Kisan Vikas Patra – পোস্ট অফিসের দুর্দান্ত লাভজনক স্কিম! রাতারাতি দ্বিগুণ হবে টাকা! কয়েক মাসের মধ্যেই লাখপতি হবেন।

পরিশ্রমের টাকা বিনিয়োগ করে তা দ্বিগুণ করার আকাঙ্ক্ষা (Kisan Vikas Patra) থাকে সবারই। তাই বিনিয়োগ করার জন্য বর্তমানে একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন স্কিম চালু করেছে। তবে দীর্ঘ সময়ের পরিশ্রমের টাকা বিশ্বস্ত জায়গাতেই জমা ও বিনিয়োগ করতে চান আমজনতা। আর সেই কারণেই পোস্ট অফিসের প্রকল্প গুলির চাহিদা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে টাকা বিনিয়োগে আগ্রহী হন।

Interest Rate of Kisan Vikas Patra in Post Office Scheme

পোস্ট অফিসের তরফেও নানান লাভজনক প্রকল্প হাজির করা হয় সাধারণ মানুষের কাছে। পোস্ট অফিসের একটি স্কিম রয়েছে, যেখানে আপনি বিনিয়োগ করলে রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। অবাক হলেও বিষয়টি সত্যি। পোস্ট অফিসের এই প্রকল্প (Kisan Vikas Patra) অল্প কয়েক দিনের মধ্যেই আপনাকে লাখপতি করে দেবে। আজকে আমরা জানবো পোস্ট অফিসের সেই প্রকল্প সম্পর্কে।

দেশের কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের জন্য পোস্ট অফিস, রাষ্ট্রয়াত্ত ব্যাংকের বিনিয়োগের উপরে নানান ধরনের প্রকল্প চালু করেছে। এইসব প্রকল্পে টাকা রাখার আগে আপনাকে গোটা প্রকল্প টির বিষয়ে জেনে নিতে হবে। কোন প্রকল্পে টাকা রাখলে আপনি ততোধিক বেশি লাভ পাবেন।

কোন প্রকল্প আপনাকে দারুন রিটার্ন দেবে? কোন স্কিমে কত টাকা রাখলে? আপনার কতটা লাভ হবে সমস্ত তথ্য জেনে নিতে হবে বিনিয়োগ করার আগেই।‌ তবে অনেক সময় সঠিক প্রচার না হওয়ায় প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ সঠিকভাবে জানতে পারেন না। তাই সাধারণ মানুষের স্বার্থে আজকে পোস্ট অফিসের একটি দুর্দান্ত লাভজনক প্রকল্প সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।

পোস্ট অফিসে 64 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে। মাধ্যমিক পাশে আবেদন করুন

পোস্ট অফিসের একটি প্রকল্প যেটি অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেয়, সেটি হলো (Kisan Vikas Patra) ‘কৃষক বিকাশ পত্র (KVP)’ স্কিম। নির্দিষ্ট সময়ের মেয়াদে এই প্রকল্প টাকা দ্বিগুণ করে দেয়। এই প্রকল্পে বিনিয়োগ করলে নিঃসন্দেহে আপনি লাভজনক রিটার্ন পাবেন।

এই প্রকল্পে (Kisan Vikas Patra) জমাকৃত আমানতের ওপর ৭.৫ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়। অর্থাৎ এই প্রকল্পে সুদের ওপর সুদ দেওয়া হয়! এই প্রকল্পে যারা টাকা বিনিয়োগ করেছেন তারা অল্প সময়ের মধ্যে দ্বিগুণ রিটার্ন পেয়েছেন। আপনিও চাইলে পোস্ট অফিসের এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন।

SBI E Mudra Loan

পোস্ট অফিসের এই প্রকল্পে দ্বিগুণ হয়ে টাকা!

পোস্ট অফিসের এই (Kisan Vikas Patra) কৃষক বিকাশ পত্র প্রকল্পটি এতটাই লাভজনক যে, আপনি যদি এখানে এক লাখ টাকা বিনিয়োগ করেন, তবে আপনি দুই লাখ টাকা রিটার্ন পাবেন। আপনি যদি দুই লাখ টাকা বিনিয়োগ করেন তবে রিটার্ন পাবেন চার লাখ টাকা।

আবার, আপনি যদি পাঁচ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেন মেয়াদ শেষে দশ লক্ষ টাকা পকেটে আসবে আপনার। তবে এই প্রকল্পের কিছু শর্ত রয়েছে, কিছু বিষয়ে আপনার জেনে নেওয়া জরুরি। নিম্নে উল্লেখ করা হলো অবশ্যই একবার চোখ বুলিয়ে নিন।

এবার ফ্রী রান্নার গ্যাস পাবে সবাই! অবশেষে উজ্জ্বলা যোজনাকে টেক্কা দিলো মমতা। ভোটের আগে TMC এর প্রতিশ্রুতি।

পোস্ট অফিসের এই প্রকল্পের শর্ত গুলি কি কি?

পোস্ট অফিসের স্কিম (Kisan Vikas Patra) ‘কৃষক বিকাশ পত্র’ (KVP) -এ যদি আপনি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে জেনে রাখুন এখানে বিনিয়োগের জন্য ঊর্ধ্বসীমা নেই। একজন ব্যক্তি এক হাজার টাকা নিয়েও এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন। দশ বছর ঊর্ধ্বে যে কেউ এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন।

এই স্কিমে বিনিয়োগ করা যায় একশো টাকার গুণিতকে। একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে এই (Kisan Vikas Patra) প্রকল্পে টাকা বিনিয়োগ করা যায়। আগে এই প্রকল্পের টাকা বিনিয়োগের মেয়াদ ছিল একশো তেইশ মাস। যদিও পরবর্তীকালে নিয়মে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ১১৫ মাসের জন্য প্রকল্পে টাকা বিনিয়োগ করা যায়।

for any information check post office kisan vikas patra official website – clich here

Leave a comment