SSC CHSL Recruitment 2024 – HS পাশ যোগ্যতায় 5000 শূন্যপদে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। মাসিক বেতন 19,900

সরকারি চাকরির অপেক্ষায় থাকেন দেশের যুবক যুবতীরা তবে এরি মধ্যে শুরু হতে চলেছে (SSC CHSL Recruitment 2024). পড়াশোনা শেষ করে চাকরির আকাঙ্ক্ষা করেন তাঁরা সবাই। তবে সঠিক সুযোগের অভাব থাকায় অধিকাংশ চাকরিপ্রার্থী এখন বেসরকারি ক্ষেত্রে চাকরির দিকে ঝুঁকেছে। তবে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে বিপুল শূন্যপদে চাকরির সুযোগ দিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন।

How to Apply Online SSC CHSL Recruitment 2024

এখানে আবেদন জানাতে পারেন আপনিও। তাই আর দেরি না করে চটপট জেনে নেওয়া যাক এই (SSC CHSL Recruitment 2024) নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে যুক্ত হতে পারবেন। এসএসসি সিএইচএসএল নিয়োগ প্রক্রিয়া ২০২৪

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • বেতন কাঠামো
  • আবেদন পদ্ধতি
  • নিয়োগ পরীক্ষা

ভ্যাকেন্সি ডিটেলস

প্রতিবছর স্টাফ সিলেকশন কমিশনের তরফে উচ্চ মাধ্যমিক পাশে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হয়।
এ বছরও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন সিএইচএসএল (SSC CHSL Recruitment 2024) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে।

সারাদেশে বিপুল শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ হবে। প্রায় ৫ হাজার শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে কমিশন। এই নিয়োগের ফলে সরকারি চাকরির স্বপ্নপূরণ হবে দেশের অসংখ্য চাকরিপ্রার্থী ও তরুণ- তরুণীর।

প্রাইমারি টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলায় গুরুত্বপূর্ণ আপডেট! পাশ হবেন হাজার হাজার পরীক্ষার্থী, কপাল খুলে গেল সবার

শিক্ষাগত যোগ্যতা

যে সকল আগ্রহী প্রার্থী CHSL পরীক্ষায় আবেদন জানাতে চান, তাদের সবার শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ। তবেই তারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। আপনিও যদি একজন উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনিও এই (SSC CHSL Recruitment 2024) স্টাফ সিলেকশন কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন।

বয়সসীমা

যে সকল প্রার্থী চলতি বছর (SSC CHSL Recruitment 2024) পরীক্ষা দিতে চান, তাদের বয়স হতে হবে ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। আপনার বয়স যদি এর মধ্যে থাকে এবং আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে অবশ্যই সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসার জন্য আবেদন জমা করুন। কারণ নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাকে গুরুত্ব দেওয়া হবে।

Solution to Teachers Pay - সলিউশন টু টিচারস পে

বেতন কাঠামো

যে সকল প্রার্থী এই পরীক্ষার মাধ্যমে যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং শূন্যপদে নিয়োগ পাবেন তাঁরা
প্রতিমাসে বেতন পাবেন ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ৮১,০০০ টাকার মধ্যে। ‌তবে এর সঙ্গে যুক্ত থাকবে TA, ESI, HRA, Pension ইত্যাদি সুবিধা। অতএব মাসের শুরুতে মোটা অংকের পারিশ্রমিক পাবেন নিযুক্ত প্রার্থীরা।

আবেদন পদ্ধতি

পরীক্ষায় বসার জন্য আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন
জমা করতে হবে। তবে আপনি কিভাবে আবেদন জানাবেন তা স্টেপ বাই স্টেপ জেনে নিন।

  • প্রথমে আপনাকে ভিজিট করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো – https://ssc.gov.in/
  • ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করুন CHSL 2024 পরীক্ষার অ্যাপ্লিকেশন অপশনে। তারপর সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র টি ফিল আপ করে নিন।
  • আবেদনপত্র ফিল আপ হলে প্রয়োজনীয় নথি আপলোড করবেন, অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন।
  • আগের ধাপগুলি পার হয়ে গেলে অ্যাপ্লিকেশন টি একবার রিভিউ করে নিয়ে জমা দিয়ে দেবেন।

রাজ্য সরকারি প্রকল্পে 20,000 টাকা বেতনে জেলাস্তরে নতুন কর্মী নিয়োগ। আবেদন পদ্ধতি জেনে নিন

নিয়োগ পরীক্ষা

এখানে মূলত তিন ধাপে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে নিয়োগ দেওয়া হয়। প্রথমে নেওয়া হয় কম্পিউটার বেসড টেস্ট (CBT)। এরপর হবে মেন পরীক্ষা। সবশেষে ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট নিয়ে যোগ্য প্রার্থীদের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়। যারা ভাবছেন পরীক্ষায় বসবেন, তারা আগের থেকেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Leave a comment