Salary Hike – ভোটের আগেই অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

লোকসভার আগেই মুখ্যমন্ত্রী নিল একটি কার্যকর পদক্ষেপ (Salary Hike), দু দিন আগে রাতের দিকে মমতা ব্যানার্জি তার ফেসবুক আইডিতে একটি সংবাদ পোস্ট শেয়ার করেন। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে, পরের দিন সকাল দশটা বাবদ তাঁর ফেসবুক পেজে থেকে সাধারণ মানুষের জন্যে একটি নতুন ঘোষণা জারি করা হবে। সেখানে মমতা ব্যানার্জি একটি প্রস্তাব দিয়েছেন। তার এই প্রস্তাবের মধ্যে উল্লেখ যোগ্য বিষয় হল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসবুক পেজ থেকে সকাল দশটা সময় যে পোস্টটি শেয়ার করা হয়েছে।

ICDS Anganwadi & Asha Workers Salary Hike

সেখানে মমতা ব্যানার্জি এ বিষয়ে ঘোষনা করেছেন যে, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সাহায্যকারীদের মাসিক বেতন (Salary Hike) বৃদ্ধি পাবে। ও তিনি আরও বলেছেন, যত দিন তিনি বেঁচে থাকবেন ততদিন আপনাদের জন্য কাজ করে যাবেন। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।

সমাজের আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের Salary Hike বা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোক সভা নির্বাচন এর ঠিক আগেই এই সিদ্ধান্ত টি জানালেন। এ বিষয়ে আগের দিন রাতেই মমতা ব্যানার্জি তার পেজে পোস্ট করে বলেছিলেন যে পরের দিন সকাল দশটায় তিনি একটি ঘোষনা করবেন।

এবং তাঁর কথামত পরের দিন সকাল ঠিক দশটায় মুখ্যমন্ত্রী তার ফেসবুক পেজে সিদ্ধান্ত নিয়ে জানান যে, আশা কর্মী ও অঙ্গন ওয়ারি কর্মীদের জন্য মাসে ৭৫০ টাকা করে (Salary Hike) বেতন বাড়ানো হবে। তিনি এও বলেন, আশা কর্মীরা অনেক কাজ কর্ম করে থাকে, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে, তারা আমাদের সকলের গর্ব।

তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই এপ্রিল মাস থেকেই তাদের বেতন ৭৫০ টাকা করে বাড়ানো হবে। শুধুমাত্র আশা কর্মী দের না সাথে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গন ওয়াড়ি কর্মীদের সাহায্য কারীদের ও মাসের বেতন ৭৫০ টাকা করে বাড়বে। এবং ৫০০ টাকা করে ICDS সাহায্য কারীদের ও মাসিক বেতন বাড়ানো (Salary Hike) হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pay Commission - বেতন কমিশন

জানা যায়, রাজ্যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে চুক্তিবদ্ধ গ্রুপ সি,ও ডি কর্মীদের জন্যেও বেতনের পরিমাণ বাড়ানো হয়েছে, কিন্তু আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের Salary Hike বা বেতন বাড়ানো নিয়ে আগে কোনও ঘোষণা করা হয়নি। সেই জন্যে সেদিন তাঁদের Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, রাজ্যের মানুষের সুখ-দুঃখের সময় পাশে থাকা এবং তাঁদের জন্য দিন রাত কাজ করে যাওয়ার। তাই আমি ও আমার দল সমস্থ মানুষের সাহায্য কারী এই মা-মাটি-মানুষের রাজ্য সরকার সদা সচেতন থাকবে আপনাদের জন্য।

এরই মধ্যে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বা জায়গা থেকে সারা দিয়েছিলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। কারণ রাজ্য বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসের Salary Hike বা বেতন বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ায় হয়নি।

তাই Salary Hike বা বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন দেওয়া, পুরাতন অবশিষ্ট টাকা মেটানো-সহ নানা দাবিতে রাজ্যের চারি দিকে বিখ্যোব শুরু হয় যার জন্য কিছু দিন কর্মবিরতি হয়ে পরে তাঁরা। যে কারণে প্রাথমিক স্তরের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবে অকেজো হয়ে পরেছিল।

Lakshmir Bhandar - লক্ষ্মীর ভান্ডার

তৎপর গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামে সরকারী পরিসেবা কেন্দ্রিক অনুষ্ঠানের দিন সভায় একটু সঙ্কেত দিয়ে রেখে ছিলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানের সভায় তিনি এ বিষয় আলোচনা করেছেন যে রাজ্যের সকল শিশুদের টিকা দেওয়া ও তার সাথে অন্তঃসত্ত্বা মহিলা দের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দিকে গাফিলতি বা ব্যহত হয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।

তিনি সবার শেষে এটাও জানিয়ে ছিলেন, সেটি হল আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী দের মাসিক Salary Hike বা বেতনের বৃদ্ধি ঘটানো। সেই প্রসঙ্গে খুব তাড়াতারি সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি প্রকাশ করেছেন।

Leave a comment