বর্তমানে চাকরির বাজারে ভালো চাকরি দুর্লভ হয়ে উঠেছে। যার ফলস্বরূপ ব্যবসার (About Business Ideas) প্রতি আগ্রহ জেগেছে পড়াশোনা শেষে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পাড়ি জমান যুবক-যুবতীরা। নিজেদের পেশা হিসেবে অনেকেই ব্যবসাকে বা Business বেছে নিচ্ছেন। তবে ব্যবসা (Business Idea) করার জন্য যেটা দরকার তা হলো, একটা মোটা অর্থের টাকা। যেটাকে পুঁজি বলা হয়। তবে জানেন কি, হাতে যদি মাত্র ১০ হাজার টাকা থাকে, তাহলেই নতুন ব্যবসা (Business Idea 2024) শুরু করা যায়।
Top 3 Low Budget About Business Ideas 2024
এমন তিনটি লাভজনক ব্যবসার (About Business Ideas) বিবরণ তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে। আপনিও যদি ভেবে থাকেন, ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হবেন তবে এই প্রতিবেদন আপনার জন্য (low Budget About Business Ideas 2024).
- কাপড়ের কাজ
- পাটের ব্যাগের ব্যবসা
- ব্রেকফাস্ট ব্যবসা
কাপড়ের কাজ
আপনি যদি আঁকার প্রতি আকৃষ্ট হন, আপনার হাতে যদি আঁকার গুণ থাকে তবে আপনি অবশ্যই
এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসাটি হল পোশাকের এমব্রয়ডারি কাজের ব্যবসা। এই ব্যবসা বর্তমানে বেশ নাম করছে যেহেতু কাপড়ে এমব্রয়ডারি কাজের চাহিদা ঊর্ধ্বমুখী।
রাজ্যবাসীর রেশন কার্ডের ওপর নজরদারি ইডির! কেন্দ্রীয় সংস্থার চিঠি এল খাদ্য দপ্তরের কাছে
সবাই এখন অনেক বেশি ফ্যাশন সচেতন। আর সেই কারণেই এই ধরনের কাজের চাহিদা দিন দিন বাড়ছে। এই ব্যবসা ঘরে বসেই শুরু করা যায় পুঁজি লাগে মাত্র ১০ হাজার টাকা। পুরুষ ও মহিলা নির্বিশেষে এই ব্যবসা শুরু করতে পারেন (About Business Ideas).
পাটের ব্যাগের ব্যবসা
আমরা সবাই জানি প্লাস্টিক কিভাবে পরিবেশ দূষণ করে। আর তাই প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতামূলক প্রচার করা হয়। দেশের সরকার জনসাধারণকে প্লাস্টিক বর্জনের জন্য অনুরোধ জানাচ্ছেন। বিভিন্ন ধরনের পদক্ষেপ গৃহীত হচ্ছে। আর সেই কারণেই প্লাস্টিকের বদলে পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধি পেয়েছে (About Business Ideas).
আর দেশে পাটের ব্যাগের ব্যবহার যত বাড়ছে, ততই পাটের ব্যাগের ব্যবসা লাভজনক হচ্ছে। আগামী দিনে কাগজ ও পাটের ব্যাগ সর্বত্র ছেয়ে যাবে বলে আগাম খবর মিলছে। অতএব এই ব্যবসা আপনাকে দিনের পর দিন লাভ দিতে পারে। আপনার বাড়িতে যদি পাঁচশো স্কোয়ার ফুটের মতো জায়গা থাকে, তবেই পাটের ব্যাগের ব্যবসা করা যায় (About Business Ideas).
এই ব্যবসা করার জন্য হাতে নূন্যতম ৫০০০০ থেকে ১ লক্ষ টাকা পুঁজি নিয়ে নামতে হবে। তবে প্রাথমিকভাবে কম টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারেন। ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়াবেন। আপনার তৈরি পাটের ব্যাগের গুণগত মান ভালো হলে সর্বত্র তা কদর পাবে (About Business Ideas).
ব্রেকফাস্ট ব্যবসা
বর্তমানে ছোটাছুটির দুনিয়ায় সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়া সম্ভব হয় না।
অনেকেই আছেন যারা চাকরি সূত্রে শহরে থাকেন। অফিসের কাছাকাছি ব্রেকফাস্ট করার জন্য তারা
বিভিন্ন দোকানে ভিড় জমান। এছাড়া প্রায় সব জায়গাতেই সকালবেলা ব্রেকফাস্ট বিক্রি করে বহু মানুষ রুজি রোজগার চালাচ্ছেন (About Business Ideas).
তাই বুঝতেই পারছেন, শহরাঞ্চলে কিংবা গ্রামাঞ্চলে আপনিও যদি ব্রেকফাস্ট এর ব্যবসা শুরু করেন তাহলে সেই ব্যবসা আপনাকে যথেষ্ট লাভ দেবে। প্রচুর টাকা পুঁজি হিসেবে ব্যবহার না করে এই ব্যবসা শুরু করা যায়। আপনার খাবারের মান যত ভালো হবে ততই আপনি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবেন (About Business Ideas).