পশ্চিমবঙ্গের জনসাধারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম জানেন (Government Scheme 2024). রাজ্য সরকার মহিলা জনসাধারণের স্বার্থে এই প্রকল্প চালু করেছিলেন। প্রকল্পের হাত ধরে প্রতিমাসের ন্যূনতম হাত খরচা পেতেন এই রাজ্যের মহিলারা। প্রাথমিকভাবে প্রত্যেক মাসে পাঁচশো টাকা হাত খরচা দেওয়া হবে বলা হলেও বর্তমানে সেই অর্থের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। ইতোমধ্যে কয়েক কোটি মহিলা নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে।
How to Apply Online Saraswati Bhander on Government Scheme 2024
রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। প্রত্যেকটি প্রকল্পে
নির্দিষ্টতা টার্গেট রয়েছে। সুযোগ-সুবিধা পান দেশ ও রাজ্যের মানুষ। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের উন্নয়নমুখী প্রকল্পের তালিকায় নাম ওঠে ‘লক্ষ্মীর ভান্ডারের’। তবে এবার নাকি চালু হতে চলেছে নতুন এক প্রকল্প ‘সরস্বতী ভান্ডার’ (Government Scheme 2024).
এই ঘোষণা শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। নতুন প্রকল্পটি চালু হচ্ছে কবে থেকে? প্রশ্ন তুলছেন দেশের জন সাধারণ। ২৪ শের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে,
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পাচ্ছে। এই প্রকল্পে আওতায় এবার থেকে সাধারণ মহিলারা ১০০০ টাকা করে পাবেন (Government Scheme 2024).
ভোটের আগেই সুখবর! রাজ্য সরকারি প্রকল্পে অর্থ দ্বিগুণ করা হলো! সুবিধা পাবেন সবাই পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা খুশি।
আর সংরক্ষিত শ্রেণি তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন বারোশো টাকা করে ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ হতে খুশির জোয়ার রাজ্যবাসীর মধ্যে। এপ্রিল মাস থেকে বর্ধিত ভাতা পেয়ে যাচ্ছেন অনেকেই। কিন্তু লক্ষ্মীর ভান্ডার নয় হল। কিন্তু সরস্বতী ভান্ডার প্রকল্প ঠিক কি? কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, চারিদিকে হইচই শুরু হয়েছে ইতোমধ্যে।
২৪’ এর লোকসভা ভোটপর্বে বিরোধী দলগুলির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছেই। তবে অকথ্য ভাষা ব্যবহার না করে ভিন্ন পথে প্রতিবাদ ছুঁড়লেন কবি সমাজসেবিকা ঝর্না ভট্টাচার্য্য। এদিন কলকাতা নির্বাচন কমিশনের অফিসের সামনে সরস্বতী সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সমাজসেবিকা (Government Scheme 2024).
তিনি যে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছিলেন, তাতে লেখা ছিল ‘লক্ষ্মীর ভান্ডারের পর এবার সরস্বতী ভান্ডার’। তাঁর প্রতিবাদী মন্তব্যে তিনি নেতা মন্ত্রীদের ভোট প্রচারের সময় ভুলভাল বক্তব্যের বিরুদ্ধে আঙুল তুলেছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমরা শিল্পী মানুষেরা তো অশ্রাব্য ভাষায় প্রতিবাদ করতে পারি না, কেননা আমরা শব্দকে ব্রক্ষ্ম মানি।’
বর্তমান পরিস্থিতিকে তুলে ধরে তিনি বলেছেন, আজকাল রাজনৈতিক নেতা মন্ত্রীরা যে ভাষায় বিপক্ষ দলগুলো কে দোষ দেন তা হঠাৎ শিশুরা কার্টুন দেখতে দেখতে খবরের চ্যানেল দেখলে ওইসব ভাষা শুনে আৎকে ওঠে।’ (Government Scheme 2024).
এইমাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অত্যাধিক টাকা পাওয়ার জন্য এই ডকুমেন্ট গুলি থাকা অবশ্যক?
প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাবো আমরা?’ আর সে কারণেই যারা রাজনৈতিক ময়দানে নেমেছেন তাঁদের মা সরস্বতীর কৃপা দরকার আছে বলেই মত প্রকাশ করেন ঝর্ণা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গেই তিনি রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প উল্লেখ করে সরস্বতী ভান্ডার প্রকল্পের স্বপক্ষে বক্তব্য রেখেছেন।
for any information check Government Scheme official website – click here