প্রত্যেক দেশবাসীর কাছে কিছু ডকুমেন্ট থাকা বিশেষ গুরুত্বপূর্ণ (Passport Seva). ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো পাসপোর্ট (Passport)। এখন পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে সর্বত্র কাজে লাগে। তাছাড়া যদি একজন ব্যক্তি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে পাসপোর্ট না হলে চলবেই না। যদি একজন ভারতীয় নাগরিকের পাসপোর্ট না থাকে তাহলে বেশ কিছু নিয়ম মেনে, পার্সোনাল ডকুমেন্ট জমা করে, তবেই পাসপোর্ট বানানো সম্ভব। পাসপোর্ট বানানোর জন্য কি কি বিষয়ে জানা দরকার? আজকের প্রতিবেদনে রইল সেই সমস্ত তথ্য।
Passport Seva Online Portal Apply
ভারতবর্ষের কিছু প্রতিবেশী দেশ পাসপোর্ট (Passport) ছাড়া প্রবেশের অনুমতি দিচ্ছে। কিন্তু অধিকাংশ দেশে পাসপোর্ট বাধ্যতামূলক। আপনি যদি আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিতে ভ্রমণ অথবা কাজের সূত্রে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট দেখাতে হবে (Passport Seva).
হতে পারে আপনি অনেক দিন ধরে ভাবছেন পাসপোর্ট বানাতে হবে কিন্তু পাসপোর্ট বানানোর জন্য কোন কোন প্রক্রিয়ার সারতে হবে সেই বিষয়ে ধারণা আপনার কাছে স্পষ্ট নয়। তাই এই প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ে নিতে হবে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রইল এখানে (Passport Seva).
পাসপোর্ট বানানোর প্রয়োজনীয় নথি
যদি একজন ব্যক্তি মনে করেন, তিনি পাসপোর্ট (Passport) বানাবেন তাহলে তাঁকে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। কোন কোন ডকুমেন্ট থাকতে হবে? যদি আপনি পাসপোর্ট বানাতে চান তাহলে জমা দিতে হবে জন্ম সার্টিফিকেট, আইডি প্রুফ এবং ঠিকানার প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা করতে হবে।
রেশন কার্ড আছে? তবে সুখবর! রাজ্যের সমস্ত রেশন দোকানে চালু হচ্ছে নতুন ব্যবস্থা, খুশি হবেন আপনিও।
- ব্যক্তির জন্ম সার্টিফিকেট ছাড়াও
- আইডি প্রুফ হিসেবে জমা দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স-এর মতো নথিগুলি
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে ব্যক্তিকে জমা দিতে হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট।
- এছাড়া ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, জল ইত্যাদির বিল ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড দিতে পারেন।
- এর পাশাপাশি, আবেদন জানানোর জন্য ব্যক্তিকে জমা দিতে হবে নিজের পাসপোর্ট সাইজ ছবি।
পাসপোর্ট বানানোর জন্য কত খরচ হয়?
পাসপোর্ট বাড়ানোর জন্য একটি নূন্যতম খরচ হয়। আবেদনকারীকে সেই খরচ দিতে হবে। যদি কোন ব্যক্তি পাসপোর্ট বানাতে চান, তাহলে তার খরচ পড়বে মোটামুটি ১৫০০ থেকে ২০০০ টাকা। তবে যদি খুব তাড়া থাকে, অর্থাৎ আপনি হাতে চটজলদি পাসপোর্ট পেতে চান, তাহলে আপনার খরচ পড়বে মোটামুটি ৩৫০০ টাকার কাছাকাছি।
পাসপোর্ট করতে কত খরচ লাগবে? কি কি ডকুমেন্ট লাগবে? আবেদনই বা কীভাবে করবেন?
পাসপোর্ট বানানোর কতদিনের মধ্যে হাতে আসে?
পাসপোর্ট (Passport) বানানোর জন্য প্রথমে আবেদন জমা করতে হবে। আবেদন করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর হাতে পাসপোর্ট পাবেন। একটা হিসেব অনুসারে বলা যায়, আবেদনের মোটামুটি প্রায় ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। এছাড়া তৎকাল পাসপোর্ট হলে তা ৭ থেকে ১৪ দিনের মধ্যে পাওয়া যায়।