পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। (West Bengal Health Recruitment Board) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে রয়েছে চাকরির সুযোগ। আবেদন জানানোর সুযোগ থাকছে রাজ্যের যে কোনো প্রান্তের চাকরিপ্রার্থীদের জন্য। আবেদন জানাতে পারবেন পুরুষ ও মহিলা প্রার্থীরা। এই নিয়োগে কোন লিখিত পরীক্ষা নয়, বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি মিলবে। আপনিও যদি এই নিয়োগ সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়বেন। আপনাদের সুবিধার্থে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
West Bengal Health Recruitment Board Under R.G.Kar Medical College
- ভ্যাকেন্সি ডিটেলস
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- মাসিক বেতন
- আবেদন পদ্ধতি
- আবেদন ফি
- নিয়োগ প্রক্রিয়া
ভ্যাকেন্সি ডিটেলস
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Recruitment Board) অন্তর্গত আর. জি. কর মেডিকেল কলেজে (R.g.kar medical college) রয়েছে চাকরির সুযোগ। এক নয়, একাধিক পদে চলছে নিয়োগ। আবেদন চলছে Housestaffship (Junior Resident), Orthopaedics, ENT পদে। আবেদন জানানোর আগে যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। নিম্নে সে বিষয়ে আলোচনা করা হলো।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদনের ক্ষেত্রে ভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি যদি হাউসস্টাফ (Housestaff) পদে আবেদন জানাতে চান, তাহলে আপনাকে চলতি বছরে নতুন ইন্টার্নশিপ করা প্রার্থী হতে হবে। তবে আপনি এই পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া, অন্যান্য পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন (West Bengal Health Recruitment Board).
বয়সসীমা
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Recruitment Board) অফিসিয়াল নোটিফিকেশনে নিয়োগের বয়সসীমা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, Housestaffship (Junior Resident) পদে আবেদন জানানোর জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে ৩১ মার্চ ২০২৪ অনুসারে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Recruitment Board) হাউসস্টাফ (Housestaff) পদে নিয়োগের ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনে বেতন সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা যায়, উক্ত পদে নিয়োগ পাওয়া প্রার্থী উচ্চ বেতন পাবেন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। তাই যদি আপনি এখানে আবেদন জানাতে ইচ্ছুক হন,
তবে (www.mjnmch.ac.in) ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে সঠিক পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুল তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হলে তার সঙ্গে জমা দিন যে যে নথি চাওয়া হয়েছে। এরপর জমা দিন অ্যাপ্লিকেশন ফি (যদি থাকে)। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন জমা করে দিন।
আবেদন ফি
স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Recruitment Board) নিয়োগে অফিসিয়াল নোটিফিকেশনে সরাসরি অ্যাপ্লিকেশন ফি-য়ের কথা উল্লেখ করা হয়নি। তবে যদি আবেদন জানানোর সময় ফি দিতে বলা হয়, তবে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আবেদনমূল্য।
সুপ্রিম কোর্টে চাকরির সুবর্ণ সুযোগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
যে সকল প্রার্থী এখানে আবেদন জানাচ্ছেন তারা ইন্টারভিউতে অংশ নেবেন। আগামী ৩ মে ২০২৪ তারিখে দুপুর ১২ টা থেকে হবে ইন্টারভিউ। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। তারপর কাউন্সেলিং এর জন্য নির্দিষ্ট তারিখে পৌঁছে দিতে হবে। এই প্রক্রিয়াটি আয়োজিত হবে আগামী ৭ মে ২০২৪ তারিখে দুপুর ১২ টা থেকে। অবশ্যই, নিয়োগে অংশগ্রহণ করার ইচ্ছে থাকলে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
for any kind of information check Official website
west bengal health recruitment board – click here
r g kar medical college & hospital – click here