SSC Scam – হাইকোর্টের নির্দেশে হারিয়েছে চাকরি, বাড়ি ফিরতেই হারালো মাথার ছাদ! পারিবারিক হুমকির মুখে চাকরিহারা শিক্ষক।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Scam) হাইকোর্টের নির্দেশে মাথায় হাত পড়েছে হাজার হাজার শিক্ষকের। দুর্নীতির কাঁটা তাঁদের তাড়া করে বেড়াচ্ছে সর্বত্র। শুধু যে চাকরি হারিয়েছে তা নয়, এখন মাথার ছাদ নিয়েও টানাটানি! নিয়োগ দুর্নীতির কারণে কার্যত পথে বসার দশা চাকরিহারা শিক্ষকদের! সম্প্রতি এমন একটি ঘটনার সামনে এসেছে। যা শোনার পর চারিদিক তোলপাড় হয়েছে। নিয়োগ দুর্নীতির প্রভাব যে কতটা ভয়ানক, সেটাই যেন আরো স্পষ্ট হচ্ছে ক্রমে।

SSC Scam The Father Refuse to Let The Jobless Teacher at Home

সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন এক চাকরিহারা শিক্ষক। তিনি জানান আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন বাড়ি ফিরতে ‌জায়গা হলো না চার দেওয়ালেও! শুধু তাই নয়, পারিবারিক হুমকির মুখে দিন কাটাতে হচ্ছে তাঁকে। নিয়োগ দুর্নীতির (SSC Scam) কারণে ২০১৬ সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।

এই প্যানেলের মাধ্যমে চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক একজোটে চাকরি হারিয়েছেন। যদিও আদালতের কথায়, একমাত্র অযোগ্য শিক্ষকেরাই চাকরি হারাবেন। ‌যারা যোগ্য তাদের চাকরি (SSC Scam) ফিরিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত বিচার হয়নি কারা যোগ্য কারা অযোগ্য।

বাতিল প্রায় 26 হাজার চাকরি! কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় মাইনের সমস্ত টাকা ফিরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে।

ফলে অশান্তির বাতাবরণ রাজ্যজুড়ে। কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের তরফে দেওয়া নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টৈ দরবার করেছে রাজ্য সরকার। সেই মামলা ঝুলে রয়েছে সেখানেও। একই সঙ্গে অনিশ্চিতের মধ্যে দিন কাটাচ্ছেন ২০১৬ সালে নিয়োগ পাওয়া ২৬ হাজার প্রার্থী (SSC Scam).

এই ২৬ হাজার শিক্ষকের মধ্যে একজন শিক্ষক সাগ্নিক জানা। স্ত্রী ও সন্তানকে নিয়ে চাকরিস্থলে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। উচ্চ আদালতের (SSC Scam) নির্দেশে সাগ্নিকের চাকরি যাওয়ার পরেই থাকার ঘর নিয়ে টানাটানি শুরু হয়েছে তার। বাড়ি ফেরার পরেই তিনি জানতে পারেন, বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলছেন।

Primary TET - প্রাইমারি টেট

এদিকে চাকরিহারা শিক্ষক তার স্ত্রী ও ছোট শিশুকে নিয়ে বাড়ি ফিরে এলে বাড়িতেও মিলছে না ঠাঁই। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ নম্বর ব্লকের মাকলাসি গ্রামের ঘটনা। এখন কোথায় ঠাঁই মিলবে তাই নিয়ে বড় প্রশ্নের মুখে ওই চাকরিহারা শিক্ষক। ভালোবেসে বিয়ে করার পর পরিবারের সমস্যা থাকায় আলাদা হয়েছিলেন শিক্ষক সাগ্নিক জানা (SSC Scam).

জানা গেছে, বছর চারেক আগে দরিদ্র পরিবারের মেয়ে নিবেদিতাকে বিয়ে করেছিলেন সাগ্নিক। তারপর থেকেই বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল তার। সাগ্নিকের বাবা বীরেন্দ্রনাথ জানা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ছেলের বিয়ে হওয়ার (SSC Scam) পর পুত্রবধূকে মেনে নিতে পারেননি তিনি।

2014 সালের টেটেও বড়সড়ো জলঘোলা! চাকরি হারাতে পারে 70 হাজার চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্টকে কী জানালো CBI?

সাগ্নিক পারিবারিক অশান্তি এড়িয়ে ঘাটালে বাড়ি ভাড়া করে থাকতেন। বিগত চার বছর ধরে সাগ্নিক নানা ভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করেছেন। আত্মীয়-স্বজনদের দিয়েও বাবাকে বোঝানোর চেষ্টা করেন তিনি। তা সত্ত্বেও পুত্রবধূকে মানতে নারাজ বাবা বীরেন্দ্রনাথ জানা। এতদিন সাগ্নিক যেখানে চাকরি করতেন সেখানে ঘর ভাড়া করে থাকতেন (SSC Scam).

কিন্তু সম্প্রতি আদালতের নির্দেশে চাকরিহারার দলে পড়েছেন তিনি। এই নির্দেশের পর বাড়িওয়ালা ঘর ছাড়ার জন্য নির্দেশ দেন সাগ্নিককে। বাড়ি ফিরে আসতে বাবার একসঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। গ্রামবাসী সহায়তায় ঘরে ঢুকতে পারলেও বাবার কাছ থেকে হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন সাগ্নিক। এই পরিস্থিতিতে কি করনীয় তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি।
Written by: Tilottama Chakraborty

Leave a comment