PM Svanidhi Yojana – এইভাবে আবেদন করলেই পাবেন ৫০ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে।

বর্তমান সমাজে মূল্যবৃদ্ধির কারণে জনসাধারণের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। আর সেই কারনেই কেন্দ্রীয় সরকার জনগনের জন্য নিয়ে এসাছে PM Svanidhi Yojana বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। অতিরিক্ত মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ ফিরেছে আমজনতার। এদিকে ক্রমে বাড়ছে চাকরির অভাব। চাকরিপ্রার্থী সংখ্যা বাড়ছে অথচ কর্মসংস্থানের সুযোগ কমছে। ফলস্বরূপ বেকার হয়ে বসে রয়েছেন অসংখ্য তরুণ তরুণী। এমতাবস্থায় চাকরির অভাবে ব্যবসার দিকে ঝুঁকেছেন অনেকেই। ভালো ভাবে ব্যবসা করতে পারলে হাতে আসবে মোটা টাকার প্রাপ্তি।

Get Instant Business Loan on PM Svanidhi Yojana

কিন্তু একটা ব্যবসা শুরু করতে গেলে দরকার লোন বা ঋণের। কিন্তু লোন নিতে গেলে বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় সাধারন মানুষকে। ব্যবসার পুঁজি জোগাড় করতে তাই মাথার ঘাম পায়ে ফেলছেন তরুণ প্রজন্ম। আর তাই এবার জনসাধারণের সুবিধায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিল কেন্দ্রীয় সরকার PM Svanidhi Yojana এর মাধ্যমে।

কোন গ্যারান্টি ছাড়াই তরুণ তরুণীদের হাতে তুলে দেওয়া হবে লোন। সম্প্রতি এমনই একটি স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? কারা এখানে আবেদন করতে পারবেন? সব তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনটি পড়ে।

ব্যাবসার জন্য টাকা দিচ্ছে সরকার! এখন আর কেউ বেকার থাকবে না।

  • প্রকল্পের বৈশিষ্ট্য
  • টাকার পরিমাণ
  • প্রকল্পের সুবিধা
  • আবেদন পদ্ধতি

প্রকল্পের বৈশিষ্ট্য

২০২০ সালের কোভিড মহামারীর কারণে‌ দেশের জনসাধারণ বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই সময় প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়ে পরে। দেশের ছোট ব্যবসায়ী, ফুটপাতে দোকানদারদের প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় ঋণের প্রয়োজন আরও গুরুত্বপূর্ণ আকার ধারণ করে।

তাই কেন্দ্রীয় সরকার দেশবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সেই সময় PM Svanidhi Yojana বা স্বনিধি প্রকল্পটি চালু করেছিল। বর্তমানে প্রকল্পটির সুবিধা পেতে পারেন সবাই। কিন্তু কোন নতুন ব্যবসা শুরু করতে চান, যদি কোন ব্যবসায় ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতি মেরামত করতেও লোনের প্রয়োজন হয়।

তখন কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আপনিও। তবে আবেদন জানানোর জন্য কিছু যোগ্যতা লাগবে, শর্ত থাকবে, নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানাতে হবে। কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন, সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটা মন দিয়ে পড়তে হবে।

Lakhpati Didi Yojona তথা লাখপতি দিদি যোজনা

টাকার পরিমাণ

এই PM Svanidhi Yojana বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্পের আবেদনকারীদের ধাপে ধাপে লোন দেওয়া হয়। সর্বোচ্চ ৫০ হাজার টাকা লোন পেতে পারবেন আপনি। প্রথমে দেওয়া হবে ১০ হাজার টাকা। সেটি শোধ করে দিলে আরো ২০ হাজার টাকা লোন পাবেন।

সেই লোন সময়মতো পরিশোধ করে দিলে ৫০ হাজার টাকার লোন পেতে পারবেন। প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল, কোন গ্যারান্টি ছাড়াই এখানে লোন নিতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী ব্যাঙ্ক বা নন বাঙ্কিং সংস্থা এই ঋণের উপর সুদ ছাড় দেয়।

এবার গাড়ি কেনার জন্য ভর্তুকি দেবে সরকার! আবেদন মাত্রই পাবেন 50 হাজার টাকা

 প্রকল্পের সুবিধা

  • 2020 সালে 24শে মার্চ বা তার আগে থেকে ব্যবসা শুরু করা ভারতবর্ষের শহরাঞ্চলের বসবাসকারী রাস্তার দোকানদার ও বিক্রেতারা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
  • এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিক্রেতার – Vendor ID Card, Certificate of Vending.No. (Issued by ULB), Letter of Recommendation (LoR) No. এই শংসাপত্র গুলি থাকতে হবে।
  • যদি ব্যবসায়ীর কাছে ভেন্ডিং সার্টিফিকেট না থাকে তাহলে অস্থায়ী সার্টিফিকেট দেখিয়ে এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

আবেদন পদ্ধতি

কেন্দ্রীয় সরকারের এই PM Svanidhi Yojana স্বনিধি প্রকল্পের মাধ্যমে যারা ঋণ নিতে ইচ্ছুক, তারা নিকটবর্তী ব্যাঙ্ক এ গিয়ে Apply করুন। এখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি টি সঠিকভাবে পূরণ করুন। এই ফর্ম এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দিয়ে দিন। এরপর ব্যাংক কর্তারা আপনার ঋণের আবেদন খতিয়ে দেখবে, যদি আবেদন সঠিক থাকে তাহলে আপনাকে আপনার প্রয়োজনমতো ঋণ দিয়ে দেওয়া হবে।

Leave a comment