এই মহাশিব রাত্রির (Maha Shivaratri 2024) দিনে বাবা শিবের পুজো ও আরাধনা বা মাথায় জল ঢালা ছাড়াও, কিছু বিশেষ কাজ করলে পরিবারের ধনসমৃদ্ধি ও কল্যাণ নিয়ে আসে এবং তার সাথে পরিবারের সুখ শান্তি ও নিয়ে আসে। চলুন এবার জেনে নেওয়া যাক এর সম্পর্কে, শিব পুরাণের এই গ্রন্থানুসারে জানা যায়? এই মহাশিবরাত্রি তে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চুতর্দর্শী তিথীতে মাঝরাতে ভগবান শিব স্বয়ং তার নিরবয়ব আকার থেকে নিজের শারীরিক রূপ ধারণ করেন।
Keep These 4 Plants at Home in Maha Shivaratri 2024
জানা যায় এই শুভ দিনেই শিব তার অগ্নিলিঙ্গে দৈত্যাকার রূপে তান্ডব নৃত্য করেছিলেন। ভগবান শিব কে শান্ত করতে সারা দিন উপোষ থেকে শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢেলে থাকি। তাই এই দিন টি কে আমরা মহাশিবরাত্রি বলে থাকি।
পুরাণ অনুসারে এটিও জানা যায় যে, Maha Shivaratri 2024 শিবরাত্রির অর্থ হল শিবের রাত্রি। এই দিনেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল। বর্তমান সালে অর্থাৎ ২০২৪ সালের ৮ মার্চ এই মহাশিবরাত্রি দিন টি পরেছে।
বলা হয়, এই দিনে শিবের পূজো অথবা আরাধনা ছাড়াও বাড়িতে যদি কিছু গাছ লাগলো যায়, তাহলে শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। এর সাথে সাথেই পরিবারের সুখ সমৃদ্ধি আসে, ধন বৃদ্ধি পায় এবং আপনার ভাগ্য ও খুলে যায়। কোন কোন গাছ লাগানোর ফলে এই সুখ ও সমৃদ্ধি আসবে বাড়িতে।
- ধুতরা
- বেলগাছ
- মোগরা
- শমী গাছ
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। কত টাকা বাড়লো? দেখুন
ধুতরা
গ্রন্থানুসারে এই Maha Shivaratri 2024 মহাশিবরাত্রির দিন বাড়িতে ধুতরা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এই গাছ লাগানোর সাথে সাথেই আপনার বাড়ির সুখ – সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বলা হয়, ধুতরা গাছ বাড়িতে লাগায়ে প্রতিদিন এই ধুতরা ফুল দিয়ে পূজো করলে পিতৃ দোষ থেকেও নিষ্কৃতি পাওয়া যায়।
তা ছাড়া শিবলিঙ্গে নিয়মিত এই ফুল নিবেদন করলে সব বাধা দূর হয়। ভগবান শিবের এই ফুল অত্যন্ত প্রিয় বলেই জানা যায়। এই ধুতরা ফুল শিবের এত প্রিয় কেন? বলা হয় কালকূটের কথা অনুযায়ী, দেবতা ও রাক্ষসদের সমুদ্র মন্থনের ফলে বেরিয়ে আসে ভয়ানক কালকূট বিষ। এই ভয়ানক বিষের জ্বালায় সারা বিশ্ব ছটফট করতে থাকে।
বিশ্ববাসীকে রক্ষা করতে মহাদেব শিব সেই বিষ নিজের কন্ঠে ধারণ করেন এবং সে কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়, ফলে শরীরে উত্তাপ বেড়ে গিয়ে মহাদেব দুর্বল হয়ে পড়েন তা দেখে দেবতারা তার মাথায় একটি ধুতরা ফুল রাখলেন এবং জল ঢাললেন। যার ফলে মহাদেবের স্বস্তি বোধ হয়। এই ধূতরা ফুল ভগবান শিবের জ্বালা মিটিয়েছে তাই ভগবান শিবের এই ধূতরা ফুল এতো প্রিয়।
বেলগাছ
মহাদেব শিব বেলপাতা কে অত্যন্ত ভালোবাসেন। Maha Shivaratri 2024 মহাশিবরাত্রির দিন এই বেল গাছ যদি বাড়িতে লাগানো হয় তাহলে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়ির ধন বৃদ্ধি পায়। এটি সকল মানুষই বিশ্বাস করেন। তাই বাড়ির মধ্যে বেলগাছ থাকা খুবই ভালো।
এই বেল পাতাও শিবের প্রিয় কারণ দেবপুরানে এই গাছটির সম্পর্কে বলা হয়েছে যে দেবী পার্বতী একদিন মান্দার পর্বতে ঘুরতে ঘুরতে ঘেমে যায় অতঃপর সেই ঘামের ফোঁটা যেখানে পড়ে সেখান থেকেই বেল গাছের জন্ম হয়। তাই বেলপাতা শিবের এতো প্রিয়।
মোগরা
দেবী পার্বতীর প্রিয় ফুল মোগরা এই শিবরাত্রীর দিন বাড়িতে এই গাছ বসালে স্বামী – স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পায়। এবং মহাদেরের বরে দুঃখ কষ্ট দূর হয়। আপনিও যদি আপনার দাম্পত্য জীবনে সুখি হতে চান তা হলে এই কাজ টি আজি করুন।
শমী গাছ
Maha Shivaratri 2024 শিবরাত্রীর দিন এই গাছ বাড়িতে আনুন। এই গাছ শিব ও শনি দেবতার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এই গাছ আপনার ব্যবসা ও কর্মজীবনে আরও উন্নতি বাড়ায়। এই গাছের জন্য শনির দোষ লাগে না। এবং এই পাতা শিবলিঙ্গে দিলে শনিদেব আপনার জিবনে কখনও দুঃখ আসতে দেয় না।
Written by Nitu Roy Mondal