সরকারি কর্মীদের কাছে মহার্ঘ ভাতা (DA) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ধরেই তাঁরা মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) ঘোষণা অপেক্ষায় থাকেন। ডিএ বাড়লে সরকারি কর্মীদের পকেটে আসবে অতিরিক্ত অর্থ। সেই কারণেই সরকারি ঘোষণার অপেক্ষায় সারা বছর আশান্বিত হয়ে থাকেন সরকারি কর্মীরা। ভোট আসার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছে। এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ ডিএ বেড়েছে তাঁদের।
Govt Employees DA Hike News Update
কেন্দ্রীয় সরকার কর্মীদের দাবি দাওয়া রেখে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করছে। কিন্তু রাজ্য সরকারি কর্মীরা? কবে পাবেন তাঁরা কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা? গত বছরের মাঝামাঝি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই আশায় বুক বেঁধেছিলেন যে, লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার তাঁদের মহার্ঘ ভাতা (DA Hike) বাড়াবেন।
বছরের শুরুতে মহার্ঘ ভাতা সংশোধনে কেন্দ্রীয় সরকার কর্মীদের ৫০ শতাংশ দিয়ে প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে। শুধু যে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়িয়েছে তা নয়, কেন্দ্রের পথে হেঁটে বহু রাজ্যের সরকার তাঁদের কর্মীদের জন্য ডিএ (DA Hike) বৃদ্ধির ঘোষণা করেছে। উদাহরণ স্বরূপ বলা যায়, তামিলনাড়ু রাজ্যের সরকার এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে।
সরকারের এই খবর পেয়ে কর্মীদের শিরদাঁড়া আরও শক্ত হল। 35 লাখ টাকা পাবে সরকারি কর্মীরা।
গত ১২ মার্চ সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে ডিএ (DA Hike) বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিনের পর দিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় থাকলেও সরকারি তরফে কোন সুখবর দেওয়া হয়নি। একদিকে যেমন বকেয়া ভাতা পড়ে রয়েছে, অন্যদিকে নামমাত্র হারে বেড়েছে সরকারি কর্মী দের ডিএ।
সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মনে বেজায় অসন্তোষ। আদালতে ডিএ মামলা চললেও সেই মামলার কোন গতি হচ্ছে না। বরং দিনের পর দিন ধরে পিছিয়ে যাচ্ছে মামলা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীরা সরকারের মুখে ডিএ (DA Hike) বৃদ্ধির ঘোষণা শোনার অপেক্ষায় একের পরের দিন কাটাচ্ছেন।
এদিকে বাংলার ছায়া গিয়ে পড়েছে তামিলনাড়ু রাজ্যেও। নিঃসন্দেহে সরকারের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) পাওয়ার ঘোষণায় মুখে হাসি ফুটে ছিল রাজ্য সরকারি কর্মীদের। তবে সম্প্রতি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও পেনশনভোগীরা দাবি তুললেন যে, তাঁদের প্রতীক্ষিত ডিএ (DA) আজও মেলেনি।
সম্প্রতি এই দাবি তুলে হতাশা প্রকাশ করেছেন তাঁরা। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ ঢোকেনি বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী-সহ প্রায় ৮০০ জন কর্মচারী। সরকারের তরফে ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা হলেও তাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় কার্যত বেজায় চিন্তায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মীবৃন্দ।
কেন্দ্রের দেখাদেখি DA ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু অর্ডার না আসায় মাথায় হাত কর্মচারীদের।
অন্যদিকে মাদ্রাসা স্টাফ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে, তাঁরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গেও আলোচনা করেছেন। তবে রেজিস্টারের তরফে জানানো হয়েছে যে, ডিএ বৃদ্ধির জন্য ফাইল তৈরি করা হলেও উচ্চ শিক্ষা সচিব এখনও তাতে সই করেননি। তাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ডিএ ইস্যুর সমাধান কবে হতে চলেছে তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই।