দেশের জনসাধারণের জন্য মাঝেমধ্যেই নানান সুযোগ সুবিধা হাজির (Unclaimed Money) করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে দেশজুড়ে চলছে লোকসভা ভোট মহড়া। ভোট শুরুর আগে বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের তরফে দেশবাসীকে নানান সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা হয়েছিল। সম্প্রতি খবর মিলছে, সারা দেশের ২৮ কোটি জনসাধারণের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
How to Check Balance of EPFO Account Unclaimed Money?
এখনো পর্যন্ত চলছে টাকা পাঠানোর প্রক্রিয়া। অনেকেই টাকা (Unclaimed Money) পেয়ে গিয়েছেন, অনেকেই এখনো টাকা পাননি তবে শীঘ্রই পাবেন। এই তালিকার মধ্যে কি রয়েছে আপনিও? জানতে হলে আপনাকে চেক করে নিতে হবে এইভাবে। আজকের প্রতিবেদনে সেই তথ্যই আপনাকে দেব আমরা।
- কিসের টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার?
- EPFO- অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন কিভাবে?
- অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- মিসডকল এবং মেসেজের মাধ্যমে
কিসের টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার?
প্রথমেই জনসাধারণের মধ্যে কৌতূহল, কেন্দ্রীয় সরকার কিসের টাকা পাঠাচ্ছে ২৮ কোটি মানুষের
ব্যাংক অ্যাকাউন্টে? আসলে ইপিএফও জানিয়েছে ইপিএফ অ্যাকাউন্টে সুদ স্থানান্তর করা হচ্ছে। যদি আপনিও আপনার প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্টের সুদের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে দেখে নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও এসেছে নাকি ইপিএফও সুদ।
২০২২-২৩ আর্থিক বছরের সুদ ইতিমধ্যেই EPFO-এর তরফে দেশের ২৮ কোটি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে (Unclaimed Money) স্থানান্তর করা হচ্ছে। এর আগেই তথ্য পাওয়া গিয়েছিল, গত বছরের তুলনায় ২০২৩-২৪ আর্থিক বছরের সুদের হার ৮.১৫% থেকে ৮.২৫% করা হয়েছে।
অনেকেই পেয়ে গিয়েছেন সুদের টাকা। আপনিও এদের মধ্যে রয়েছেন নাকি, তা জানার জন্য নিম্নলিখিত পদ্ধতিতে চেক করে নিন। আপনাদের চেক করে নিতে হবে ইপিএফও (EPFO) ব্যালেন্স। সকলের সুবিধার্থে ইপিএফও ব্যালেন্স (ePFO Balance) চেকের পদ্ধতি স্টেপ বাই (Unclaimed Money) স্টেপ আলোচনা করা হলো।
EPFO- অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন কিভাবে?
- প্রথমে আপনাকে ভিজিট করতে হবে ইপিএফও পোর্টালে।
- এরপর সেখান থেকে গ্রাহকের UAN এবং পাসওয়ার্ড লিখে Sign in করতে হবে।
- এরপর আপনার পিএফ অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
- পোর্টালে ইপিএফও সংক্রান্ত সমস্ত লেনদেন জানার জন্য আপনাকে ক্লিক করতে হবে ‘View PF Passbook‘ অপশনে। এখান থেকেই আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
- পোর্টাল ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন, মেসেজ ও মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক করে নিতে পারবেন। আসুন পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক।
অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইপিএফও ব্যালেন্স (EPFO Balance) চেক করতে চান, তাহলে আপনাকে
- UMANG অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
- তারপর সেখানে ইপিএফও অপশনে যেতে হবে।
- এরপর, Sign in করতে আপনার UAN এবং পাসওয়ার্ড লিখতে হবে। সাইন ইন হলে গ্রাহক
- তাঁর EPF ব্যালেন্স ও অন্যান্য তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।
70000 প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে ধোঁয়াশা। হাইকোর্টে রিপোর্ট জমা দিলো CBI.
মিসডকল এবং মেসেজের মাধ্যমে
গ্রাহকের UAN যে মোবাইল নম্বরের সঙ্গে লিংক করা রয়েছে, সংশ্লিষ্ট নম্বরের মাধ্যমে মিসড কল
পাঠাতে হবে (011-22901406) নম্বরে। তাহলেই এসএমএস (SMS) বক্সে আপনার (Unclaimed Money) ইপিএফও ব্যালেন্স (EPFO Balance) পেয়ে যাবেন।
গ্রাহকের UAN যে মোবাইল নম্বরের সঙ্গে লিংক করা (Unclaimed Money) রয়েছে, সংশ্লিষ্ট নম্বরের মাধ্যমে এসএমএস (sMS) পাঠান 7738299899 নম্বরে। তারপর বেছে নিতে হবে নিজের ভাষা। কিছু সময়ের ব্যবধানে ফোনের এসএমএস বক্সে ইপিএফও ব্যালেন্স পেয়ে যাবেন।