আপনার কি SBI বা State Bank Of India বা স্টেট ব্যাংকে একাউন্ট আছে? যদি থাকে তাহলে আপনার জন্য সুখবর (SBI Personal Loan) আর যোদি SBI ব্যাংকে একাউন্ট না থাকে তাহলে আর দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব SBI ব্যাংকের খাতায় নিজের নামটি নথিভুক্ত করুন এবং হয়ে যান SBI ব্যাংকের গ্রাহক। কারণ SBI তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে SBI personal loan আর এই SBI personal loan এর মাধ্যমে আপনি পেতে পারেন 5 লক্ষ টাকা অবদি লো্নের সুবিধা।
Get Instant 5 Lakh SBI Personal Loan
বিপদ মানুষকে কখনো জানিয়ে আসে না, কখন কার উপরে কীভাবে বিপদ আসবে তা কারোর জানা নেই, বিপদে পড়লে মানুষের হটাত করে অর্থের প্রয়োজন হলে, সেই সময় মানুষ কোথায় যাবে ও কার কাছে গেলে টাকা পাবে, তখন কী করবে মাথার ঠিক থাকে না।
এই সময় মানুষ নানান প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থ্যা থেকে চরা সুদে লোন নিয়ে ফেলে, আর সেইকারণেই SBI তার গ্রাহকদের জন্য, এই SBI personal loan বা স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোনের সুবিধা চালু করেছে, যাতে মানুষ সঠিক উপায়ে এই লোন গ্রহণ করতে পারে ও সঠিক কাজে লাগাতে পারে।
আপনি পেতে পারেন 5 লক্ষ টাকা লোন এই SBI personal loan বা স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোনের মাধ্যমে। আপনি যদি SBI ব্যাংকের গ্রাহক হন তাহলে এই সুবিধা আপনার জন্য, শুধু মাত্র SBI গ্রাহকরা এই SBI personal loan বা স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোনের আওতায় থাকতে পারেবেন।
আবার আপনার সিভিল স্কোর যদি বেশী থাকে তাহলে আপনি বেশী কিছু সুবিধা পাবেন। আপনাকে কত টাকা ইএমআই (EMI) দিতে হবে মাসে? কত টাকাই বা শোধ করতে হবে সুদে আসল মিলিয়ে? আসুন সেটি জেনে নিই তাহলে আপনার আরও সুবিধা হবে।
এখন ব্যাবসা আপনার আর টাকা দেবে সরকার।
এই SBI Quick Personal Loan পেতে গেলে আবেদনকারীর নিম্নতম বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে এবং এরসাথে গ্রাহককে কম করে মসিক বেতন 15 হাজার টাকা পেয়ে থাকতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য 25 হাজার থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে।
লোনের উপর সুদের হার কাটা হয় বছরে ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ পর্যন্ত। লোনের টাকা ৬ বছরের মধ্যে পরিশোধ করতে হবে, লোনের টাকার উপর ১.৫ শতাংশ চার্জ কাটা হয় প্রসেসিং এর জন্য।
লোনের ইএমআই ঠিক সময়ে পরিশোধ করতে না পারলে ব্যাংকে 250 টাকা জরিমানা দিতে হতে পারে। তবে যে কোনো প্রকার লোন নেওয়ার আগে সেই সম্পর্কে সব তথ্য জেনে নিয়ে তবেই লোন নেবেন তা না হলে, পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে।
SBI ব্যাংকের কোনো গ্রাহক যদি ৫ বছরের মেয়াদে ২ লক্ষ টাকা SBI personal loan বা স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোন নেয়। তবে আসুন ভালো করে জেনে বুঝে নেই এই SBI personal loan বা স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোন নিলে গ্রাহককে সুদে আসলে কতো টাকা পরিশোধ করতে হবে। আর সেই গ্রাহকের কাছ থেকে সুদ নেওয়া হবে ১১ শতাংশ হারে, তাহলে সেই ব্যাক্তির থেকে প্রতি মাসে ৪৩৪৮ টাকা EMI নেবে ব্যাংক, অর্থাৎ মোট সুদের পরিমাণ ৫ বছর পরে হবে ৬০৯০৯ টাকা, সেই ব্যাক্তিকে সুদে আসলে ব্যাংকে ২ লক্ষ ৬০ হাজার ৯০৯ টাকা পরিশোধ করতে হবে।
ঠিক একইভাবে SBI এর কোনো গ্রাহক যদি ৫ লক্ষ টাকা লোন নেয় তাহলে ১১ শতাংশ সুদের হারে সেই গ্রাহককে মাসিক EMI ১০৮৭১ টাকা দিতে হবে, এবং ৫ বছর পরে সুদে আসলে মোট ১,৫২,২৭৩ টাকা অর্থাৎ ১ লক্ষ ৫২ হাজার ২৭৩ টাকা পরিশোধ করতে হবে। তবে SBI personal loan নেওয়ার আগে আপনারা তৎকালীন সুদ সম্পকে আরও ভালো করে জেনে নেবেন।
কি ভাবে আবেদন করবেন জেনে নিন
1) আপনি যে SBI ব্রাঞ্চ এ ব্যাংকের বই করেছেন, বা যে SBI ব্যাংকে আপনার একাউন্ট আছে, সেই ব্যাংকে গিয়ে লোনের জন্য এপ্লাই করুন।
2) ফ্রম ফিলাপ করুন আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর কতো টাকা লোন নেবেন? ওই লোনের মেয়াদ কতো বছর থাকবে? EMI কতো হবে সেটা সম্পর্কে সঠিক নির্বাচন করুন।
3) উপযুক্ত নথিপত্র ও পরিচয় পত্র জমা করুন যেমন অধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট সাইজ ফটো।
4) ঠিকানার প্রমাণ পত্র ও ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও দুটি সর্বশেষ বেতন স্লিপ ও সর্বশেষ ফ্রম 16 ব্যাবহারের প্রমাণ সহ অ্যাপ্লিকেশন ফ্রম জমা করুন।
5) SBI personal loan এপ্লাই হয়ে যাবে, আপনি যদি অনলাইন এপ্লাই করতে চান তাহলে ব্যাংক অফিসের ওয়েবসাইটে গিয়ে একইভাবে ফ্রম ও নথিপত্র জমা করুন।
1) আপনি যে SBI ব্রাঞ্চ এ ব্যাংকের বই করেছেন, বা যে SBI ব্যাংকে আপনার একাউন্ট আছে, সেই ব্যাংকে গিয়ে লোনের জন্য এপ্লাই করুন।
2) ফ্রম ফিলাপ করুন আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর কতো টাকা লোন নেবেন? ওই লোনের মেয়াদ কতো বছর থাকবে? EMI কতো হবে সেটা সম্পর্কে সঠিক নির্বাচন করুন।
3) উপযুক্ত নথিপত্র ও পরিচয় পত্র জমা করুন যেমন অধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট সাইজ ফটো।
4) ঠিকানার প্রমাণ পত্র ও ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও দুটি সর্বশেষ বেতন স্লিপ ও সর্বশেষ ফ্রম 16 ব্যাবহারের প্রমাণ সহ অ্যাপ্লিকেশন ফ্রম জমা করুন।
5) SBI personal loan এপ্লাই হয়ে যাবে, আপনি যদি অনলাইন এপ্লাই করতে চান তাহলে ব্যাংক অফিসের ওয়েবসাইটে গিয়ে একইভাবে ফ্রম ও নথিপত্র জমা করুন।