WB Gram Panchayat Practice Set – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতির প্র্যাকটিস সেট, দেখে নিন বাছাই করা সেরা 15 টি প্রশ্ন। পরীক্ষার জন্য অত্যন্ত উপকারী

পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের কথা আগেই জানা গিয়েছিল (WB Gram Panchayat Practice Set)। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ হবে। যারা এই নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক তাদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু হয়েছে। আবেদন জানানো যাবে সেই পোর্টালের মাধ্যমে। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে (WB Gram Panchayat Practice Set) হবে চাকরিপ্রার্থীদের।

Govt Job WB Gram Panchayat Practice Set

তবে যারা বদ্ধপরিকর এই নিয়োগে অংশগ্রহণ করবেন, তারা এরিমধ্যে পরীক্ষার (WB Gram Panchayat Practice Set) প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে আমরা ১৫ টি বাছাই করা প্রশ্ন উত্তর তুলে ধরলাম। আশা করছি পরীক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবেন।

যে সকল প্রার্থী (WB Gram Panchayat Practice Set) পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন, তারা নিশ্চয় বিগত বছরের প্রশ্নোত্তর দেখেছেন। ‌আপনাদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। পরীক্ষার্থীরা অবশ্যই সবটা দেখে নিন। আশা করছি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সুবিধা হবে।

গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই আয়োজিত হবে। ‌অতএব হাতে সময় খুবি কম রয়েছে। পরীক্ষার্থীদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত উপকৃত হতে চলেছে। এখানে আমরা (WB Gram Panchayat Practice Set) ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে তার উত্তর আলোচনা করব। প্রশ্ন ও উত্তর মিলিয়ে নেবেন আপনারা।

আধার দপ্তরে 35 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! কিভাবে আবেদন করবেন জেনে নিন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার (WB Gram Panchayat Practice Set) প্র্যাকটিস সেট সেরা ১৫ টি প্রশ্নোত্তর | Gram Panchayat Practice Set
2024

১) নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ?
[A] আরাবল্লী
[B] সাতপুরা
[C] পূর্বঘাট
[D] বিন্ধ্য

উত্তর – সাতপুরা

২) ভারতে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত ?
[A] চিলিকা
[B] সম্বর
[C] ভেম্বানাদ
[D] পুলিকট

উত্তর – সম্বর

৩) নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ ?
[A] পশ্চিমঘাট
[B] পূর্বঘাট
[C] আরাবল্লী
[D] সাতপুরা

উত্তর – পশ্চিমঘাট

৪) দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?
[A] ঝাড়খন্ড
[B] গোয়া
[C] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
[D] মধ্যপ্রদেশ

উত্তর – ঝাড়খন্ড

৫) সরদার সরোবর সেচ প্রকল্প অবস্থিত ভারতের কোন রাজ্যে ?
[A] রাজস্থান
[B] গুজরাট
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব

উত্তর – গুজরাট

Top Engineering Colleges in India

৬) ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে ?
[A] এলাহাবাদ
[B] কোচিন
[C] পোর্ট ব্লেয়ার
[D] জব্বলপুর

উত্তর – পোর্ট ব্লেয়ার

৭) দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বত হলো-
[A] মহাকাল
[B] সহ্যাদ্রি
[C] হিমাদ্রি
[D] পরেশনাথ

উত্তর – সহ্যাদ্রি

৮) ‘অলিফিন কমপ্লেক্স’ কিসের জন্য বিখ্যাত ?
[A] দুগ্ধ উৎপাদন শিল্প
[B] সার তৈরীর কারখানা
[C] পেট্রোকেমিক্যালস শিল্প
[D] রাসায়নিক শিল্প

উত্তর– পেট্রোকেমিক্যালস শিল্প

৯) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না ?
[A] মেহগনি
[B] শাল
[C] রবার
[D] রোজউড

উত্তর – শাল

১০) নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ?
[A] আরাবল্লী
[B] সাতপুরা
[C] পূর্বঘাট
[D] বিন্ধ্য

উত্তর – সাতপুরা

HS পাশ যোগ্যতায় 5000 শূন্যপদে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। মাসিক বেতন 19,900

১১) ভারতবর্ষে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ কোথায় প্রবর্তন হয়েছিল?

[A] পশ্চিমবঙ্গে
[B] উত্তরপ্রদছল
[C] রাজস্থানের নগৌড় অঞ্চলে
[D] ওড়িশা কটকে

উত্তর – রাজস্থানের নগৌড় অঞ্চলে

১২) রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] সিকিম
[B] আসাম
[C] হিমাচল প্রদেশ
[D] উত্তরপ্রদেশ

উত্তর – হিমাচল প্রদেশ

১৩) ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি ?
[A] দলমা
[B] পরেশ নাথ
[C] শুশুনিয়া
[D] রাজমহল

উত্তর – পরেশ নাথ

১৪) পাত্রাতু – জপেলা শিল্পাঞ্চল কোথায় অবস্থিত ?
[A] ছোটনাগপুর শিল্পাঞ্চল
[B] হলদিয়া শিল্পাঞ্চল
C] দাক্ষিণাত্য শিল্পাঞ্চল
[D] হুগলি শিল্পাঞ্চল

উত্তর – ছোটনাগপুর শিল্পাঞ্চল

১৫) কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] রাজস্থান
[C] ঝাড়খন্ড
[D] কর্নাটক

উত্তর – ঝাড়খন্ড

Leave a comment