Best Government School In India – ভারতের এই স্কুলে পড়াশোনা করলেই হয়ে যাবেন IAS নয়তো IPS! আজব ম্যাজিক, যার রহস্য ভেদ করতে পারেনি কেউ

মন দিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত (Best Government School In India) হতে চান সবাই। সবারই জীবনের লক্ষ্য থাকে উচ্চপদস্থ পদে চাকরি করবেন। আর উচ্চপদস্থ পদ মানেই হয় আইএএস নয়তো আইপিএস। এই দুটি পদের চাহিদা থাকে তুঙ্গে। সবাই চান স্বপ্নের পথে চাকরি করতে। একটি শিশুর প্রাথমিক পড়াশোনা শুরু হয় প্রাইমারি স্কুল থেকে। তারপর হাইস্কুলের পড়াশোনা সেরে কলেজের পড়াশোনায় যুক্ত হন। এরপর আরো উচ্চ শিক্ষিত হতে চাইলে ভর্তি হতে হবে ইউনিভার্সিটি।

Which is The Best Government School In India?

মোটকথা পড়াশোনার শেষ নেই। কিন্তু আশ্চর্য বিষয় হলো আমাদের ভারতে এমন একটা স্কুল রয়েছে যেখানে পড়াশোনা করলে যে কেউ হয়ে যান আইএএস (IAS) আইপিএস (IPS) অবাক লাগলেও বিষয়টা সত্যি। আজকের প্রতিবেদনে দেব সেই আজব স্কুলের (Best Government School In India) পরিচয়। ‌

দেশজুড়ে খ্যাতি অর্জনকারী স্কুলটির ঠিকানা হলো আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে।‌ স্কুলটির নাম পরিচয়- ‘নেতারহাট আবাসিক স্কুল‘ তথা Netarhat Residential School. স্কুলটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায়। দেশ স্বাধীনতা লাভের পর থেকে এই স্কুলটি চলছে (Best Government School In India).

রাজ্যের শিক্ষকদের জন্য নতুন নিয়ম! স্কুলের হাজিরায় আর ফাঁকি নয়! কিউআর কোডে অ্যাটেনডেন্স দিতে হবে রোজ।

সারা দেশে পুরনো ঐতিহ্য বহন করে বছরের পর বছর ধরে গৌরব ধরে রেখেছে স্কুলটি। এই বিদ্যালয়ের গৌরব সারা দেশে। সুনাম ছড়িয়েছে দেশ থেকে বিদেশ। বলা হয় এই স্কুলটি নাকি আইএএস ও আইপিএস তৈরি করে। অন্যভাবে বলা যায় নেতারহাটের এই বিখ্যাত স্কুলটি আইএএস (IAS) ও আইপিএস (IPS) তৈরির কারখানা (Best Government School In India).

বিদ্যালয়ের ইতিহাস বলছে, মহান গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ, আইপিএস অঞ্জনি আঞ্জানে, সিবিআই ডিরেক্টর ড. ত্রিনাথ মিশ্র, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জেবি তুবিদও, ড. রাকেশ আস্থানা, আইএএস মনীশ রঞ্জন, প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগত সহ নানান উচ্চপদস্থ অফিসার ও নানান নামজাদা ব্যক্তিরা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

8th Pay Commission - অষ্টম পে কমিশন

তারা কোনো না কোনো সময় এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ‌এই স্কুলটির নামডাক এত রয়েছে যে, প্রায় সমস্ত অভিভাবকেরা স্বপ্ন দেখেন তাদের সন্তানদের এই স্কুল থেকে পড়াশোনা করাবেন। প্রতিবছর স্কুলে ভর্তি হতে আসেন ঝাড়খন্ড ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা (Best Government School In India).

স্কুলটির ইতিহাস বলছে, অনেক আইএএস, আইপিএস, দেশের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার আবির্ভাব হয়েছে ‘নেতারহাট আবাসিক স্কুল‘ তথা Netarhat Residential School থেকে। বছর বছর সেই গৌরব কাহিনী প্রচলিত। যার ফলে প্রায় সবাই এই স্কুলের প্রতি আকৃষ্ট হন (Best Government School In India).

স্কুলে ফাঁকি দেওয়ার দিন শেষ, Digital Attendance চালু হচ্ছে স্কুল খুললেই। শিক্ষক ও ছাত্রদের জন্য কড়া নিয়ম।

এই স্কুল জাতীয় স্তরে মর্যাদা সম্পন্ন। স্কুলের নাম ডাক জেনে এখানে পাঠ নেওয়ার স্বপ্ন দেখেন বহু পড়ুয়া। নেতারহাটে ঘুরতে আসার পর্যটকেরা একবার হলেও এই স্কুল ঘুরে যান। অঞ্চলের সুনাম বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই বিদ্যালয়। চারদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্কুল বহু বছর ধরে ইতিহাস ঐতিহ্য বয়ে চলবে।

একটি রিপোর্ট থেকে জানা যায় এখনও পর্যন্ত নেতারহাট আবাসিক বিদ্যালয় থেকে প্রায় তিন হাজার ছাত্র আইএএসআইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিসের উচ্চপদের জন্য জন্য নির্বাচিত হয়েছেন। ভারতের গৌরব এই স্কুলটি ভারতীয় ইতিহাস ও শিক্ষাচর্চার অমূল্য সাক্ষী (Best Government School In India).

Leave a comment