টাকার প্রয়োজন আছে সবার। প্রয়োজন অনুসারে লোন নিতে হয় আমাদের। হঠাৎ করে প্রয়োজন পড়লেই আমরা ছুটে যাই (Instant Personal Loan) বা ব্যক্তিগত লোন বা ব্যাংক লোন নিতে। আবার এই পার্সোনাল লোন নেওয়ার ঝক্কি কম নয়। প্রথমেই আপনাকে ব্যাংকের কথা মত সমস্ত তথ্য দিতে হবে। আর তারপর বসবে সুদের হার। লোনের ওপর সুদ নেবে সংশ্লিষ্ট ব্যাংক। কিছু ব্যাংকে সুদের হার কম তো কিছু ব্যাংকের সুদের হার বেশি। লোন নেওয়ার আগে তাই কম সুদের হার যুক্ত ব্যাংক গুলির সাহায্য নেওয়াই প্রয়োজন।
Get Instant Personal Loan on 10 Banks Interest Rate 2024
সুদের হার কম হলে আপনার পকেট থেকে টাকা তুলনামূলক কম যাবে। এবার আপনি পেয়ে যাবেন (Instant Personal Loan) বা ব্যক্তিগত লোনের এর সুবিধা। তাই আজকের প্রতিবেদনে আপনার সুবিধার জন্য তুলে ধরা হলো দেশের ব্যাংকগুলির সুদের হারের হিসাব। আপনার যদি এর মধ্যে লোনের প্রয়োজন হয়, তাহলে সুদের হার বিবেচনা করে ঋণ নিতে পারবেন।
দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি তাঁদের গ্রাহকদের (Instant Personal Loan) বা ব্যক্তিগত লোনের সুবিধা প্রদান করে। তবে ব্যাংকগুলির সুদের হারে পার্থক্য থাকে। তাই ঋণ নেওয়ার আগে অবশ্যই সুদের হার বিবেচনা করে লোন নেওয়ার প্রয়োজন আছে।
এই প্রতিবেদনে তুলে ধরব, মার্চ মাসের হিসাব অনুসারে কোন ব্যাংক লোনের ওপর কত শতাংশ সুদ দিচ্ছে? (Instant Personal Loan) বা ব্যক্তিগত লোন নেওয়ার ক্ষেত্রে কী কী সুবিধা পাবে? আপনি যদি একজন ঋণ গৃহীতা হন, তাহলে জেনে নিন লোন নেওয়ার সময় আপনাকে ব্যাংকে উপস্থিত হয়ে সমস্ত ডকুমেন্টগুলি জমা দিতে হবে যেগুলি ব্যাংক চাইবে।
তারপর সমান কিস্তিতে মাসে মাসে লোন নেওয়া টাকা শোধ দিতে হবে। যে টাকা (Instant Personal Loan) বা ব্যক্তিগত লোন নিচ্ছেন, তার ওপর বসবে সুদের হার। এই দুই মিলিয়ে আপনাকে মোট টাকাটি জমা দিতে হবে। তাই বুঝতেই পারছেন সুদের হার বিবেচনা করে কতটা জরুরী।
আসুন দেখে নেওয়া যাক দেশের নামকরা ব্যাংকগুলি ইতিমধ্যে কত টাকা সুদে লোন দিচ্ছে। দেশের ব্যাঙ্কগুলিতে (Instant Personal Loan) বা ব্যক্তিগত লোনের ওপর সুদের হারের হিসেব। দেশের ব্যাংকগুলিতে ব্যক্তিগত লোনের ওপর সুদের হার বিভিন্ন। সেরা ১০ টি ব্যাংকের হিসাব তুলে ধরা হলো।
মাত্র চার দিনেই 21% পর্যন্ত দাম বাড়ল টাটার এই শেয়ারটির। তিন মাসের মধ্যে কত রিটার্ন পাবেন দেখুন।
ICICI BANK
এই ICICI Bank বা আইসিআইসিআই ব্যাংকের সুদের হার ১০.৮০ শতাংশ। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২ হাজার ১৬৪, আর ৫ লক্ষ টাকায় – ১০১২১ টাকা।
HDFC BANK
এই ব্যাঙ্কে সুদের হার ১০.৫০ শতাংশ। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৪৯ টাকা, আর ৫ লক্ষ টাকায় – ১০৭৪৭।
Punjab National Bank (PNB)
এই ব্যাংকে সুদের হার ১০.৪০ থেকে ১৭.৯৫ শতাংশ পর্যন্ত। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৪৪ থেকে ২৫৩৭ টাকা, ও ৫ লক্ষ টাকায় -১০৭৭২ থেকে ১২৬৮৩ টাকা।
Kotak Mahindra Bank
এই ব্যাংকে সুদের হার ১০.৯৯%। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭৪, ও ৫ লক্ষ টাকায় -১০৮৬৯ টাকা।
Union Bank Of India
এই ব্যাংকে সুদের হার ১১.৩৫ থেকে ১৬.৪৫ পর্যন্ত। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২ হাজার ১৯২ থেকে ২৪০৩ টাকা, আর ৫ লক্ষ টাকায় -১০৯৫৯ থেকে ১২০১৩ টাকা।
State Bank Of India
এই ব্যাংকে সুদের হার ১১.১৫ থেকে ১৫.৩০ শতাংশ। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৮২ থেকে ২৩৯৫ টাকা, আর ৫ লক্ষ টাকায় – ১০৯০৯ থেকে ১১৯৭৪ টাকা।
Axis Bank
এই ব্যাংকে সুদের হার ১০.৪৯ শতাংশ। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৪৯, আর ৫ লক্ষ টাকায় -১০৭৪৪ টাকা।
প্রতিমাসে 20 হাজার টাকা পাবে পোস্ট অফিসের নতুন এই স্কিমে।
Federal Bank
এই ব্যাংকে সুদের হার ১১.৪৯ শতাংশ। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৯৯ টাকা। আর ৫ লক্ষ টাকায় -১০ হাজার ৯৯৪ টাকা।
Canara Bank
এই ব্যাংকে সুদের হার ১০.৯৫ থেকে ১৬. ৪০ শতাংশ। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭২ থেকে ২৪৫৩ টাকা, ও ৫ লক্ষ টাকায় -১০৮৫৯ থেকে ১২২৬৬ টাকা।
Bank Of Baroda
এই ব্যাংকে সুদের হার ১১.৫ থেকে ১৮.৭৫ শতাংশ পর্যন্ত। EMI ৬০ মাসের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭৭ থেকে ২৫৮০ টাকা, ও ৫ লক্ষ টাকায় – ১০৮৮৪ থেকে ১২৯০২ টাকা।