বর্তমানে রেশন কার্ড (Ration Card) প্রত্যেক নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট রূপে বিবেচিত। পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের রেশন কার্ড রয়েছে। রাজ্যে মূলত এপিএল (APL) ও বিপিএল (BPL) এই দুই ধরনের রেশন কার্ড রয়েছে। আর এই দুই ধরনের রেশন কার্ডের আওতায় রয়েছে (AAY, PHH, SPHH, RKSY I, RKSY II) এই রেশন কার্ডগুলি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রেশন কার্ডের দ্বারা উপকৃত হন।
Ration Card Update Apl Card Convert To Bpl Card
বিনামূল্যে খাদ্যশস্য গ্রহণ করেন, বাজার দরের চাইতে কম দামে খাদ্য শস্য পেয়ে থাকেন। তবে নির্বাচনের মুখে রাজ্যের সরকার রেশন কার্ড (Ration Card) প্রসঙ্গে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের এপিএল রেশন কার্ডগুলিকে বদলে দেওয়া হচ্ছে বিপিএল রেশন কার্ডে।
যার কারণে অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন বঙ্গবাসী। পশ্চিমবঙ্গে এপিএল রেশন কার্ডের আওতাভুক্ত ব্যক্তিরা বিপিএল রেশন কার্ডের তুলনায় কম সুবিধা ভোগ করে। এর আগে যে রেশন কার্ডের (Ration Card) শ্রেণীবিভাগ বলা হয়েছে তার মধ্যে, AAY, PHH, SPHH কার্ডগুলি।
বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং RKSY I, RKSY II কার্ডগুলি এপিএল তালিকাভুক্তির রেশন কার্ড।রাজ্য সরকার সমাজে যাদের অতিরিক্ত সুবিধার দরকার তাদের জন্য রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে সুবিধা প্রদান করে থাকে। পশ্চিমবঙ্গের অধিকাংশ পরিবারের দারিদ্রতা যথেষ্ট বেশি থাকায়।
ভোটের আগেই সুখবর! রাজ্য সরকারি প্রকল্পে অর্থ দ্বিগুণ করা হলো! সুবিধা পাবেন সবাই পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা খুশি।
সমাজের দরিদ্র জনসাধারণের জন্য সরকার নানান পদক্ষেপ নিয়ে থাকে। চলতি বছর নির্বাচনের আগে তেমনই একটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও এতদিন সরকারের তরফে সুবিধা ভোগ করতেন শুধুমাত্র দরিদ্র জন সাধারণ। সেই সুবিধা এবার ভোগ করতে চলেছে সমাজের অন্যান্য মানুষেরাও।
তবে এখন সূত্রের খবর (BPL) বিপিএল রেশন কার্ডের সুবিধা ভোগ করবেন এই রাজ্যের সমস্ত জনসাধারণ। এই সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফে সম্প্রতি এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই জন্যই সংশ্লিষ্ট বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের খাদ্য দপ্তর।
খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রাজ্যের জনসাধারণের আর্থিক অবস্থা বিবেচনা করে খাদ্য দপ্তরের কর্মকর্তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে নাগরিকদের রেশন কার্ডের (Ration Card) ক্যাটাগরি পরিবর্তন করা হবে। খাদ্য দপ্তরের এই সিদ্ধান্ত্যে।
ইতিমধ্যে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত পদ্ধতি কার্যকর করার জন্য। রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। খাদ্য দপ্তর যে তথ্যাবলী প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড (Ration Card) পাওয়ার জন্য গ্রাহকদের কোনরূপ আবেদন জমা করার প্রয়োজন নেই।
পোস্ট অফিসে 64 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে। মাধ্যমিক পাশে আবেদন করুন
হঠাৎ কেন এই পদক্ষেপ গ্রহণ করা হলো?
সম্প্রতি রাজ্য সরকারের তরফে খবর পাওয়া যাচ্ছে যে, বিপিএল রেশন কার্ডের আওতাভুক্ত যে কটি পরিবার থাকার কথা, তার তুলনায় কম পরিবার আওতাভুক্ত রয়েছে। এবং কম সংখ্যক পরিবার এই সুবিধা ভোগ করছেন।
বিপিএল (BPL) তালিকাভুক্তদের সংখ্যা কমে যাওয়ার কারণে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে
রাজ্যে যে সকল নাগরিক দরিদ্র হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর।