ICDS Supervisor Recruitment 2024 – রাজ্যে অঙ্গনওয়াড়ি নিয়োগের বড় সিদ্ধান্ত দিলো হাইকোর্ট! কেটে গেল সমস্ত জট! নিয়োগ পাবেন 3458 জন যুবক-যুবতী

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা আইসিডিএস (ICDS Supervisor Recruitment 2024) নিয়োগে অংশ নেওয়ার জন্য সারা বছর প্রস্তুতি নেন। প্রতিবছরই প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হয় রাজ্যে। তবে আইসিডিএস সুপারভাইজার নিয়োগে দিশা মিলছিল না বহুদিন। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে সেই জটিলতা মিটলো। প্রায় ২৬ বছর পর আইসিডিএস নিয়োগে নতুন সিদ্ধান্ত গৃহীত হলো। সিদ্ধান্ত হলো হাইকোর্টের নির্দেশে। ICDS নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

WBPSC ICDS Supervisor Recruitment 2024

দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছিল এবার সেখান থেকে মুক্তি। আইসিডিএস সুপারভাইজার (ICDS Supervisor Recruitment 2024) নিয়োগে আর কোন বাধা থাকছে না। নির্দ্বিধায় নিয়োগ চালাতে পারে রাজ্য সরকার। আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। এরপর ২০১৯ সালে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল রাজ্যে।

কিন্তু জটিলতা অব্যাহত ছিল অঙ্গনওয়াড়ি নিয়োগের (ICDS Supervisor Recruitment 2024) ক্ষেত্রে। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার একটি নির্দেশ জারি করেছিল যেখানে বলা হয় মোট শূন্যপদগুলির মধ্যে ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা উচিত পদোন্নতির ভিত্তিতে। তবে এখানেও বাধে জটিলতা।

সুখবর! মাসিক 21,632 টাকা বেতনে ডেটা এন্ট্রি অপারেটর-সহ বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

জানা যায়, রাজ্য সরকার কর্মীদের জন্য মাত্র ৪২২ টি শূন্যপদ রেখে অবশিষ্ট ৩০৩৬ টি পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তিও জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে, রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Supervisor Recruitment 2024) আদালতে দরবার করেছিলেন।

সেই মামলা নিয়ে জটিলতা চলছিল বেশ কিছুদিন ধরে। আদালতে দরবার করা চাকরিপ্রার্থীরা যোগ্য রায়ের দাবিতে একজোট হন। মামলার জল গড়িয়েছিল বেশ কিছুকাল ধরে। অপেক্ষারত চাকরিপ্রার্থীরা চাইছিলেন, যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি হোক। তবে গত বছর তথা ২০২৩ সালে বিচারপতি লুপিতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন।

West Bengal Health Recruitment Board

বিচারপতি নির্দেশ দেন, পদোন্নতির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের (ICDS Supervisor Recruitment 2024) থেকে পঞ্চাশ শতাংশ শূন্যপদ পূরণ করতে হবে। যদিও অভিযোগ, রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। গুরুতর অভিযোগ উঠে এই প্রসঙ্গে যে, রাজ্য সরকার বিচারপতির নির্দেশকে অগ্রাহ্য করে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

সূত্রের খবর, প্রমোশনাল সুপারভাইজার (ICDS Supervisor Recruitment 2024) পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেখানে ১১৫২ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়। তবে রাজ্য সরকার সে সমস্ত প্যানেলকে প্রকাশ না করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখে। সংশ্লিষ্ট মেধা তালিকার নাম থাকা প্রার্থীরা এরপর হাজির হন হাইকোর্টে।

 হাইকোর্টের নির্দেশে নতুন করে আবারও 3458টি শূন্যপদে ICDS সুপারভাইজার কর্মী নিয়োগ করা হবে

আপাতত নিয়োগ নিয়ে জট কাটল। হাইকোর্টের সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরা। বর্তমানে রাজ্য সরকার ৩৪৫৮ টি পদের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে ১৮২৯ জন প্রার্থীকে নিয়োগ করতে হবে। তবে সরকার ৪০৯ জনের নিয়োগ (ICDS Supervisor Recruitment 2024) জারি রাখতে পারে।

এছাড়া এও জানা যাচ্ছে, বাকি শূন্যপদে মেধাতালিকা থেকে 1152 জনকে নিয়োগ (ICDS Supervisor Recruitment 2024) করা যাবে তবে খবর মিলছে, নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি ডিভিশন বেঞ্চের বিচারাধীন হওয়ায় বিচারক রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, ছয় সপ্তাহের মধ্যে একটি হলফনামা জমা করতে।

Leave a comment