পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের উন্নতিতে একাধিক প্রকল্প (Ekal Nari Samman Pension Yojana) শুরু করেছে। আমাদের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে প্রত্যেক মাসে হাত খরচা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। এই প্রকল্প অচিরেই নাম করেছে সারা দেশে। কয়েক বছর আগে আরম্ভ হওয়া পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)’ প্রকল্পটি এখনও পর্যন্ত সর্বস্তরে আলোচিত।
Apply Ekal Nari Samman Pension Yojana
তবে এক রাজ্য সরকার মহিলাদের জন্য অপর একটি দুর্দান্ত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় নাম লেখানো মহিলারা প্রত্যেক মাসে পেনশন (Ekal Nari Samman Pension Yojana) পাবে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পর রাজস্থান রাজ্যের সরকার সংশ্লিষ্ট রাজ্যের মহিলা নাগরিকদের উন্নতি স্বার্থে যে সকল জনদরদী স্কিম চালু করেছে তার মধ্যে অন্যতম হলো ‘মুখ্যমন্ত্রী একল নারীর সম্মান পেনশন যোজনা বা Ekal Nari Samman Pension Yojana‘.
অনেকেই এই প্রকল্পের বিষয়ে জানেনা। কারণ প্রকল্পটির তেমন চর্চা কিংবা প্রচার হয়নি। তবে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব, রাজ্য সরকারের তরফে চালু করা মহিলাদের জন্য (Ekal Nari Samman Pension Yojana) পেনশন যোজনা প্রকল্প সম্পর্কে। প্রকল্পটির ঘোষণা হওয়ার পর খুশির বাঁধ ভেঙেছে রাজ্যবাসীর মধ্যে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম কি এসেছে? জানতে হলে চেক করুন এই ভাবে।
মুখ্যমন্ত্রীর ‘একল নারীর সম্মান পেনশন যোজনা বা Ekal Nari Samman Pension Yojana‘ প্রকল্পটি মূলত সমাজের বিধবা বা বিবাহ বিচ্ছিন্না নারীদের জন্য চালু করা হয়েছে। প্রধানত যে সকল নারীরা পরিস্থিতির কারণে বর্তমানে একা থাকছেন, অথবা একা থাকতে বাধ্য হয়েছেন, তারা এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করে সুবিধা পেতে পারেন।
এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট নারীরা প্রতিমাসে ভাতা পাবেন। বর্তমানে রাজস্থানে সংশ্লিষ্ট প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে। বহু মহিলারা বলছেন, এই ধরনের একটি পেনশন প্রকল্প তাঁদের সবার জন্য প্রয়োজন ছিল। বিবাহের পরেও যে সকল মহিলারা একা থাকতে বাধ্য হন, তাঁদের অনেকের পক্ষে সংসার চালানো ছেলে মেয়েদের মানুষ করা, নিজেদের দৈনন্দিন খরচ সামলানো সমস্যার হয়ে পড়ে।
রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের বহু মহিলা কর্মসংস্থানে (Ekal Nari Samman Pension Yojana) যুক্ত না হওয়ায় তাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। তাই সরকারের তরফে এবার হাত বাড়িয়ে দেওয়া হলো তাঁদের দিকেই। প্রকল্পটিতে বয়সের অনুপাতে পেনশনের পরিমাণ নির্ভর করে।
মোট কথা এমন ভাবেই পেনশনের বন্টন করা হয়, যাতে সংশ্লিষ্ট মহিলারা সংসার খরচ-সহ নিজেদের দৈনন্দিন জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। রাজস্থানের বিবাহের পরেও একা থাকা মহিলারা যাদের নিয়মিত আয়ের উৎস নেই, সমাজে দরিদ্র বলে বিবেচিত, বয়স আঠেরো বছরের বেশি, এবং বার্ষিক আয় ৪৮ হাজার টাকার কম, সেই সকল মহিলারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
মেয়েদের জন্য দারুণ সুখবর। 18 বছর বয়স হলেই লাখ টাকা দেবে সরকার।
এই প্রকল্পের (Ekal Nari Samman Pension Yojana) অধীনে, রাজস্থানের ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে দেওয়া হয় ৫০০ টাকা, ৫৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের দেওয়া হয় ৭৫০ টাকা এবং ৬০ থেকে ৭৫ বছর বয়সী মহিলারা ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পান।
এর পাশাপাশি যে সকল মহিলাদের বয়স ৭৫ বছরের বেশি, তাঁরা প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে (Ekal Nari Samman Pension Yojana) পেনশন পাবেন সরকারের এই প্রকল্পে। আবেদন জানানোর জন্য ভিজিট করুন (https://ssp.rajasthan.gov.in/LoginContent/MidLogin.aspx)-এই পোর্টালে।