লোকসভা ভোটের মরশুমে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ তথা (Sandeshkhali News)। বাংলার স্থানে স্থানে মিলছে বারুদের স্তুপ বা নিদর্শন। দিন কয়েক আগে সন্দেশখালি কান্ড তোলপাড় হয়ে যায় গোটা বাংলায়। সেই সন্দেশখালি আরও একবার উঠে এসেছে খবরের শিরোনামে বঙ্গভূমির অশান্ত সন্দেশখালিতে মিলেছে ব্যাগ ভর্তি অস্ত্র। সন্দেশখালির বাতাসে ভাসছে অশান্তির আঁচ। যে খবরে তোলপাড় হয়ে উঠেছিল বাংলা, সেই বাজেয়াপ্ত ব্যাগে মিলল আরো অস্ত্রের সন্ধান। সিবিআইকে রিপোর্ট তোলো করলে এনএসজি।
Sandeshkhali News In Bengali
সন্দেশখালিতে (Sandeshkhali News) চলবে তদন্ত। যুক্ত হল তদন্তকারী দল। কিছুদিন আগের ঘটনা, সন্দেশখালিতে অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি অস্ত্র উদ্ধার করে ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (এনএসজি)। ঘটনার খবর নিমেষে গোটা বাংলায় ছড়িয়ে পড়ে বুলেটের গতিতে। উদ্ধার হওয়া অস্ত্রের ব্যাগ সঙ্গে নিয়ে এসেছিল এনএসজি।
ন্যাশনাল সিকিউরিটি ফোর্স এর তরফে সিবিআইকে একটি রিপোর্ট দেওয়া হয়েছিল। এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই। সন্দেশখালিতে হাজির হওয়া এনএসজির অভিযানকারী দল
শুক্রবার নিজেদের সঙ্গে একটি ব্যাগ নিয়ে যায়।
এই ব্যাগে কি রয়েছে, তা নিয়ে ক্রমে জমতে থাকে কৌতূহল। গত শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali News) অভিযান চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) দলের আধিকারিকরা। শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
দেশের 28 কোটি জনগণের অ্যাকাউন্টে টাকা পাঠালো কেন্দ্রীয় সরকার! আপনি পেয়েছেন? চেক করে নিন এইভাবে।
এরপরেই খবর যায় এনএসজির কাছে। বোমার উপস্থিতি থাকা অবিশ্বাস্য নয়, পারে এমন ভাবনা থেকেও চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ফলস্বরূপ সন্দেশখালিতে শুরু হয় এনএসজির তল্লাশি প্রক্রিয়া। ক্যালিবার যন্ত্র নিয়ে এসে দিনভর সন্দেশখালিতে (Sandeshkhali News) বোমার খোঁজ চালায় ন্যাশনাল সিকিউরিটি ফোর্স।
এই তল্লাশিতে উদ্ধার বেশ কিছু বোমা নিষ্ক্রিয় করা হয়। তবে শুধু বোমাই নয়, বন্দুক, পিস্তল, কার্তুজ এবং একাধিক রসিদ পেয়েছিল সিবিআই। যে সকল রসিদে উল্লেখ ছিল, কলকাতার দোকান থেকে কেনা হয়েছিল কার্তুজ! শুধুমাত্র তাই নয়, সে সকল রসিদে নাম ছিল খোদ শাহজাহানের।
ঘটনার ফলে এলাকায় কেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি ভয়ে সিঁটিয়ে রয়েছেন স্থানীয়রা। ইতোমধ্যে সিবিআই জানিয়েছেন, এনএসজি তরফ থেকে সিবিআই-এর কাছে একটি রিপোর্ট জমা পড়েছে।
এই রিপোর্টে উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট ব্যাগটিতে রয়েছে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র।
এছাড়াও পাওয়া গেছে বেশ কিছু কার্তুজ এবং বিস্ফোরক। এনএসজির তরফে রিপোর্ট পাওয়ার পরেই জোরকদমে তদন্ত শুরু করেছে সিবিআই। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) ঘটনায় তলব করেছে দশ জনকে।
শুধুমাত্র তাই নয়, এনএসজির দেওয়া রিপোর্টটি আদালতে জমা করতে চলেছে বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দলের তরফে। এরই মধ্যে, বসিরহাট মহকুমা আদালতে (Sandeshkhali News) সন্দেশখালির অস্ত্র সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়েছিল।
উদ্ধারকৃত অস্ত্র তাদের কাছে থাকবে। অবশ্যই তদন্তের স্বার্থে। সিবিআই-এর এই আবেদন মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, সন্দেশখালির অস্ত্র কারবারের প্রকট নিদর্শন ঘুম উড়িয়েছে গোটা বাংলার। সূত্রের খবর, সন্দেশখালির (Sandeshkhali News) জমি জবরদখলের মাধ্যমে শাহজাহান ও তাঁর অনুগামীরা যে টাকা পেয়েছেন।
এলআইসিতে বিনিয়োগ করছেন? আগে সতর্ক হন! বিমার নামে ফাঁদ পেতেছে জালিয়াতরা।
তা দিয়েই কেনা হত অস্ত্র। অতএব অস্ত্রের কারবার এর সঙ্গে সেই টাকার যোগ রয়েছে বলে অনুমান
তদন্তকারীদের। একথা আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা। শাহজাহানের ডেরা থেকেও মিলেছিল বিদেশি অস্ত্রের খোঁজ। সন্দেশখালির ত্রাস শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন যোগ করার পরিকল্পনা সিবিআইয়ের।