LIC – এলআইসিতে বিনিয়োগ করছেন? আগে সতর্ক হন! বিমার নামে ফাঁদ পেতেছে জালিয়াতরা।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তে বিনিয়োগ করেন দেশের হাজার হাজার মানুষ। এই সংস্থা সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের বিমা সুবিধা প্রদান করে। জীবন বিমায় বিনিয়োগের ক্ষেত্রে LIC সব থেকে বেশি এগিয়ে রয়েছে। ভবিষ্যৎ সুরক্ষার্থে নিজেদের পরিশ্রমের টাকা একটু একটু করে জমা করেন আমজনতা। কিন্তু এবার থেকে বিনিয়োগ করার আগে সতর্ক হতে হবে! কারণ বিপদ ছেয়ে রয়েছে সর্বত্র। এলআইসি (LIC) জীবন বীমার নামে ফাঁদ পেতেছে প্রতারকেরা।

LIC Scam News Update Fake Agent

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রতারণা মূলক পোস্টার। সাবধান করল খোদ এলআইসি (LIC) জীবন বীমা সংস্থা। মানুষের প্রযুক্তি নির্ভরশীলতা যতটা বাড়ছে ততই বাড়ছে সাইবার ক্রাইম। সমাজ মাধ্যমের লোভনীয় পোস্টারের পিছনে ফাঁদ পেতে বসে প্রতারকেরা।

একটু এদিক থেকে ওধিক বেচাল হলেই ঘনিয়ে আসছে বিপদ। বিশেষ করে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি চিন্তাভাবনা করে এগোতে হবে। অপরিচিত লিংকে, মেসেজে, ফোন কলে, উত্তর না দেওয়াই ভালো। কিন্তু এবার যেটা ঘটলো সেটা আরও বেশি চিন্তার কারণ।

সংস্থার লোগো জাল করে এলআইসির নামেই প্রতারণা করা হচ্ছে। সম্প্রতি এমন একটি ঘটনা এলআইসি কর্তাদের ঘুম উড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে সতর্ক করেছে এলআইসি। ঘটনাটি ঠিক কি ঘটছে।

পোস্ট অফিসের দুর্দান্ত লাভজনক স্কিম! রাতারাতি দ্বিগুণ হবে টাকা! কয়েক মাসের মধ্যেই লাখপতি হবেন।

সূত্রের খবর, কোম্পানির ব্র্যান্ড এবং লোগো জাল করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর এই সকল বিজ্ঞাপন সত্যি বলে মনে করে অনেকেই টাকা বিনিয়োগ করতে উদ্যোগী হচ্ছেন।

জনসাধারণকে ঘোল খাওয়াতে এমনই নতুন পন্থা আবিষ্কার করেছে প্রতারকেরা। চিন্তার বিষয় রয়েছে আরও।‌ শুধুমাত্র যে সংস্থার ব্র্যান্ড এবং লোগো জাল করা হচ্ছে তা নয়, একই সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলিতে সংস্থার কর্তাদের ছবিও ব্যবহার করা হচ্ছে! আর গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এলআইসি (LIC) কর্তৃপক্ষ। ‌

সম্প্রতি সকল বিজ্ঞাপনের বিরুদ্ধে সতর্কবাণী দিল এলআইসি। বীমা সংস্থার তরফে সাধারণ মানুষকে
সতর্ক করা হয়েছে যে, এই ধরনের কোন বিজ্ঞাপন নজরে এলে সোশ্যাল মিডিয়া মারফত তার যে লিংক রয়েছে সেটিতে ভিজিট করে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে সরাসরি ‌রিপোর্ট করতে হবে।

সম্প্রতি নিজেদের ‘এক্স’ হ্যান্ডেলে নিজেদের গ্রাহক এবং জনসাধারণকে সতর্ক করেছে এলআইসি। সংস্থার তরফে এও বলা হয়েছে, এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সংস্থা। তবে জনসাধারণের উদ্দেশ্যে সংস্থার একটাই বক্তব্য প্রতারণামূলক বিজ্ঞাপন দেখে তারা যেন বিভ্রান্ত হয়ে না যান।

প্রসঙ্গত, বর্তমানে প্রায় সর্বত্র প্রতারণামূলক কাণ্ড চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম গুলিকে হাতিয়ার করছে জালিয়াতেরা। বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। আর এই সকল বিভ্রান্তিমূলক কার্যকলাপে ভুলবশত পা দিয়ে ফেলছেন অনেকেই।

শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, ব্যক্তিগতভাবেও নানান দিকে জল বিস্তার করেছে সাইবার ফ্রডেরা। সাধারণ মানুষের অর্থ হাতানো প্রধান লক্ষ্য তাদের। জালিয়াতির হাত থেকে বাঁচতে সতর্ক হতে হবে সবাইকেই। রাখতে হবে চোখ, কান খোলা।

এই তীব্র গরমের মধ্যে যেন কারেন্ট না যায়! বিদ্যুৎ সংস্থাকে কড়া নির্দেশ মমতার! আর সমস্যায় ভুগতে হবে না রাজ্যবাসীকে।

এবার এলআইসির (LIC) তরফে সাধারণ মানুষকে স্পষ্ট সতর্ক করা হলো। নিজেদের পরিশ্রমের অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই বিচার, বিবেচনা করে তবেই বিনিয়োগ করুন।

Leave a comment