আমাদের সবার ইচ্ছা থাকে মনের মত একটা বাড়ির আর তার জন্য প্রয়োজন প্রচুর পরিমান টাকার তবে লোন (SBI Home Loan Interest) ছাড়া সেটা কোন মতেই সম্ভব নয়। হঠাৎ করে টাকার দরকার হলে সেক্ষেত্রে লোনের উপর নির্ভরশীল হতে হয়। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্র থেকে ঋণ নেওয়া যায়। বিশেষ করে ব্যাংকের থেকে ঋণ নেওয়া সব থেকে বেশি সুরক্ষিত বলে মনে করেন মানুষ। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এসবিআই এর গ্রাহক সংখ্যা লক্ষ্যনীয় ভাবে বেশি। যে সকল এসবিআই গ্রাহক ব্যাংক থেকে লোন নেন, তাদের লোনের জন্য কত টাকা ইএমআই দিতে হয়? তার সঠিক হিসেব জেনে তবেই লোন নেওয়া উচিত।
SBI Home Loan Interest Rate Cibil Score
প্রতিবছর স্টেট ব্যাংক থেকে প্রচুর মানুষ ঋণ নিয়ে থাকেন। স্টেট ব্যাংক (SBI Home Loan Interest) থেকে ঋণ নিলে সেক্ষেত্রে ইএমআই কত দিতে হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। নতুন ব্যবসা শুরু, অথবা হঠাৎ কোন প্রয়োজনের স্বার্থে স্টেট ব্যাংকের লোন অধিকাংশ মানুষের কাছেই ভরসা।
বর্তমানে প্রচুর মানুষ হোম লোন (SBI Home Loan Interest) নিয়ে থাকেন। হোম লোনের ক্ষেত্রে ব্যাংকগুলি আলাদা সুদের হার ধার্য করে। তবে লোন নিলে ইএমআইয়ের টেনশনও জাঁকিয়ে বসে। তাই লোন নেওয়ার আগে একটি হিসাবের দিকে চোখ বুলিয়ে নিন। স্টেট ব্যাংক থেকে হোম লোন নেওয়ার আগে সঠিক হিসাব জানতে হবে।
আপনি যদি স্টেট ব্যাংক থেকে ৪০ লক্ষ টাকার হোম লোন (SBI Home Loan Interest) নেন, সেক্ষেত্রে আপনাকে মাসে মাসে কত টাকার ইএমআই দিতে হবে? প্রশ্নের উত্তর পাওয়া কঠিন নয় বরং সহজ। মন দিয়ে পড়ে নিন আমাদের আজকের এই প্রতিবেদন।
বিভিন্ন ধরনের লোনের ক্ষেত্রে (SBI Home Loan Interest) সুদের হারে পার্থক্য দেখা যায়। স্টেট ব্যাঙ্ক হোম লোনের ক্ষেত্রে সুদ নিচ্ছে ৯.১৫ শতাংশ থেকে ৯.৬৫ হারে। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরী। লোনের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে সিভিল স্কোর। আপনার সিভিল স্কোর ভালো হলে লোনের ক্ষেত্রে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন।
সিভিল স্কোর কম হলে সেটাও আপনার লোনের উপর প্রভাব বিস্তার করবে। তাহলে জেনে নিন কত সিভিল স্কোর হলে আপনাকে কত সুদ দিতে হবে। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, যদি আপনার সিভিল স্কোর ৭৫০ বা তার বেশি হয়, তবে আপনাকে ৯.১৫ শতাংশ সুদ দিতে হবে।
আর যদি আপনার সিভিল স্কোর ৫৫০ থেকে ৬৪৯ হয় তবে আপনাকে ৯.৬৫ শতাংশ সুদ দিতে হবে৷ স্টেট ব্যাংকের (SBI) সুদের হার রেপোরেটের দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ রেপোরেট কমলে বা বাড়লে তার প্রভাব পড়ে সুদের হারে।ধরা যাক, আপনি ৯.১৫ শতাংশ হারে ৪০ লক্ষ টাকার হোম লোন নিয়েছেন ২৫ বছরের জন্য।
সেক্ষেত্রে আপনাকে মান্থলি যে পরিমাণ ইএমআই জমা দিতে হবে তা হল ৩৩ হাজার ৯৮০ টাকা৷ সব মিলিয়ে বলা যায়, হিসেবে আপনাকে মোট ৬১,৯৩,৯০৩ টাকা কেবল সুদ ও আসল দিতে হবে। আবার যদি আপনি সমপরিমাণ টাকার লোন ৩০ বছরের জন্য নেন, তবে আপনাকে ইএমআই দিতে হবে ৩২৬১৮ টাকা।
এলআইসিতে বিনিয়োগ করছেন? আগে সতর্ক হন! বিমার নামে ফাঁদ পেতেছে জালিয়াতরা।
আপনার সুদের পরিমাণ হবে মোট ৭৭৪২৩২১ টাকা। লোনের টাকার পরিমাণ যদি আপনি বাড়ান, অর্থাৎ ৪০ লক্ষ বদলে আপনি যদি ৫০ লক্ষ টাকা লোন নেন, এবং লোনের মেয়াদ যদি হয় ৩০ বছরের জন্য, তবে আপনার ইএমআই হবে ৪০,৭৭২ টাকা। সব মিলিয়ে আপনার সুদের পরিমাণ (SBI Home Loan Interest) দাঁড়াবে ৯৬,৭৭,৯০১ টাকা ৷