দেশের বহু ছাত্র-ছাত্রীর ইচ্ছে থাকে যে তারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবেন (Top Engineering Colleges in India)। কিন্তু অনেকেই ধন্দে ভোগেন কোন কলেজ থেকে পড়াশোনা করলে ভবিষ্যৎ ভালো হবে। বহু ছাত্র-ছাত্রী রাজ্যের বাইরেও পড়াশোনা করতে যেতে চান। যদি আপনার ভবিষ্যতে ইচ্ছে থাকে যে আপনিও ইঞ্জিনিয়ারিং পড়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন, তাহলে অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে আমাদের ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি। ঠিক কোন কলেজে পড়াশোনা করলে আপনারও ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে।
List of Top Engineering Colleges in India Ranking
প্রত্যেক বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নেওয়ার জন্য প্রকাশ করা হয় ‘কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং’। লন্ডনের উচ্চশিক্ষা সংক্রান্ত অ্যানালিটিক্স ফার্ম কোয়াকোয়ারেলি সাইমন্ডসের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ (Top Engineering Colleges in India) দেশের বিভিন্ন ক্ষেত্রে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বেছে নেওয়া হয়।
র্যাঙ্কিং-এ প্রতিবছর প্রকাশ করা হয়, প্রতিটি বিভাগ অনুসারে কোন বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে। এই বছরের ‘কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ প্রকাশ পেয়েছে সম্প্রতি। প্রতি বছরের ধারা মেনে এই বছরও প্রকাশ হয়েছে (Top Engineering Colleges in India)।
এই তালিকা থেকে দেখা যাচ্ছে ভারতের কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, অ্যারোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, পেট্রোলিয়াম ও মিনারেল অ্যান্ড মাইনিং এর জন্য সেরা কলেজ কোনগুলি।
HS পাশ যোগ্যতায় 5000 শূন্যপদে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। মাসিক বেতন 19,900
আপনার যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই (Top Engineering Colleges in India) র্যাঙ্কিং দেখে বিচার করে নিতে পারেন। ভারতবর্ষের সেরা ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজের তালিকায় রয়েছে প্রথম সাতটি কলেজ। যার মধ্যে সপ্তম স্থানে রয়েছে আইআইটি গুয়াহাটি (বিশ্ব র্যাঙ্কিং ২১০)।
- আইআইটি বোম্বে (বিশ্ব র্যাঙ্কিং ৪৫)
- আইআইটি দিল্লি (বিশ্ব র্যাঙ্কিং ৪৫)
- আইআইটি মাদ্রাজ (বিশ্ব র্যাঙ্কিং ৭৭)
- পশ্চিমবঙ্গে খড়গপুর আইআইটি (বিশ্ব র্যাঙ্কিং ৮৫)
- ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সায়েন্স বেঙ্গালুরু যার (বিশ্ব র্যাঙ্কিং ১১৫)
- আইআইটি রুরকি (বিশ্ব র্যাঙ্কিং ১৭৯)
- আইআইটি গুয়াহাটি (বিশ্ব র্যাঙ্কিং ২১০)
খড়গপুর আইআইটির মুকুটে নতুন পালকবলাই বাহুল্য বিশ্ব র্যাঙ্কিং-এ (Top Engineering Colleges in India) দুর্দান্ত ফল বাংলার খড়গপুর আইআইটির। সারাদেশ ছাপিয়ে বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করেছে খড়গপুর আইআইটি কলেজ। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ হিসেবে প্রথম চারজনের মধ্যে জায়গা পেয়েছে বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজটি।
শুধু তাই নয়, মিনারেল এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা পেল খড়গপুর আইআইটি। মিনারেল এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং কলেজ এর মধ্যে খড়গপুরের বিশ্ব র্যাঙ্কিং ২৮। এছাড়া, ভারতে সেরা মেকানিক্যাল অ্যারোনেটিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং কলেজ তালিকাতে ও নাম রয়েছে খড়গপুর আইআইটির।
ব্লকে ব্লকে তৈরি হবে VIP সরকারি স্কুল! দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রের নতুন পদক্ষেপ।
চতুর্থ স্থানে জায়গা পেয়েছে বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারত সেরা সিভিল এন্ড স্ট্রাকচারিং ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে চতুর্থ স্থানে খড়গপুর আইআইটি। ভারতের সেরা কেমিক্যাল কলেজের তালিকাতেও ষষ্ঠ নম্বরে পাওয়া যাচ্ছে খড়গপুর আইআইটি কলেজকে। খড়গপুরের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আলীগড় বিশ্ববিদ্যালয় স্থান অর্জন করেছে কিউএস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-এ। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে।
for any information check official website – click here