Tata Investment Corporation এবার টাটা গোষ্ঠী কোম্পানি একটি নতুন (Tata Investment Share Price) টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন চালু করেছেন, যেখানে মাত্র তিন মাসেই নিয়োগদাতা দের জন্য মূল্য বৃদ্ধি পাবে। মূলত আজও দ্রুত ভাবে বেড়ে চলেছে শেয়ার টির দাম । সুত্রানুসারে জানা গেছে, বর্তমানে RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 83.7-এ পৌছে গিয়েছে। সম্ভবত আগের সপ্তাহেই টাটা কোম্পানী একটি গ্রুপের সেমিকন্ডাক্টর প্ল্যান্টের প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছেন।
এর পরই দ্রুত বাড়ল টাটা কোম্পানির এই Tata Investment Corporation বা টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন এর শেয়ারের দাম(Tata Investment Share Price)। মূলত চারটি অধিবেশনের পর এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে চলেছে, প্রায় 21 শতাংশ পর্যন্ত। আজকের ট্রেডেও শেয়ারটির মূল্য কেবলই বাড়তে দেখা গেছে।
কিছুদিন আগেও বাজার বন্ধ থাকার সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেটি প্রায় 5 শতাংশ বেড়ে গিয়ে শেয়ারটির দাম হয়েছিল প্রায় 8428.40 টাকা। আজ থেকেই প্রায় তৃতীয় উচ্চতর স্তরে দেখা গিয়েছে স্টকটিকে।
জানা যায় , টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বে একটি সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরি করা হবে বলে জানায়। এবং সেই ইউনিটটি গুজরাটের ধলেরায় নির্মান করা হবে বলে তা প্রকাশ করে।
এই সেমি কন্ডাক্টর ফ্যাব টির প্ল্যান্ট টিতে বিনিয়োগ করতে হবে প্রায় 91000 কোটি টাকা।
এর পাশাপাশি টেস্টিং ইউনিটকে এবং টেস্ট প্রাইভেট লিমিটেডের চিপ অ্যাসেম্বলিও অসমে টাটা সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি কে 27000 কোটি টাকা বিনিয়োগের সম্মতি দেওয়া হয়েছে।
মধ্যবিত্তের স্বপ্নপূরণ! গাড়ি কিনতে SBI দিচ্ছে 5 লাখ টাকা লোন।
অসম সরকারের প্রথম বিনিয়োগ হিসাবে এই সেমিকন্ডাক্টর প্যাকেজিং প্ল্যান্ট টি স্বীকৃত পাবে। সূত্রানুসারে খবর পাওয়া যায় যে, এই সেমিকন্ডাক্টর প্যাকেজিং প্ল্যান্ট টি টাটা কোম্পানির গ্রুপ এবং রাজ্য সরকার একত্রিত হয়ে তৈরি করবেন।
Tata Investment Share Price – তরতরিয়ে বাড়লো টাটা কোম্পানির শেয়ারের মূল্য
Tata Investment Corporation. তৎকালীন সময়ে টাটা কোম্পানিটির ব্যবসায় প্রয়োজনীও টাকার পরিমাণ ছিল ভার্চুয়াল হিসাবে 42623 কোটি টাকা।
টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন সংস্থাটির শেয়ারের জ্যালু ছিল 10 টাকা। এই কোম্পানির স্টকের প্রায় 52 সপ্তাহের পর, সব থেকে অধিক মূল্য হয়েছিল 8428.40 টাকা। এবং এই স্টকটির 52 সপ্তাহের মধ্যে সব চেয়ে কম দাম হয়েছে প্রায় 1730 টাকা।
রিটার্নের পরিমাণ
এখনও পর্যন্ত প্রায় এক সপ্তাহে এই (Tata Investment Share Price) শেয়ার টির মূল্য অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে 19.03 শতাংশ। ও এক মাসের হিসাব করলে দেখা যাবে শেয়ারটির দর আরো ঊর্ধ্বগামী হয়ে 48.38 শতাংশ বেড়েছে। এবং এক বছরে টাটা কোম্পানির শেয়ারটি 96.83 শতাংশ । মূলত তিন মাসের মধ্যে এই টাটা কোম্পানির শেয়ার নিয়োগকারীদের মাল্টিব্যাগার ফেরত প্রদান করেছে।
ইতিমধ্যেই শেয়ারটির দাম বেড়েছে প্রায় 102.77 শতাংশ। ছয় মাসের মধ্যে নিয়োগকারীরা পেয়েছেন 242.6 শতাংশ টাকা ফেরত। এক বছরের মধ্যে টাকা ফেরত দেওয়ার পরিমাণ প্রায় 315.07 শতাংশ। দুই বছরের মধ্যে এই অংশটির মূল্য বেড়েছে 542.43 শতাংশ টাকা।
কিন্তু তিন থেকে পাঁচ বছরের মধ্যে অংশ টিতে ফেরতের পরিমাণ ছিল 643.38 এবং 915.23 শতাংশ টাকা। জানা যায় 2023 থেকে 2024 সালের থার্ড ট্রাইমেস্টারে এই টাটা কোম্পানির কর বাদ দিয়ে লভ্যাংশ পরিমান প্রায় 62 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 24.08 কোটি টাকা । গত এক বছর আগেও একই ট্রাইমেস্টারে মোট 14.85 কোটি টাকা ছিল লভ্যাংশের পরিমাণ, তবে এই টাটা কোম্পানির কর বাদ দিয়ে।