SBI E Mudra Loan – আধার কার্ড থাকলেই 9 লক্ষ টাকার দেবে স্টেট ব্যাংক! লাগবে না গ্যারেন্টের! দুর্দান্ত খবর সকল SBI গ্রাহকদের জন্য।

বর্তমানে অনেকেই চাকরি ছেড়ে ব্যবসা করবেন বলে ঠিক করেন আর তার জন্যই SBI নিয়ে এল SBI E Mudra Loan. তবে একটা ব্যবসা শুরু করতে হলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো পুঁজি‌‌ বা বিনিয়োগের অর্থ। মানুষের হাতে সব সময় লাখ লাখ টাকা থাকেনা। সেক্ষেত্রে একসঙ্গে অনেক গুলি টাকা জোগাড় করার দরকার হলে মানুষকে লোনের উপর ভরসা করতে হয়। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি লোন দেয়।‌ বহু অ-ব্যাংকিং প্রতিষ্ঠান ও ব্যক্তিবিশেষের কাছ থেকেও লোন নেওয়া যায়।

SBI E Mudra Loan Apply Online 50,000 Rs Instant

তবে এক্ষেত্রে একটি সমস্যা হল, ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টার অবশ্য প্রয়োজনীয় হয়। ‌আপনি যদি এখন ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনাকে কিছু বন্ধক রাখতে হবে আর তা না হলে আপনাকে একজন গ্যারান্টার উপস্থিত রাখতে হবে। তবেই আপনি লোন গ্রহণ করতে পারবেন।

তবে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এসবিআই এর একজন গ্রাহক হয়ে থাকেন, তবে আপনি একটি বিশেষ সুবিধা পেতে চলেছেন। ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক ‌তার গ্রাহকদের কোন গ্যারান্টার ছাড়াই প্রায় ৯ লক্ষ টাকার লোন দেয় (SBI E Mudra Loan)।

দেশের যুবক-যুবতীরা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন বলে ‌মনস্থির করেছেন, তারা স্টেট ব্যাঙ্ক কর্তৃক এই (SBI E Mudra Loan) লোন গ্রহণ করতে পারবেন। তবে ‌লোন নেওয়ার জন্য ব্যক্তির আধার কার্ড থাকতে হবে। ‌বর্তমানে ভারতে নাগরিকদের জন্য আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।

নিজের পকেট বাঁচাতে হলে এখনি দেখে নিন আয়কর দপ্তরের এই নতুন নিয়ম।

আধার কার্ড ছাড়া কোথাও কিছু হওয়া সম্ভব নয়। ভারতীয় স্টেট ব্যাঙ্ক আধার কার্ড দিয়েই সাধারণ মানুষদের‌ এই (SBI E Mudra Loan) লোন দেবে। স্টেট ব্যাংকের এই লোন প্রক্রিয়ায় কিভাবে ‌আবেদন জানাবেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আধার কার্ডের মাধ্যমে লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ‘মুদ্রা লোন’ বা (SBI E Mudra Loan) প্রদান করে থাকে। এটি একটি কেন্দ্রীয় প্রকল্প। তাই এই প্রকল্পের নিয়ম অনুসারে কোন গ্যারান্টার ছাড়াই লোন নেওয়া যায়। শুধু তাই নয় এই লোনের ক্ষেত্রে আপনাকে একগুচ্ছ ডকুমেন্ট জমা করতে হবে না। বরং আপনার কাছে যদি আধার কার্ড থাকে তা জমা দিলেই আপনি লোন পেয়ে যাবেন।

Income Tax New Update 2024 - ইনকাম ট্যাক্সের নতুন আপডেট ২০২৪

তবে একটি শর্ত হলো, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। মোবাইল নম্বর যদি আধার কার্ডের সঙ্গে লিংক হয়ে থাকে, তাহলে সেটি ঋণ প্রদানের ক্ষেত্রে সুবিধা হয়। এবং আপনি অতি দ্রুত লোন পেয়ে যাবেন।

আধার কার্ডের মাধ্যমে লোন নেবেন কিভাবে?

আপনি বাড়িতে বসে স্টেট ব্যাংকের এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে প্রথমে‌ ভিজিট করতে হবে এসবিআই (SBI) এর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ‘ই-মুদ্রা লোন’ নেওয়ার জন্য আবেদন জমা করার অপশনটি। অপশনটিতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে।

হঠাৎ টাকার দরকার! চিন্তা নেই। প্রয়োজনে টাকা দেবে এই 5 টি ভারতীয় ব্যাংক। গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কিম।

ডকুমেন্ট জমা দিয়ে উক্ত বিষয়টির জন্য নিজের আবেদন জমা করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক আপনাকে ৫০০০০ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী লোন এর অর্থ সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে বিভিন্ন কিস্তিতে সেই লোন শোধ করতে হবে।

Leave a comment