প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীর সুরক্ষার জন্য নিয়োগ করা হল আদ্রা রেলওয়ে ডিভিশনের ‘RPF Sniffer Dog Tyson‘ ও আরও দুটি স্নিফার ডগকে (Sniffer Dog). তাহলে চলুন আর বেশি দেরি না করে এই ডগ স্কোডের কুকুরগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে (RPF Sniffer Dog).
Use of Explosive RPF Sniffer Dog in Indian Railway
আমরা প্রথমেই জানিয়ে রাখি যে, টাইসন (Tyson) হলো ল্যাব্রোডর প্রজাতীর (Labrador Retriever) একটি স্নিফার ডগ (Sniffer Dog). ভারতীয় রেল বিভাগের প্রতিটি জংশন স্টেশন গুলিতেই নিজস্ব Dog squad থাকে। তেমনি আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত আদ্রা ডিভিশনের Dog squad এর একটি Sniffer Dog হল Tyson.
পিরিয়ড বন্ধ হলে কোলেস্টেরল ও হার্টের ঝুঁকি বেড়ে যায়? দেখা দিতে পারে আরও শারীরিক সমস্যা
আমরা সাধারনত সবাই জানি যে প্রধানমন্ত্রী সুরক্ষাকার্যে একাধিক সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র ও মর্ডান গ্যাজেট (Modern Gadgets) ব্যবহার হয়ে থাকে। কিন্তু তার মধ্যেই Dog squad কে সুরক্ষাকার্যে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। Dog squad এর এই কুকুর গুলি হল প্রবল বুদ্ধি সম্পন্ন ও তীব্র ঘ্রাণ শক্তি বিশিষ্ট হয়ে থাকে এবং এদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাকে যে কোনো কামান্ড (Command) দিলে সেটিকে সে নির্ভুল ভাবে দক্ষতার সাথে পালন করে।
আর ঠিক সেই কারণেই 19/05/2024 তারিখে লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ার এক মন্ত্রীসভার মঞ্চে প্রধানমন্ত্রীও ছাড়া সেখানে উপস্থিত সমস্ত মানুষজন ও মাঠ সংলগ্ন আনুষ্ঠানিক জায়গায় এই প্রবল তাপদাহের মধ্যেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে দেশের সেবায় নিজের কর্তব্য তৎপরতার সাথে বহন করে চলেছে (RPF Sniffer Dog).
টাইসন (Tyson) দীর্ঘ ৬ বছর ধরে নিঃস্বার্থ ভাবে আদ্রা স্টেশনে ও ট্রেনের মধ্যে থাকা সমস্ত যাত্রীদের বিস্ফোরক জাতীয় যে কোনো বস্তু থেকে সুরক্ষা করে চলেছে। সাধারণত ট্রেনের মধ্যে থাকা বোম, বারুদ, অস্ত্রশস্ত্র ইত্যাদি যে কোন বিস্ফোরক জাতীয় জিনিস খুঁজে বাড় করতে পারোদর্শী (RPF Sniffer Dog).
ব্লাড সুগার কমাতে চান?তবে ‘অব্যর্থ’ ওষুধ জেনে নিন! সকাল, বিকেল খেলেই কাজ হবে ম্যাজিকের মত
সূত্রের খবর থেকে জানা গিয়েছে যে, অনেক সময় শুধুমাত্র ট্রেন বা স্টেশনই নয় রেলওয়ে Dog squad এর কুকুরগুলির একাধিক জায়গাতে নানান এজেন্সি দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। যেমন লোকাল পুলিশ স্টেশন প্রোগ্রাম, মিনিস্ট্রিয়াল প্রোগ্রাম, সার্চ অ্যান্ড রেস্কিউ (Search and Rescue) এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও রেলওয়ের আরও নানান কর্মকার্যে লিপ্ত থাকে এই Dog squad এর কুকুরগুলি।
Written By Riya Mondal