PM Awas Yojana Gramin – প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম কি এসেছে? জানতে হলে চেক করুন এই ভাবে।

ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার জনসাধারণের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে। যার মধ্যে (PM Awas Yojana Gramin) অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)। জনসাধারণ প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন। অনেকেই নতুন করে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। ভোটের আগে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প সম্পর্কে একাধিক খবর প্রকাশ করেছে। তেমন ভাবেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়েও নতুন করে খবর প্রকাশ্যে এলো।

PM Awas Yojana Gramin List

যারা এই (PM Awas Yojana Gramin) প্রকল্পে নাম-নথিভুক্ত করেছিলেন, তারা নতুন আপডেটটি অবশ্যই জেনে নিন। এই প্রকল্পের আওতায় যে সকল নাগরিক সরকারি সহায়তায় পাকা বাড়ি পেতে চলেছেন, তাদের নামের লিস্ট প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প (PMAY 2024)

ভারতবর্ষের দারিদ্রতা মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে। ভারতের বিভিন্ন কোণায় অসংখ্য মানুষ এখনো পাকা বাড়ির সুবিধা ভোগ করতে পারেননি। তাই এই সকল মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি।

এই (PM Awas Yojana Gramin) প্রকল্পে যারা নাম লিখিয়েছিলেন তাদের তথ্য বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের তরফে তাদের পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিবছর প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রচুর সংখ্যক মানুষ তাদের পাকা বাড়ি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ পান।

APL কার্ডকে বদল করা হচ্ছে BPL কার্ডে! এবার অতিরিক্ত সুবিধা পাবেন সবাই।

সরকারি অন্যান্য প্রকল্পের মতো প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana Gramin) প্রকল্পে যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে সরাসরি আবেদন জানাতে পারেন। প্রতিবছর হাজার হাজার মানুষ প্রকল্পে নাম নথিভুক্ত করে পাকা বাড়ি বানানোর জন্য সাহায্য চেয়ে থাকেন।

ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা করেন তারা। তারপর সেই সকল আবেদন বিবেচনা করা হয়। যারা সাহায্য পাওয়ার জন্য উপযুক্ত, তাদের সরকারের তরফে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার আর্থিক অনুদান পাঠানো হয়।

SBI E Mudra Loan

প্রতিবছরের মতো চলতি বছরেও যারা যারা এই (PM Awas Yojana Gramin) প্রকল্পে আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশ মানুষের আবেদন গ্রহণ করা হয়েছে, তবে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের নামের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে সরকারের তরফে।

আপনাদের মধ্যে কেউ যদি এই (PM Awas Yojana Gramin) প্রকল্পে আবেদন জানিয়ে থাকেন, তবে লিস্ট চেক করলেই বুঝতে পারবেন আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না। আসুন জেনে নেওয়া যাক কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লিস্ট চেক করা যাবে।

এই সমস্ত কৃষকেরা পিএম কিষানের টাকা আর পাবে না! টাকা পেতে এখনি এই কাজ করুন।

কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লিস্ট চেক করবেন?

  • প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে স্কিমের ওয়েবসাইট (https://pmayg.nic.in/)-এ।
  • এরপর আপনি সামনে যে অপশনগুলো পেয়ে যাবেন তার মধ্যে থেকে ‘Awaassoft’ অপশনটি বেছে নিতে হবে।
  • এর পরের ধাপে আপনি আরও বেশ কিছু অপশন পাবেন যার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে ‘Reports’ অপশনটি।
  • এরপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। সেখান থেকে FMS Reports অপশনটির আওতাধীন ‘Beneficiaries registered,accounts frozen and verified’ অপশনটি নির্বাচন করে নিন।
  • এরপরের ধাপে আপনি যোজনার নাম, আর্থিক বছর, রাজ্য, জেলা, ব্লক, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে নিন।
  • তারপর ক্যাপচা কোডটি পূরণ করে ক্লিক করুন ‘সাবমিট’ অপশনে।
  • দেখতে পাবেন যে, আপনার এলাকার কাছাকাছি আবাস যোজনার যারা সুবিধাভোগী ব্যক্তি, তাদের নামের তালিকা আপনার সামনে চলে আসবে। 
  • এরপর আপনি ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে লিস্টটি নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবেন।
  • এই তালিকা দেখে আবাস যোজনায় আপনি সুবিধাভোগী নাকি তা জেনে নিতে পারবেন।

Leave a comment