LPG Gas Price – মধ্যবিত্তের মাথায় হাত! গ্যাসের দামের বিরাট পরিবর্তন। কত টাকা বাড়ল?

দিন দিন যেনো বেড়েই চলেছে LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম। জনসংখ্যা যে হারে বাড়ছে চাহিদা অনুযায়ী সেই হারে সকলকে গ্যাস সাপ্লাই দেওয়াটাও সম্ভব হয়ে উঠছেনা। আবার গ্যাসের দাম বাড়ার ফলে প্রত্যন্ত এলাকায় গ্যাস সার্ভিস পাওয়া যাচ্ছেনা আর পাওয়া গেলেও তা বেশির ভাগ মানুষই নিতে পাচ্ছেন না। এখন যদি গ্যাসের দাম আরও বাড়ে তাহলে মধ্যবিত্তদের দুর্ভোগের শেষ নেই। তবে এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে গৃহস্থের রান্নার গ্যাসের কোনো পরিবর্তন হইনি যা দাম ছিল তা একই আছে।

19kg LPG Gas Price Hike in Kolkata Check Details

1st ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটের দিন LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম বেড়েছিল। মার্চ মাসের শুরুতেই গ্যাসের দাম বদলের কথা চলছিলো। যার জন্য সাধারণ মানুষ আশায় ছিল সামনেই ভোট গ্যাসের দাম কিছুটা হলেও কমাবে সরকার।

কিন্তু LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম এখন আরও তুঙ্গে। এক মাসের ব্যবধানে বেড়েছে রান্নার গ্যাসের দাম।এবার থেকে এই বর্ধিত মূল্য অনুসারেই কিনতে হবে গ্যাস সিলিন্ডার। লোকসভা ভোটের আগে গ্যাসের এই দুদফায় মূল্যবৃদ্ধি হোটেল রেস্টুরেন্ট এর মালিকদের কাছে বেজায় দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।

সুতরাং বোঝাই যাচ্ছে LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম বাড়লে ব্যবসায়ীরা খাবার থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের দাম বাড়িয়ে প্রত্যক্ষ ভাবে আমাদের কাছ থেকেই সেই কর আদায় করবে। মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের তুল্যমূল্য বিচার করে।

Pay Commission - বেতন কমিশন

সেই অনুযায়ীই দেশের বাজারের পেট্রোলিয়ামজাত পন্যের দাম ওঠানামা করে। দিন দিন যে হারে গ্যাসের ব্যবহার হচ্ছে পেট্রোলিয়ামজাত পন্যের দাম বাড়বে কি কমবে এটা আশা করা যাচ্ছেনা। ফেব্রুয়ারিতে সিলিন্ডার পিছু 14 টাকা করে দাম বাড়ানো হয়েছিল।

এক মাস যেতে না যেতেই মার্চে এক লাফে 10 টাকা বেড়ে গেল LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম। প্রতি সিলিন্ডারের দাম 25.50 টাকা বাড়ানো হয়েছে। এখানে 19 কেজির নীল গ্যাস সিলিন্ডারের দামের কথা বলা হচ্ছে। কলকাতায় 19 কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 24 টাকা করে বেড়ে গেছে।

কলকাতা সহ আরও একাধিক রাজ্যে এক ধিক হারে বেড়েছে LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম। কোন কোন ক্ষেত্রে কত টাকা করে গ্যাসের দাম বৃদ্ধি পেল তাই জেনে নেবো আজকের প্রতিবেদনে। 19 কেজি এল-পি-জি গ্যাস সিলিন্ডার কলকাতায় ছিল 1887 টাকা যা এখন হয়েছে 1911 টাকা।

এই মাসে নতুন কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে তার আবেদন পদ্ধতি জেনে নিন।

দিল্লীতে ছিল 1769.50 টাকা যা বেড়েছে 1795. বিমান জালানির দাম বেড়েছে 624.37 টাকা। বাড়িতে ব্যবহৃত এল-পি-জি গ্যাসের 2024 সালে কোনো পরিবর্তন হয়নি। কলকাতায় গার্হস্থ্য গ্যাস ছিল 929 টাকা, যা দিল্লেতে ছিল 903 টাকা এবং মুম্বাই ও চেন্নাইতে ছিল যথাক্রমে 902.50 টাকা ও 918.50 টাকা।

তবে দিনের পর দিন যে হারে LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম বাড়ছে তা থেকে সাধারন মানুষ এটা বুঝতে পারছে যে আগামি দিনে মানুষ কতটা সমস্যার সম্মুখীন হতে চলেছে। তবে মানুষ এখনও পুরপুরি ভাবে সরকারের উপর থেকে আশা ছাড়েনি, হয়তো সরকার চাইলে সাধারন মানুষের কিছুটা সস্তি ও মুখে হাসি ফোটাতে পারে।

Leave a comment