Dearness Allowance – দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট

মহার্ঘ ভাতা (dearness allowance) ইস্যুতে অনেকদিন ধরে লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে দীর্ঘ আন্দোলন, বিক্ষোভের পরেও স্বস্তি মিলছিল না চাকরি জীবীদের। আদালতে থমকে থাকে ডিএ সম্পর্কিত মামলা। সরকারি কর্মীদের দাবি ছিল, কবে মিলবে সুখবর? সত্যি কবে সুখের মুখ দেখবেন তাঁরা? তবে সদুত্তর মেলায় আশাহত হচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়ালো আদালত।

Dearness Allowance for West Bengal Government Employees 2024

ডিএ সম্পর্কিত মামলায় আদালতের রায় এল সরকারি কর্মীদের উদ্দেশ্যে। আর এই রায়ের ফলে কর্যত স্বস্তি পেলেন সরকারি কর্মীরা। আদালতের তরফে যে রায় দেওয়া হয়েছে, তাতে ভাগ্য বদলে যেতে পারে সরকারি কর্মীদের। আদালতের রায় শুনে মুখে হাসি ফুটেছে তাঁদের।

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (dearness allowance) বাকি রয়েছে। আর সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কর্মী মহল। মামলাটি উঠেছিল বোম্বে হাইকোর্টে। গোয়া রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর দাবী হয়েছিল গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (GIDC) নামক এক সরকারি সংস্থা -র বিরুদ্ধে। এই মামলার শুনানির পরে বিজয়ী হয়েছেন সরকারি কর্মী মহল।

আদালতের রায় এসেছে সরকারি কর্মীদের পক্ষেই। আদালতের রায় শুনে বর্তমানে বেজায় খুশি সরকারি কর্মীরা। বোম্বে হাইকোর্টে চলা এই (dearness allowance) মামলায় ঐতিহাসিক রায় দিল উচ্চ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, 2018 থেকে 2024 সাল পর্যন্ত অর্থাৎ এই দীর্ঘ ছয় বছরের মহার্ঘ ভাতা সপ্তম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের বকেয়া ডিএ-এর পরিমাণ মেটাতে হবে।

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে রাজ্যের ফুড এসআই পরীক্ষার রেজাল্ট! কবে? দিনক্ষণ জেনে নিন পরীক্ষার্থীরা

এর পাশাপাশি আদালত স্পষ্ট জানায় যে, ডিএ (dearness allowance) মেটানোর সঙ্গে সরকারি কর্মীরা যে সুযোগ -সুবিধা গুলি পান সেই সমস্ত সুযোগ-সুবিধা গুলি প্রদান করতে হবে।‌ রায় শুনে স্বস্তি হলো সরকারি কর্মীদের মনে। প্রসঙ্গত, এই ডিএ মামলাটি গোয়ার সরকারি কর্মীদের জয় হলেও, এই মামলার রায়ের প্রভাব এসে পড়েছে আমাদের রাজ্যের সরকারি কর্মী মহলের ওপরেও।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা (dearness allowance) বৃদ্ধির দাবিতে এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে একজোট হয়ে আন্দোলন দেখাচ্ছেন অনেকদিন ধরে। কলকাতা হাইকোর্ট পেরিয়ে এখন ডিএ মামলা পৌঁছে গিয়েছে শীর্ষ আদালতের দরজায়। তবে বারংবার এই মামলা পিছিয়ে যাওয়ায় অস্বস্তির মুখে সরকারি কর্মীরা।

Primary TET - প্রাথমিক টেট

বোম্বে আদালতে সরকারি কর্মীদের জয়ের কথা শুনে রাজ্যের সমস্থ সরকারি কর্মীদের একমত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেই রায় অনুসরণ করে এ রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিক। তবে সরকার মুখে কুলুপ এঁটে থাকায় ধৈর্যের বাঁধ ভাঙছে রাজ্য সরকারি কর্মীদের।

এদিকে ভোটের মুখে একাধিক প্রকল্প সহ নানান সুবিধা ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ মেটানো হবে না কেন? প্রশ্ন তুলছেন রাজ্য সরকারি কর্মী মহল। যদিও বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি সরকারের তরফে। আপাতত বিষয়টি এড়িয়ে চলছেন রাজ্য সরকার।

নিজের পকেট বাঁচাতে হলে এখনি দেখে নিন আয়কর দপ্তরের এই নতুন নিয়ম।

অন্যদিকে সরকারি কর্মীরা অপেক্ষায় রয়েছেন কবে সুপ্রিম কোর্ট তাদের হয়ে ঐতিহাসিক রায় দেবে ‌ এবং কবে দাবিপূর্ণ হবে তাঁদের। বেশ বোঝা যাচ্ছে আপাতত যথেষ্ট অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মীদের, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি তে হয়তো আশানুরূপ রায় আসতে পারে এমন টাই পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গের চাকরি জীবীরা।

Leave a comment