সরকারি কর্মীদের ডিএ বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয় (Salary Hike). এই মহার্ঘ ভাতা বা ডিএ (DA) হার নির্ণয় করে সরকার। তাই সরকারের ঘোষণার অপেক্ষায় থাকেন কর্মরত মানুষজনেরা। তবে বর্তমানে ডিএ
ইস্যুতে তোলপাড় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য। বঙ্গের পরিস্থিতি আমরা জানি। অন্যান্য রাজ্যেও মহার্ঘ ভাতার প্রকোপ পড়েছে। এরই মধ্যে বিস্ফোরক দাবি করল অর্থ দপ্তর। ডিএ (DA) সংক্রান্ত একটি হিসেব দেখানো হয়েছে।
Govt Employees Pay Commission Salary Hike Update
যে হিসেবে বলা হয়েছে, এখনো পর্যন্ত মহার্ঘভাতা (DA) বাকি রয়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকার। হিসেব শুনে চোখ কপালে উঠেছে সবার। সরকারি কর্মীরা অপেক্ষায় আছেন বকেয়া মহার্ঘ ভাতা মিলবে কবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ দাবিতে দীর্ঘ দিন আন্দোলন চালাচ্ছেন। তাদের বকেয়া ডিএ
এবং ডিএ বৃদ্ধি কোনটাই সহজ পথে হচ্ছে না।
দিনের পর দিন ধরে আন্দোলন করে চলেছেন তাঁরা। একটাই দাবি, এবার অন্তত তাঁদের দাবি মানা হোক। রাজ্য সরকারি কর্মীদের ডাক মোটেই গ্রাহ্য করছে না রাজ্য সরকার। এর মধ্যে দেশজুড়ে চলছে লোকসভা ভোট। বিভিন্ন প্রতিশ্রুতি উড়ে এলেও মহার্ঘ ভাতা (Salary Hike) প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন সবাই। আদৌ মিলবে সুখবর?
এবার 50% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরাও। সরকারি কর্মীদের ‘এই’ কৌশল হইচই ফেলে দিল
দিনের পর দিন ধরে অপেক্ষা করছেন তাঁরা। এরই মাঝে বিস্ফোরক ঘোষণায় ঘুম উড়ল সবার। প্রকাশ্যে এল মহার্ঘ ভাতার (Dearness Allowance) হিসেব। অর্থ দপ্তরের তরফে যে ঘোষণা সামনে এসেছে তার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ঘটনাটি ঠিক কী? সংশ্লিষ্ট ঘটনাটি বাম শাসিত কেরল রাজ্যের (Salary Hike).
যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানিয়েছেন, সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের ডিএ এবং ডিআর বাবদ বকেয়া রয়েছে প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাবদ ২২ হাজার ৫০০ কোটি টাকা বকেয়া আছে বলে জানিয়েছেন তিনি (Salary Hike).
গত ফেব্রুয়ারিতে কেরলের সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় ২ শতাংশ হারে। কর্মরতরা দুই শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানায় সরকার। ডিএর পাশাপাশি বৃদ্ধি করা হয় পেনশন ভোগীদের ডিআরও। ২ শতাংশ হারে ডিআর বৃদ্ধি করেছিল সরকার। রাজ্য বাজেটে ডিএ এবং ডিআর উভয় বৃদ্ধি করা হয়েছিল (Salary Hike).
যার জন্য সরকারের খরচ হয় প্রায় তিন হাজার কোটি টাকা। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা যায়, কেরল রাজ্যের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। যেহেতু মহার্ঘ ভাতা (Dearness Allowamce) বৃদ্ধি করা হয়েছে দুই শতাংশ, তার জন্য বকেয়া ডিএর পরিমাণ ১৭ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমেছে (Salary Hike).
তবে এখনো পর্যন্ত সরকারি কর্মীদের সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowamce) মেটাতে খরচ পড়বে ২২ হাজার ৫০০ কোটি টাকা। রাজ্যের পেনশন প্রাপকদের বকেয়া ভাতা পাওয়ার কথা ছিল চার দফায়। এখনো পর্যন্ত তাঁদের দুই দফা বকেয়া বাকি রয়েছে (Salary Hike).
পেনশন (Pension) প্রাপকরা পেলেও কর্মরতরা এখনো পর্যন্ত এক দফাতেও মহার্ঘ ভাতা (Dearness Allowamce) পাননি। যার কারণে অসন্তোষ বাড়ছে রাজ্যের অন্দরে। বর্তমানে দেশের বেশ কিছু রাজ্য কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। তবে বেশ কিছু রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ ফারাক রয়েই যাচ্ছে।