Solution to Teachers Pay – নববর্ষের আগেই একসাথে অ্যাকাউন্টে ঢুকবে 2 মাসের বেতন! কাদের জন্য এই বিজ্ঞপ্তি জারি?

রাজ্যের শিক্ষকদের জন্য দারুন (Solution to Teachers Pay) খবর। নববর্ষের আগে দুর্দান্ত সুখবর দিল রাজ্য সরকার। এক নয়‌, বরং পরপর দুই মাসের বেতন যুক্ত হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সামনে ঈদ, তারপর নববর্ষ। উৎসবের মরশুমে শিক্ষকদের জন্য উপহার দিলেন মুখ্যমন্ত্রী। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। মুখে হাসি ফুটেছে রাজ্য সরকারি কর্মীদের। কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, তার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

Govt Employees Solution to Teachers Pay Double at Onece

জানা যাচ্ছে ১৫ এপ্রিল নাগাদ সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এক যোগে দুই মাসের (Solution to Teachers Pay) স্যালারি চলে আসবে। সরকারের এই গিফট, নববর্ষের বিশেষ উপহার হিসেবেই গণ্য করা হচ্ছে। নিজেদের দাবি-দাওয়া তুলে বারবার সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সব সময় তাদের দাবি মানেনি রাজ্য সরকার।

তবে হঠাৎ করেই এবার যে উপহার পেতে চলেছেন তারা, তাতে নিঃসন্দেহে মুখের হাসি চওড়া হয়েছে তাঁদের। সরকার তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একযোগে যুক্ত হবে দুই মাসের (Solution to Teachers Pay)বেতন। কিন্তু কেন শিক্ষকদের হঠাৎ দুই মাসের বেতন পাঠানো হবে।

সমস্ত ছুটি বাতিল হলো রাজ্য সরকারি কর্মীদের! নির্দিষ্ট কারণ ছাড়া ছুটি নিলেই মহাবিপাকে পড়বেন।

কিন্তু সুখবরের মাঝেই প্রশ্ন ঘোরাফেরা করছে সরকারি কর্মীদের মনে। সূত্রের খবর, মুম্বাইয়ের কিছু সরকারি কলেজের শিক্ষকদের একসঙ্গে দুই মাসের স্যালারি পাঠানো হবে। আর সেই কারণে খুশির জোয়ার মহারাষ্ট্র জুড়ে। সম্প্রতি মহারাষ্ট্রের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে, বিশেষ প্রযুক্তিগত ত্রুটির কারণে মুম্বাইয়ের কিছু সরকারি কলেজের শিক্ষকদের গত দুমাস বেতন পাঠানো হয়নি।

গত দুমাস ধরে তাঁরা মাসিক স্যালারি পাননি। বর্তমানে সেই সমস্যা মিটে যাওয়ায় শিক্ষকদের বেতন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারী নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে গত দুই মাসের বেতন পেয়ে যাবেন। ‌এমনটাই জানানো হয়েছে মহারাষ্ট্রের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে (Solution to Teachers Pay).

PM Shri School - পিএমশ্রী স্কুল

আগামী ১৫ এপ্রিল সমস্ত শিক্ষকদের অ্যাকাউন্টে গত দুই মাসের বকেয়া বেতন চলে আসবে বলে জানা যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া স্যালারি ক্রেডিট হয়ে যাবে। এই শিক্ষকরা সবাই রাজ্য সরকারের কর্মী। প্রসঙ্গত, এতদিন ধরে বেতন আটকে থাকায় বেশ সমস্যায় পড়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা।

কেন এতদিন ধরে তাদের স্যালারি আটকে রাখা হলো, তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। তাই সব সরকারি কর্মীদের বেতন মেটাতে উদ্যোগী হয়েছে সরকার। চলতি মাসের মধ্যেই তারা সবাই বেতন পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের সরকারি কর্মীরা এক সাক্ষাৎকারে বলেছিলেন (Solution to Teachers Pay).

বাংলার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য নয়া পদক্ষেপ! দশম শ্রেণী থেকেই শুরু হবে AI Course.

তবে তাঁরা প্রাথমিকভাবে ভেবেছিলেন‌ হয়তো সাময়িক কারণে টাকা আসতে দেরি হচ্ছে। কিন্তু টানা দুমাস বেতন না আসায় রীতিমতো সমস্যায় পড়েছিলেন তাঁরা। সরকারের কাছে তাঁদের আবেদন ছিল, যেন দ্রুত তাঁদের স্যালারি পাঠানোর বন্দোবস্ত হয়। নচেৎ দৈনন্দিন জীবনে ব্যাপক সমস্যায় পড়ছেন তাঁরা।

অবশেষে সরকারি কর্মীদের ডাকে সাড়া দিয়ে পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। নববর্ষের মরশুমে দুমাসের বকেয়া বেতন‌ চলে আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সরকারের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা। সরকারের এই গিফট‌ সানন্দে গ্রহণ করছেন তাঁরা (Solution to Teachers Pay).

for any information check official website – click here

Leave a comment