Medicine Plants Names – ভারত ভূমিতে জন্মানো এই গাছের ঔষধি গুণ অপরিসীম! হিন্দু ধর্মে রয়েছে অসীম গুরুত্ব। জেনে নিন বিবরণ

ভারতবর্ষের জীব ও উদ্ভিদ বৈচিত্র্যের কথা আমরা সবাই জানি (medicine plants names)। ভারতের নির্দিষ্ট কিছু স্থানে রয়েছে জীব ও উদ্ভিদ বৈচিত্র্যের অফুরন্ত ভান্ডার। ভারত ভূমিতে এমন অনেক উদ্ভিদ প্রজাতি এখনও পর্যন্ত অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে। সেই সকল উদ্ভিদ প্রজাতির গুণ ভাষায় উল্লেখ করা যাবে না। বহু পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানী মহলের দাবি, জীব ও প্রজাতির একটা বড় অংশ গভীর অরণ্যের ভিতরের দিকে থাকায় ‌তা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়।

Ayurvedic Medicine Plants Names and Their Uses

সারা বিশ্বে এমন অনেক জীব প্রজাতি কে সমাজের আলোয় আনা যায়নি। তবে এমন এক উদ্ভিদের কথা জানা গিয়েছে যা ভীষণভাবে অবাক করেছে বিশ্ব বিজ্ঞানীদের। এই উদ্ভিদের (medicine plants names) মধ্যে রয়েছে অপরিসীম ঔষধি গুণ। হিন্দু ধর্মে এই উদ্ভিদের গুরুত্ব অত্যন্ত বেশি। আমাদের মধ্যে অনেকেই এখনও এই উদ্ভিদকে চেনে না।

আসুন সেই উদ্ভিদ এর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতবর্ষের উত্তরে তথা দেবভূমি উত্তরাখন্ডে বহু নাম না জানা উদ্ভিদ প্রজাতির আবিষ্কার হয় (medicine plants names)। নানান ধরনের ঔষধি গাছপালার সন্ধান মেলে সেখান থেকে। সেই সকল গাছপালার একদিকে যেমন ঔষধি গুণ রয়েছে তার অন্যদিকে ধর্মেও রয়েছে ভীষণ গুরুত্ব।

তবে এই সকল গাছগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য গাছ হল ‘পাতী’ (medicine plants names)। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম বেশ খাটমট। গাছটিকে বিজ্ঞানের ভাষায় নাম দেওয়া হয়েছে, ‘আর্টেমিসিয়া ভালগারিস’। বছরের প্রতি মাসেই সব সময় জন্মাতে দেখা যায় এই উদ্ভিদ। এই উদ্ভিদ নিয়ে হয়েছে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা।

দ্রুত ওজন ঝরাতে চান? তাহলে জলে ভিজিয়ে খান এই ড্রাই ফ্রুট! রাতারাতি ফল পাবেন কয়েক দিনেই।

এই উদ্ভিদ এতটাই গুণ সম্পন্ন যে, এই উদ্ভিদ থেকে একটি দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়। অবাক লাগলেও বিষয়টি সত্যি। এমনটা দেখা যায় আমাদের প্রতিবেশী দেশ চীনে। এই গাছটি স্থানীয় পর্যায়ে সেরকম ব্যবহার না হলেও, আমাদের পার্শ্ববর্তী দেশ চিনে এই গাছ থেকে গুরুত্বপূর্ণ কর্ম উদ্ধার হয় জানা যায়।

এই গাছের তেল কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। চীনে এই (medicine plants names) উদ্ভিদের দ্বারা বহু যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থাও হয়। ভারতের দেবভূমি উত্তরাখণ্ডে প্রাপ্ত ‘পাতী’ গাছটি নানান উপকারী উপাদানে সমৃদ্ধ। বিজ্ঞানীদের পরীক্ষায় জানা যায়, ‘আর্টেমিসিয়া ভালগারিসের’ মধ্যে থেকে পাওয়া যায় অ্যান্টি-কার্সিনোজেনিক।

Healthy Lifestyle - হেলদি লাইফস্টাইল

অ্যান্টি -ইনফ্লেমেটরি, অ্যান্টি -স্পাজমোলাইটিক, অ্যান্টি -অক্সিডেন্ট, হেপাটোপ্রোটেকটিভ, অ্যান্টি -হাইপারলিপিডেমিক অ্যান্টি -নোসিসেপ্টিভ, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি -হাইপারটেনসিভ, অ্যান্টি -হাইপারলিপিডেমিক, অ্যান্টি-ফাঙ্গাল সহ নানান উপকারী উপাদান।

আগেই বলেছি এই (medicine plants names) গাছের ঔষধি গুণ অপরিসীম। পরীক্ষা থেকে জানা গেছে, এই গাছ পেটের রোগ নিরাময়ে সাহায্য করে। তাছাড়া শিশুদের পেটে কৃমির সমস্যা দূর করার জন্য ব্যবহৃত হয় এই গাছের পাতা। এর পাশাপাশি এই গাছ অ্যালার্জি, দাদ, খোসপাঁচড়া এবং চুলকানির মতো রোগের চিকিৎসার ক্ষেত্রে দারুণ কার্যকর ভূমিকা পালন করে। ওষুধ হিসেবে ব্যবহার ছাড়াও, এই গাছ থেকে উৎপাদিত তেল সুগন্ধি যুক্ত হয়।

গভীর জঙ্গলে বিপদের মুখ থেকে কি ভাবে মধু সংগ্রহ করা হয় জানুন।

তাই এই গাছকে সুগন্ধি গাছের শ্রেণীতেও রাখা হয়েছে। এই গাছের ধর্মীয় গুণ অপরিসীম। ধর্মগুরুরা বলেন নানা ধরনের ধর্মীয় কর্মকাণ্ডে ‘পাতী’ গাছের অসীম গুরুত্ব রয়েছে। পাহাড়ি মানুষদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সেখানে এমন কোন যাগযজ্ঞ হয় না, যেখানে এই গাছের পাতা ব্যবহার হয় না। অতএব বুঝতেই পারছেন, পাতি গাছের কত গুরুত্ব রয়েছে। যা আমরা অনেকেই এতদিন জানতাম।

Leave a comment