মহার্ঘ ভাতা বা Dearness Allowance ইস্যুতে দীর্ঘদিন (DA Scam News) ধরেই তোলপাড় বঙ্গ। বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা ইস্যুতে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। কিন্তু উচ্চ আদালত থেকে সে মামলা এখন স্থানান্তরিত হয়েছে সুপ্রিম কোর্টে। আন্দোলনকারী কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। এরই মধ্যে চঞ্চল্যকর তথ্যে শোরগোল শুরু হল রাজ্যে।
Govt Employees 5.1 Lakh RS DA Scam News
সরকারি কর্মীদের Dearness Allowance তথা ডিএ এর টাকা (DA Scam News) পাশ কাটিয়ে ঢুকছে ব্যক্তিগত অ্যাকাউন্টে। ইতোমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত। কেন্দ্রীয় সরকারের ডিএ সংশোধনে মহার্ঘ ভাতার হার পৌঁছেছে ৫০ শতাংশে। কেন্দ্রের পথে হেঁটে বহু রাজ্য সরকার তাঁদের কর্মীদের ডিএ বাড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার মহার্ঘ ভাতা ইস্যুতে অনড়।
কোনো ভাবেই কোনো সদুত্তর মিলছে না সরকারি তরফে। বরং ডিএ তথা Dearness Allowance না দেওয়ার জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী। পারস্পরিক দোষারোপ (DA Scam News) এর খেলায় ভুক্তভোগী হচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এদিকে সুপ্রিম কোর্টের ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ায়, ধৈর্য হারাচ্ছেন তাঁরা। এরই মধ্যে মারাত্মক অভিযোগ উঠছে ডিএ কে কেন্দ্র করে।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে 6 মাসের মধ্যে। নির্দেশ জারি সুপ্রিমকোর্টের
সূত্রের খবর, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা Dearness Allowance নাকি ঢুকছে অন্য ব্যক্তিগত অ্যাকাউন্টে! চাকরিক্ষেত্রে জালিয়াতির অভিযোগ নতুন নয়। তবে মহার্ঘ ভাতার (DA Scam News) ক্ষেত্রেও যে গুরুতর অভিযোগ উঠছে তাতে কার্যত শিউরে উঠছেন সরকারি কর্মীরা। অভিযোগ উঠছে যে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার মোট ৫.১ লাখ টাকা ঢুকছে ৫১ টি ব্যক্তিগত অ্যাকাউন্টে।
ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়েছে রাজ্যে। সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ঘটনাটি সম্পর্কে তদন্ত চলছে জোর কদমে। ডিএ বা Dearness Allowance সম্পর্কিত ঘটনাটি লুধিয়ানা রাজ্যের। এই রাজ্যের পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা (DA Scam News) সম্প্রতি অভিযোগ দায়ের করেছে যে, এক ক্লার্ক কর্মীদের ডিএ দেওয়ার বদলে অন্য অ্যাকাউন্টে মহার্ঘ ভাতার টাকা পাঠিয়েছে।
কর্মীদের অভিযোগ বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের পুরনিগমের পুরকমিশনার। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুর কর্মীদের স্পষ্ট অভিযোগ, পুরনিগমের ক্লার্ক কর্মীদের ডিএ বাবদ ৫.১ লক্ষ টাকা প্রায় ৫৭টি ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠিয়েছে। প্রসঙ্গত এর আগেও লুধিয়ানার পুরনিগমে টাকা সংক্রান্ত কারচুপির অভিযোগ উঠেছিল।
আরও একবার অভিযোগ সামনে আসায় আলাদা ভাবে খতিয়ে দেখছে তদন্তকারীরা। অতীতের অভিযোগ বলে, কর্মীদের নামের বেতন ভুয়ো অ্যাকাউন্টে (DA Scam News) জমা পড়ছিল। তবে এবার বেতন নয়, বরং ডিএ নিয়ে মারাত্মক অভিযোগ সামনে এলো। লুধিয়ানা রাজ্যের পুরো কমিশনার জানিয়েছেন, যদি ঘটনায় কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট
অন্যদিকে, ভিন রাজ্যের ঘটনা হলেও বঙ্গে এই ঘটনার সাপেক্ষে চঞ্চল্য সৃষ্টি হয়েছে। জালিয়াতি যে কত দূর পর্যন্ত গড়িয়েছে, তা নিয়ে ভীত সন্ত্রস্ত কর্মরত জনসাধারণ। এই ধরনের DA Scam News) ঘটনার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে দুবার ভাবতে হয়। এমনটাই মন্তব্য করছেন দেশের সাধারণ মানুষ।
for any information check officisl website – click here