PM Modi Schemes – দারুন সুখবর! একসঙ্গে একগুচ্ছ ভাতা বাড়ালো কেন্দ্রীয় সরকার, দেখেনিন কাদের জন্য।

দেশজুড়ে চলছে দফায় দফায় লোকসভা নির্বাচন। আর তার আগেই খুশির খবর দিল মোদি সরকার (PM Modi Schemes)। এক নয় একাধিক ভাতা বাড়ালো কেন্দ্র। ভোট মরশুমে আরও উদার হয়েছে কেন্দ্রীয় সরকার। জনতার স্বার্থে একের পর এক গিফট দিচ্ছেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছিলেন মোদী। বৃদ্ধি করেছিলেন ডিএ বা মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হয়। চলতি বছরের একই জানুয়ারি থেকে কার্যকরী হয়েছে বর্ধিত ডিএ। তবে শুধুমাত্র মহার্ঘ ভাতা নয়, আরো একাধিক ভাতা বৃদ্ধি করেছেন নরেন্দ্র মোদি।

PM Modi Schemes For Govt Employees

লোকসভা ভোটের পূর্বে কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তে যে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল, তাতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে পঞ্চাশ শতাংশে। বলাই বাহুল্য ডিএ বৃদ্ধিতে খুশির জোয়ার সরকারি কর্মী মহলে। এছাড়া লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার (PM Modi Schemes) কর্মীদের গ্রাচুইটির পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছিল।

আগে সরকারি কর্মীরা অবসরের পর কুড়ি লক্ষ টাকা গ্র‍্যাচুইটি পেতেন। আরো ৫ লক্ষ টাকা বৃদ্ধি পাওয়ায় তারা বর্তমানে পাচ্ছেন ২৫ লক্ষ টাকার গ্র্যাচুইটি। এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স। প্রত্যেকটি ক্ষেত্রেই সরকার ২৫ শতাংশ করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে (PM Modi Schemes)।

এপ্রিল মাসের শুরুতে কেন্দ্রীয় সরকার (PM Modi Schemes) একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আরো একগুচ্ছ ভাতা বৃদ্ধি হতে চলেছে। ২ এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেখানে বলা হয়, এবার বৃদ্ধি হতে চলেছে  চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স।

দেশের 28 কোটি জনগণের অ্যাকাউন্টে টাকা পাঠালো কেন্দ্রীয় সরকার! আপনি পেয়েছেন? চেক করে নিন এইভাবে।

বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, রিস্ক অ্যালাওয়েন্স, ও নাইট ডিউটি অ্যালাওয়েন্স। প্রত্যেকটি ক্ষেত্রেই লক্ষণীয় হারে বৃদ্ধি করা হয়েছে ভাতা। বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য যে চাইল্ড কেয়ার অ্যালাওয়েন্স প্রদান করা হয়।

কেন্দ্রীয় সরকারের তরফে সেটি বৃদ্ধি পেয়ে মাসিক ৩৭৫০ টাকা করা হয়েছে। এছাড়া, যদি কোন কেন্দ্রীয় সরকারি কর্মীর সন্তান বিশেষভাবে সক্ষম হন তবে সেই সরকারি কর্মীকে সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসিক ৫৬২৫ টাকা করে ভাতা দেওয়া হবে।

একল নারীর সম্মান পেনশন যোজনা বা Ekal Nari Samman Pension Yojana'.

কেন্দ্রীয় সরকারি (PM Modi Schemes) কর্মীরা তাঁদের সন্তানের হোস্টেল ভাতা বাবদ যে টাকা পেতেন তা ২৫ শতাংশ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে সরকারি কর্মীরা সন্তানের হোস্টেল ভাতা হিসেবে সর্বোচ্চ ৮৪৩৭.৫০ টাকা পাবেন। আর শিক্ষা ভাতা হিসেবে পাবেন ২৮১২.৫০ টাকা প্রতিমাসে।

নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের (PM Modi Schemes) এই সিদ্ধান্ত ভোটের মরশুমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের বিভিন্ন অংশ থেকে মোদি সরকার ‌ভোটের প্রচারে উপস্থিত হয়ে জানিয়েছেন, দিল্লী বাড়ির লড়াইতে ‌যদি বিজেপি জয়ী হয়, তবে সরকারি কর্মীরা এবং দেশের অন্যান্য সাধারণ মানুষ প্রভূত উপকৃত হবেন।

প্রতি মাসে 1000 টাকা করে বিনিয়োগ করলে মিলবে ফাটাফাটি রিটার্ন! কেন্দ্রীও ব্যাঙ্কের দুর্দান্ত প্রকল্প।

বিভিন্ন প্রকল্প যেমন আসবে, তেমনি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি অবশ্যম্ভাবী। ‌ইতোমধ্যে সারাদেশে লড়াই জমে গিয়েছে। পশ্চিমবঙ্গে এসেও উষ্ণতা চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।‌ রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‌পাল্টা বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a comment