এখন থেকে রাজ্যের অসংখ্য যুবক যুবতীরা নিজেরাই নিজেদের ব্যবসা (Business Loan for Business) শুরু করতে পারবে সুপ্রতিষ্ঠিত ভাবে। এই ব্যবসা করার জন্য প্রয়োজনীয় টাকা দেবেন রাজ্য সরকার। শুনতে অস্বাভাবিক লাগলেও এটাই কিন্তু সত্যি। ইদানিং রাজ্য সরকারের দিক থেকে এমনই এক নতুন নিয়ম উপক্রম করা হয়েছে
National Livestock Business Loan for Business
সাধারণত যে কোনো ব্যবসা করতে গেলেই সবার আগে প্রত্যেক এর মাথায় একটাই চিন্তা আসে সেটি হল টাকা বিনিয়োগ করা। তাই রাজ্য সরকার সকলের কথা মাথায় রেখে এই Business Loan প্রকল্পটি নিয়ে এসেছে। রাজ্য সরকার এই Business Loan অনলাইন আবেদন টি দুটি ভাগে নির্বাচন করেছেন
কীভাবে আবেদন করবেন?
প্রায় অনেকেরই টাকার অভাবে ব্যবসায় বড়ো ধরনের বিনিয়োগের (Business Loan for Business) কথা চিন্তা করেই আর এগোতে পারেন না। এবার থেকে আর সেই সব চিন্তা থাকবে না। কারণ আপনি যদি নিজের একটি ব্যবসা শুরু করতে চান তাহলে সেখানে রাজ্য সরকার আপনার সাহায্য করবে।
তাই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার এই নতুন নিয়ম চালু করেছেন। রাজ্য সরকার যেখানে নিজেই সোজাসুজি আপনাদের ব্যবসা চালু করার ব্যাবস্থা করে দেবেন। এবং আপনারা যারা এই ব্যবসা করতে ইচ্ছুক থাকবেন তারা সেই ব্যবসা চালাতে পারবেন।
যে সমস্ত উদ্যোক্তা এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকবেন তাদেরকে সরকার ৫০% পর্যন্ত টাকা দিয়ে সহায়তা করবেন। তার পাশাপাশি ব্যবসার জন্য যে সমস্ত জিনিসপত্র আবশ্যক সেগুলো সরবরাহ করবেন সরকার। সম্প্রতি রাজ্যের প্রানী সম্পদ শিল্পের বা Livestock Business Loan প্রকল্পটির উন্নয়নের বিষয় নিয়ে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এটি বাস্তবায়িত করার জন্য।
তাই প্রানী সম্পদ মিশন প্রকল্পটির সহায়তায় সরকার এই প্রানী সম্পদ শিল্প বা Livestock Business Loan for Business ব্যবসা প্রকল্প টি শুরু করেছেন। এই প্রাণী সম্পদ শিল্পের ব্যবসার অথবা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল, নানান ধরনের প্রানী জাত সম্পদ এবং এই ধরনের উপজাত দ্রব্যের নির্মান ও কার্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তিনটি জেলায় এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। জেলা গুলি হল – উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। জানা গিয়েছে যে এখনও পর্যন্ত মোট ১০০ জনই উদ্যোগ ব্যাক্তিরা এই ব্যবসা বা প্রকল্পের তালিকায় নাম লিখিয়েছেন। তবে এই ব্যবসা শুরু করার আগে বিশেষ কিছু উল্লেখযোগ্য বিষয় জানতে হবে, সেগুলি হবে।
প্রয়োজনীয় নথি
- প্রথমত, এই ব্যবসা শুরু করতে গেলে ব্যবসায়ীকে বা আপনাকে এই পশ্চিমবঙ্গের এক স্থায়ী নাগরিক হতে হবে।
- দ্বিতীয়ত, এর সাথে আপনার বা ওই ব্যাবসায়ীর নিজস্ব একটি খামার তৈরি করা মতো নির্দিষ্ট পরিমাণে জমি বা জায়গা থাকা দরকার।
- মূলত এই কয়েকটি শর্ত মেনে চললেই আপনারা Business Loan for Business বা এই ব্যবসা টি শুরু করার জন্য খুব সহজেই আবেদন করার সুযোগ পাবেন ।
প্রকল্পের কিছু সুবিধা
- এই ব্যবসা শুরু করার আগে উদ্যোক্তা ব্যাক্তি দের জন্য আলাদা ভাবে প্রস্তুত করার ব্যবস্থা করা হবে।
- যারা যারা এই প্রকল্পটি বা ব্যবসা করবেন তাদের ৫০% করে টাকা ভর্তুকি দেবেন সরকার।
- এই ব্যবসা করার জন্য ব্যাক্তিকে তার খামার তৈরি করা থেকে শুরু করে , গবাদি পশু কিনে দেওয়া এবং তাদের প্রতিপালনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্র , খাদ্যও সরবরাহ করে দেবেন রাজ্য সরকার।
কন্যা সন্তান থাকলেই পাবেন 31 লাখ টাকা। LIC এর নতুন এই পলিসিতে।
প্রকল্পের আবেদনের পদ্ধতি
- প্রথমত এই ব্যবসা (Business Loan for Business) বা প্রকল্পটি করার জন্য আপনাকে কাছাকাছি কোনো
প্রানী সম্পদ দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে হবে। - এবার সেখানে আপনার ব্যবসার জন্য একটি নির্দিষ্ট পরিমাণের টাকা নিয়োগ বা জমা দিতে হবে।
প্রকল্পটির মধ্যে একটি অফার ও রেখেছেন রাজ্য সরকার , যেখানে প্রায় ২০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়োগ করার ব্যবসা আছে। - এরপর সেই ব্যবসায়ী বা আপনি আপনার পছন্দ ও সাধ্যমত যে কোনো একটি বেচে নিতে পারেন।