে ফাঁদ পেতেছে জালিয়াতরা।
লটারিতে (Dear Lottery) পাওয়া টাকা থেকে যে পরিমাণ অর্থ সরকারের খাতায় যায়, সেই টাকার পরিমাণ নেহাত কম নয়। বেশ ভালো মতোই ট্যাক্স জমা দিতে হয় সরকারকে। লটারির উপার্জনের টাকা আপনার পরিশ্রমে উপার্জিত নয়। বরং ভাগ্যের খেলায় পকেটে আসে কড়কড়ে নোট।
লটারির টাকায় কত পরিমান কর দিতে হবে সেটা আগের থেকেই ঠিক করে রেখেছে সরকার। আপনিও যদি এক কোটি টাকা লটারিতে পান, তবে সেই পরিমাণ অর্থ গড় হিসেবে আপনাকে জমা দিতে হবে। ১৯৬১ সালে 194B ধারার অধীনে কর দিতে হয় বিজয়ী প্রার্থীকে।
বিজয়ীকে মূল অর্থ প্রদান করার আগে কাটা হয় টিডিএস। যদি একজন ব্যক্তি লটারিতে দশ হাজার টাকার বেশি অর্থ পান, তবে তার সেই অর্থ থেকে ৩০ শতাংশ হারে টিডিএস কাটা হয়। শুধু তাই নয়, অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএসের পরিমাণ হতে পারে ৩১.২% পর্যন্ত।
কোনো ব্যক্তি যদি লটারির টিকিট কাটার পর নির্ধারিত কর না দেন তাহলে, সেটি শাস্তির পর্যায়ে ফেলা হয়। কারণ এই কর দেওয়া বাধ্যতামূলক। অনেকে লটারি অর্থ জেতার পর ট্যাক্স কনসালটেন্টের সাহায্য নেন। প্রসঙ্গত লটারির টিকিট কেটে অর্থ জেতা ভালো। কিন্তু অতিরিক্ত লটারির নেশা ভালো নয়।
তাই ইচ্ছে হলেও বুঝেশুনে লটারির টিকিট কাটতে হবে। আর লটারিতে যদি টাকা জিতে যান তাহলে হিসেব করে একটা অংশ জমা দিতে হবে সরকারের ঘরে। হিসেব -নিকেশ আগেই বলা হয়েছে। প্রয়োজনে আপনিও ট্যাক্স কনসালটেন্টৈর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
Written by Tilottama Chakraborty