LIC আপনার কন্যা সন্তানের জন্য এনেছে একটি বিরাট সুখবর। আপনার কন্যা সন্তানের জন্য নতুন করে LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসি নিয়ে এসেছে একটি বাম্পার স্কিম যেখানে আপনি ১৫১ টাকা করে প্রতিদিন জমা করলেই পেয়ে যাবেন ৩১ লাখ টাকা রির্টান। তবে আর দেরি কিসের এখুনি যোগাযোগ করুন আপনার নিকটবর্তী LIC অফিসে। তবে মনে রাখবেন এমন আফার বারবার আসে না। তাই যত শীঘ্র সম্ভব আপনার কন্যা সন্তান এর কথা মাথায় রেখে এটির প্রতি দৃষ্টিপাত করুন। আর আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।
Get Rs. 31 Lakh on LIC Kanyadan Policy Scheme
এই LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসির মেয়াদ থাকবে ২৫ বছর। তবে আপনাকে টাকা নিয়োগ করতে হবে ২২ বছর পর্যন্ত। এই স্কিমে আপনি চাইলে আপনার পছন্দ মত মেয়াদ বেচে নেওয়ার সুযোগ ও পেয়ে যাবেন। এই মেয়াদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ম্যাচুইরিটি প্ল্যান
১) আপনার কন্যা সন্তানের জন্য এই LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসির অফারটি নিতে চাইলে আপনার বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর, সেই অনুযায়ী আপনার সন্তানের বয়স হবে ১ বছর। আগেই বলা হয়েছে যে এই পলিসির মেয়াদ থাকবে ২৫ বছর এবং আপনাকে টাকা নিয়োগ করতে হবে। এখানে প্রায় ২২ বছর পর্যন্ত।
২) পলিসির এই সুযোগটি তে আপনার কন্যা সন্তানের বয়স অনুযায়ী মেয়াদটি কমাতেও পারেন। যেমন,ধরা যাক কখনো যদি আপনার কন্যা সন্তানের ১৮ বছর বয়সে বিয়ে দিতে চান, তাহলে এই পলিসির সুযোগটি আপনি চাইলে এটিকে ১৭ বছরের জন্য নিতে পারেন। তবে সেটা সীমাবদ্ধ থাকবে কমপক্ষে ১৩ থেকে ২৫ বছরের মধ্যে। এই পলিসিতে আপনার ও আপনার সন্তানের কিছু প্রমান পত্র ও লাগবে।
প্রয়োজনীয় প্রমান পত্র
এই LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসিতে বিনিয়োগ করার জন্য আপনার এবং আপনার সন্তানের কিছু প্রয়োজনীয় প্রমান পত্র জমা দিতে হবে। জাতে পরবর্তী সময়ে আপদের এই টাকাটি পেতে কোন আসুবিধা না হয়। এই পলিসিতে আবেদন করার জন্য আপনাকে যে যে নথিজমা দিতে হবে সেগুলি হল-
- আপনার কন্যা সন্তানের জন্মের প্রমাণ পত্র
- পিতা ও মাতার আধার কার্ড
- প্যান কার্ড
- পাসপোর্ট সাইজের ছবি
- ব্যাঙ্কের পাস-বুক
এই LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসিতে এককালীন যে টাকাটি পাবেন সেটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করা হবে। আর কোন সমস্যা ছাড়াই খুব সহজেই ব্যাংক থেকে টাকা গুলি আসবে আপনার হাতে। যেমন এই পলিসিতে প্রতিদিন ১৫১ টাকা করে জমা দিলে অর্থাৎ প্রতি মাসে ৪৫৩০ টাকা করে দিতে হবে।
এই মাসে নতুন কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে তার আবেদন পদ্ধতি জেনে নিন।
এখন আপনার বেতন যদি মাসে ১৫ হাজার করেও হয়, তাহলে ও আপনি আপনার কন্যা সন্তানের জন্য এই LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসির সুযোগটি নিতে পারবেন। তবে ২৫ বছরের মেয়াদের জন্য ২২ বছর পর্যন্তই আপনাকে টাকা নিয়োগ করতেই হবে। এর পর কন্যার ২৫ বছর পূর্ণ হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পরবে ৩১ লাখ টাকা ।
আবার প্রতিদিন কেউ যদি ১২১ টাকা করে জমান, তবে তাঁর এককালীন টাকা হবে ২৭ লাখ। তাছারা LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসিতে আরো অনেক সুবিধা নিয়ে এসেছে, বিমা কভার, ও যদি কোনো পলিসির গ্রাহকের পিতা দুর্ঘটনায় মারা যায় তাহলে সেখানে পরিবারকে ১০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
সর্বশেষ, এই LIC Kanyadan Policy বা এলআইসি কন্যাদান পলিসির সুযোগটি যে কোনো LIC অফিস থেকে আবেদন করতে পারেন। এবং গ্রাহক উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগও করতে পারেন। এছাড়া ও গ্রাহক LIC প্রতিনিধির থেকে এই পলিসির সুযোগ নিতে পারবেন ।