Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টক্কর দিতে এল নতুন এই প্রকল্প। ১০০০ কিংবা ১২০০ টাকা নয়! মিলবে ৩০০০ টাকা প্রতি মাসে দেখেনিন।

Lakshmir Bhandar

পশ্চিমবঙ্গের সরকার রাজ্যের মহিলা নাগরিকদের ক্ষমতায়নের উদ্দেশ্যে যে জনদরদি প্রকল্প শুরু করেছে, তার নাম (Lakshmir Bhandar) ‘লক্ষ্মীর ভান্ডার’ স্কিম। প্রকল্পের হাত ধরে প্রাথমিকভাবে ৫০০ টাকা করে দেওয়া হতো মহিলাদের। তবে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন মাসিক হাজার টাকা করে আর্থিক সাহায্য। সম্প্রতি টাকার পরিমান পরিবর্তন করেছে রাজ্য সরকার। ‌দ্বিগুণ হয়ে গেছে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা।

Lakshmir Bhandar Vs ladli behna yojana

মুখ্যমন্ত্রীর নতুন সিদ্ধান্তে সাধারণ মহিলারা এবার থেকে ১০০০ টাকা আর সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তবে সম্প্রতি শোনা গেল আরেক কথা। সূত্রের খবর, ১০০০ কিংবা ১২০০ টাকা নয় এবার মাসে মাসে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ভাতা পাবেন রাজ্যের মহিলারা। ‌

প্রথম থেকেই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিল।‌ এই প্রকল্পের মাধ্যমে সমাজের আলোয় এসেছেন অনেক মহিলা। প্রতি মাসে তাদের হাত খরচা যোগান দিচ্ছে রাজ্য সরকার। ‘লক্ষ্মীর ভান্ডার’ ভাতার অর্থ সাংসারিক প্রয়োজনেও ব্যবহার করেন পশ্চিমবঙ্গের মহিলারা।

ভোটের আগেই রাজ্য সরকার যে ঘোষণা করেছিল, সেই ঘোষণা শুনে খুশি হয়েছেন নাম নথিভূক্ত থাকা মহিলারা। অতিরিক্ত ভাতা পাওয়ার আনন্দে আত্মহারা তারা। কিন্তু সাম্প্রতিক খবর অনুসারে সত্যিই কি বেড়ে যাচ্ছে লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) টাকার পরিমান?

APL কার্ডকে বদল করা হচ্ছে BPL কার্ডে! এবার অতিরিক্ত সুবিধা পাবেন সবাই।

১০০০, ১২০০ টাকার বদলে সত্যি কি তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন রাজ্যবাসী? সম্প্রতি এমনই জোরালো আভাস দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সাংসদ তথা দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি নদীয়ার রানাঘাটে একটি নির্বাচনী প্রচারে উপস্থিত হয়ে নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে।

রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের সুবিধা দিলেও বিজেপি সরকার ভারতের বিভিন্ন রাজ্যে ‘লাডলী বেহেনা যোজনা’, ‘অন্নপূর্ণা যোজনার’ মতো বিভিন্ন কল্যাণমুখী প্রকল্প চালু করেছে মহিলাদের জন্য। কথা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন আসাম সরকার অন্নপূর্ণা যোজনার অধীনে সেই রাজ্যের মহিলা নাগরিকদের মাসে মাসে আড়াই হাজার টাকা করে‌ আর্থিক সুবিধা দিচ্ছে।

Lakshmir Bhandar - লক্ষ্মীর ভাণ্ডার

তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার আসনে যদি বিজেপি সরকার আসে, তাহলে বঙ্গের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা করে সরকারি সাহায্য পাবেন। নদিয়ায় রানাঘাটের সভা থেকে শুভেন্দু অধিকারী জোর গলায় প্রতিশ্রুতি দিয়েছেন।

তারা যদি বাংলার ক্ষমতায় আসেন তাহলে‌ বাংলার সকল মহিলা নাগরিক প্রত্যেক মাসে 3000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এর পাশাপাশি তিনি এও বলেন, বিজেপি সরকার যে প্রকল্প শুরু করে, সেই প্রকল্প কোনদিনও বন্ধ করে না।

লক্ষ্মীর ভান্ডার ভুলে যান!‌ চালু হচ্ছে নতুন স্কিম ‘সরস্বতী ভান্ডার’! শোরগোল পড়ে গেল সারা দেশে

তাই পদ্ম শিবির মহিলাদের মুখে হাসি ফোটাতে যে প্রবল উদ্যমে উদ্যোগী, তা ভোটের প্রচারে এসে স্পষ্ট কথায় ব্যক্ত করলেন বিজেপি শিবিরের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের জনপ্রিয়তা এখন রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে।

তবে ইতিমধ্যেই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বঙ্গের লাখ লাখ মহিলারা। আগে কেবলমাত্র দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা যেত। এখন সারা বছর ধরেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়। অনলাইন মারফত বা অফলাইনে এই দুই রকম ভাবেই আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *