Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। কত টাকা বাড়লো? দেখুন

লক্ষ্মী ভান্ডার বা Lakshmir Bhandar এর টাকা নিয়ে অনেকের মাথায় নানা প্রশ্ন ঘোরা ফেরা করছে। অনেক দিন থেকেই সোনা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে কিন্তু সেই টাকার পরিমাণ বাড়িয়ে কত টাকা হবে তা কারোর জানা নেই। কবে থেকে বাড়তি টাকা একাউন্টে ঢুকবে তা নিয়ে সবার প্রশ্ন। রাজ্যে বিশেষ বিশেষ প্রকল্পগুলির মধ্যে Lakhi vandar প্রকল্প সমস্ত মহিলাদের কাছে একটি জনপ্রিয় প্রকল্প।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নারীজাতির কথা মাথায় রেখে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন।

Get 1200 RS in Lakshmir Bhandar Scheme Check Status

রাজ্যের অনেক মহিলারাই আছেন যারা এখনো পর্যন্ত বেকার তাদের টাকার প্রয়োজন হলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। সেইসব মহিলাদের সুবিধার্থে হাত খরচ হিসাবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন। 2 কোটির বেশী মহিলা এই Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকে প্রতি বছর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে এই নিয়ে মুখ খুললেন রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তিনি সেই কাজ ঠিকই করবেন তিনি ও তার দল কথা দিয়ে কথা রাখতে জানে তারা যেটা বলে তা তাঁরা পালন করার চেষ্টা করে এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2024-2025 অর্থ বর্শের বাজেট পেশ করার সময় জানিয়েছন Lakshmir Bhandar বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে।

প্রতি বছর 2 কোটির বেশি মহিলারা পেয়ে থাকেন এই Lakshmir Bhandar বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। এতদিন তপশিল ও উপজাতির মহিলারা 1000 টাকা ও সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা করে পেতো, তবে এবারের বাজেটে রাজ্য সরকার অর্থ বাড়ানোর কথা বললেন। মার্চ মাসের শুরুতেই নোটিস জারি করলেন রাজ্য সরকার।

এই মাসে নতুন কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে তার আবেদন পদ্ধতি জেনে নিন।

Lakshmir Bhandar বা লক্ষ্মী ভান্ডার এর টাকা এপ্রিল মাস থেকেই বরাদ্দ করা হবে। তপসিল ও উপজাতির মহিলারা যারা 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1200 করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা যারা পেতেন 500 টাকা করে তারা পাবেন 1000 টাকা করে।

শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভায় Lakshmir Bhandar বা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বড়ো বার্তা দিয়েছিলেন, তিনি নিজে মুখে বলেছেন এপ্রিল মাস থেকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হবে, যারা 500 করে টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা পাবে 1200 টাকা করে।

মহিলাদের হাত খরচের জন্য যেনো কারোর উপর নির্ভরশীল না হতে হয় তার জন্যই এই প্রকল্প। তিনি এটাও বললেন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কখনো বন্ধ হবে না আজীবন মহিলারা এই টাকা পেয়ে আসবেন।60 বছর বয়স হলেও এই টাকা বন্ধ হবে না 60 বছর এর পর এই টাকা বৃদ্ধ ভাতা অর্থাৎ Old age pension তে পরিণত হবে।

Pay Commission - বেতন কমিশন

Lakshmir Bhandar বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা যতদিন বেঁচে থাকবেন তত দিন টাকা পাবেন কেও বাঁধা দিতে পারবেন না। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প কখনো বন্ধ হবে না আজীবন এই প্রকল্প চালু থাকবে। একটি মহিলার 25 বছর বয়স থেকে 60 বছর বয়স হওয়ার আগে অবদি এই টাকা পাবেন। একটা বাড়িতে যদি 25 বছরের ঊর্ধ্বে 5 টা মহিলা থাকে তাহলেও সেই বাড়ির 5 টা মহিলাই এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন। রাজ্যের সমস্ত নারীজাতির সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন চিন্তা ধারাকে সন্মান জানাই।

Leave a comment