Latest Job Recruitment Notification – এপ্রিল মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে? আবেদন করুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস যোগ্যতায়

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন (latest job recruitment notification), নিত্য চোখ রাখছেন কোথায় কোন নিয়োগ প্রক্রিয়া চলছে। ‌প্রস্তুতি নিচ্ছেন একটা ভালো চাকরিতে জয়েন করার জন্য, এই প্রতিবেদন তাদের জন্য। সাধারণত প্রত্যেক মাসে রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরে নিত্য নতুন নিয়োগ প্রক্রিয়া চলে। কিন্তু সকল চাকরির খবর প্রার্থীদের কাজ অবধি না পৌঁছানোয় তারা অনেকেই আবেদন জানাতে পারেন না।

WB Govt Latest Job Recruitment Notification Update

তাই জন্য আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব চলতি মাসে কোন কোন চাকরির নিয়োগ চলছে (latest job recruitment notification). এরকমই কিছু চাকরির বিবরণ নিম্নে তুলে ধরা হল। এপ্রিল মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে।

  • রাজ্যের কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ
  • WB কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগ
  • পৌরসভাতে কর্মী নিয়োগ
  • সরকারি স্কুলের নন টিচিং স্টাফ নিয়োগ
  • গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ

রাজ্যের কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ

সম্প্রতি রাজ্যের কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন জানানোর সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীর জন্য। তবে আবেদন জানানোর ক্ষেত্রে কিছু যোগ্যতা ‌ ধার্য করা হয়েছে। যোগ্যতার মাপকাঠি মেনে আপনি যদি আবেদন জানাতে পারেন, তাহলে এই চাকরি আপনার জন্য।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই চাকরিতে আবেদন জমা করা যাবে। অফিসিয়াল নোটিফিকেশন ‌থেকে জানা যায় (latest job recruitment notification), এখানে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন জমা করতে পারবেন চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। এই নিয়োগের আবেদন জমা করার লাস্ট ডেট হলো আগামী ২১ এপ্রিল ২০২৪।‌ বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন ‌অবশ্যই পড়ে নেবেন।

আধার দপ্তরে 35 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! কিভাবে আবেদন করবেন জেনে নিন

WB কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগ

কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে (latest job recruitment notification), যোগ্যতার মাপকাঠি মেনে এখানেও জমা করা যাবে আবেদন। কনস্টেবল পদে নিয়োগের জন্য অন্ততপক্ষে মাধ্যমিক পাশের যোগ্যতা লাগবে আর সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাশ। আবেদন জমা করা যাবে আগামী ১৪ মে পর্যন্ত।

পৌরসভাতে কর্মী নিয়োগ

রাজ্যের পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ হচ্ছে।‌ চাকরিপ্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন জমা করা যাবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

SSC CHSL Recruitment 2024 - এসএসসি সিএইচএসএল রেচ্রুইট্মেন্ট ২০২৪

সরকারি স্কুলের নন টিচিং স্টাফ নিয়োগ

সরকারি স্কুলে ১৩৭৭০ শূণ্যপদে নন টিচিং স্টাফ নিয়োগ চলছে (latest job recruitment notification)। এই আবেদন প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন পশ্চিমবঙ্গের যেকোন প্রান্তের তরুণ তরুণী। এক্ষেত্রেও কিছু আবেদনের মাপকাঠি রয়েছে। ‌এই নিয়োগে নাম লেখাতে চাইলে অ্যাপ্লিকেশন জমা করতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। ‌অপেক্ষা না করে শীঘ্রই আবেদন জমা করুন।

গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ

গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। আবেদন জানাতে গেলে অন্ততপক্ষে স্নাতক পাসের যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এই নিয়োগের অ্যাপ্লিকেশন করা যাবে আগামী ১৪ মে তারিখের মধ্যে।

HS পাশে ভারতীয় রেলে কয়েক হাজার শূন্যপদে SI ও কনস্টেবল নিয়োগ! মাসিক বেতন 35,400 টাকা

আপনারা যারা সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়াগুলিতে আবেদন জমা করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটি নিয়োগ সম্পর্কে আরও ডিটেলসে জানতে‌ হলে সেই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত তথ্যে অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন।

ওয়েবসাইটটি হলো –

www.mscwb.org/www.adyapeathpolytechnic.com
www.nvs.ntaonline.in
www.rrbahmedabad.gov.in
www.state.bihar.gov.in

Leave a comment