Used Cars Near Me – ভারতীয় বাজারের সেরা সেকেন্ড হ্যান্ড গাড়ি! দেশে সবচেয়ে বেশি বিক্রিত 4 চাকা কোনটি? কেনার আগে জানতে হবে অবশ্যই।

অধিকাংশ মানুষের স্বপ্ন থাকে রোজগার করে সেই (Used Cars Near Me) টাকায় নিজের চার চাকার বাহন কিনবেন। গাড়ি কেনার শখ নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে বর্তমানে সমস্ত কিছুর যেরকম দাম বেড়েছে তেমন চার চাকার গাড়িরও দাম বাড়ছে ক্রমাগত। গাড়ি কেনার সময় তাই অবশ্যই বিবেচনা করে কেনা উচিত। অনেকেই গাড়ি কেনার আগে চাহিদার তালিকা (High Demand Cars) দেখে নেন। কোন গাড়ির কিরকম রিভিউ, কোন গাড়ি ক্রেতারা বেশি পছন্দ করছে ইত্যাদি।

Second Hand High Demand Used Cars Near Me in Kolkata

নতুন গাড়ি কিংবা সেকেন্ড হ্যান্ড (Second Hand Cars) গাড়ি উভয়ের ক্ষেত্রেই কেনার আগে বিবেচনা দরকার। আপনিও যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বলে মনস্থির করেন। তবে এই প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে তুলে ধরা হবে দেশের সবথেকে বেশি বিক্রিত সেকেন্ড হ্যান্ড গাড়ি (High Demand Car Models) কোনগুলি সে বিষয়।

  • মারুতি ওয়াগনার আর
  • মারুতি সুইফট
  • মারুতি ডিজ্যায়ার
  • মারুতি অল্টো কে ১০

মারুতি ওয়াগনার আর

গাড়ির বাজারে যে চার চাকাগুলির চাহিদা (High Demand Cars) সারা বছর উপরের দিকে থাকে, তার মধ্যে অন্যতম হল “মারুতি ওয়াগনার আর (Maruti Wagon R)”. দুর্দান্ত এই গাড়িটি প্রায় প্রত্যেক ক্রেতার পছন্দের তালিকায় থাকে। গাড়িটি ১ কেজি সিএনজিতে চলে ৩৪.০৫ কিমি পথ।

তবে সিএনজি ছাড়াও পেট্রোলেও এই গাড়ির গতি অসাধারণ। মারুতি ওয়াগনর আর সিএনজি (CNG), দুরকম জ্বালানিতেই অনবদ্য ছোটে। গাড়িটির এক্স শোরুম দাম ৫.৫২ লক্ষ টাকা। তবে সেকেন্ড হ্যান্ড (Second Hand Cars) কিনতে হলে গাড়িটির দাম পড়ে চার লক্ষ টাকা।

অনুষ্কার ‘চন্না মেরেয়ায়’ মন মজেছে বিরাটের! রোম্যান্টি সিজমের 22 গজে নতুন ছক্কা বিরুষ্কার।

মারুতি সুইফট

ক্রেতাদের পছন্দের তালিকায় (High Demand Cars) যে গাড়িটি অবশ্যই থাকে, তা হল “মারুতি সুইফট (Maruti Swift)”. এই গাড়িটি একটি হ্যাচব্যাক প্রকৃতির গাড়ি। গাড়িটি পেট্রোল এবং সিএনজি উভয়তেই ছোটে। মারুতি সুইফট ১ কেজি সিএনজিতে অতিক্রম করে ৩১ কিমি পথ।

আবার এক লিটার পেট্রোলে গাড়িটি পাড়ি দিতে পারে ২৩ কিলোমিটার পথ। ক্রেতারা যদি এই গাড়িটি কিনতে চান তাহলে এক্স শোরুম প্রাইস পড়বে ৬.৭ লক্ষ টাকা। তবে সেকেন্ড হ্যান্ড (Second Hand Cars) বাজারে এর দাম পড়ে ৬.২ লক্ষ টাকা।

WBSEDCL - ডাবলুবিসিইডিসিএল

মারুতি ডিজ্যায়ার

এরপর আমরা আলোচনা করব “মারুতি ডিজ্যায়ার (Maruti Dzire)” কার মডেলটি নিয়ে। গাড়ির বাজারে মারুতির এই মডেলটির যথেষ্ট চাহিদা রয়েছে। সিএনজি এবং পেট্রোল উভয়তেই অনেকটা পথ পাড়ি দিতে পারে মারুতি ডিজ্যায়ার। ১ লিটার পেট্রোলে গাড়িটি ছোটে পারে ২৪ কিমি পথ এবং ১ কেজি সিএনজি (CNG) তে গাড়িটি ছোটে ৩১ কিমি পথ। এই গাড়িটির এক্স শোরুম প্রাইস ৯.৪৫ লক্ষ টাকা। তবে যদি সেকেন্ড হ্যান্ড (Second Hand Cars) মডেল কিনতে হয়, তাহলে এর খরচ পড়বে মাত্র ৩.৫৯ লাখ টাকা।

ভারতীয় বাজারের সেরা সেকেন্ড হ্যান্ড গাড়ি! কোন মডেলটি বেস্ট? গাড়ি কেনার আগে জেনে নিন।

মারুতি অল্টো কে ১০

আগের গাড়িগুলির পর আমরা আলোচনা করব ‘মারুতি অল্টো কে ১০‘ (Maruti Alto K10) এই গাড়িটি সম্পর্কে। দুর্দান্ত ফিচার যুক্ত এই গাড়িটি অন্যগুলির মতোই পেট্রোল এবং সিএনজি (CNG) উভয়তে ছুটতে পারে। গাড়িটি ১ কেজি সিএনজিতে পাড়ি দেয় ৩১.৫ কিলোমিটার ও এক কেজি পেট্রোল (Manual) গাড়িটি পাড়ি দেয় ২৪.৪ কিমি।

এবং ২৪.৯ কিমি (Autometic)। গাড়িটির শোরুম প্রাইস ৩.৯৯ লক্ষ টাকা। তবে একজন ক্রেতা যদি সেকেন্ড হ্যান্ড (Second Hand Cars) হিসেবে কিনতে চান তাহলে তিনি ৩ লাখ টাকার মধ্যে গাড়িটি পেয়ে যাবেন (Used Cars Near Me).

Leave a comment