শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ (PM Shri School) পিএমশ্রী সরকারি স্কুলের প্রতি অনীহা তৈরি হয়েছে দেশের অধিকাংশ জনসাধারণের। অনেক অভিভাবক মনে করছেন সরকারি স্কুলের পড়াশোনা পিছিয়ে পড়েছে বেসরকারি স্কুলের সঙ্গে প্রতিযোগিতায়। যার কারণে বেসরকারি স্কুলে নিজেদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন দেশের সাধারণ মানুষ।
What is PM Shri School Scheme in 2024
এদিকে দেশজুড়ে সরকারি বহু স্কুল কার্যত ধুঁকছে। পড়ুয়া ও শিক্ষক অভাবে কার্যত বেহাল দশা রাজ্যের সরকারি স্কুল গুলির। আর সেই কারণেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশের কেন্দ্রীয় সরকার। সরকারি নতুন (PM Shri School) প্রকল্পে ব্লকে ব্লকে তৈরি হবে ভিআইপি সরকারি স্কুল।
দেশের শিক্ষাব্যবস্থায় গতি আনতে সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ভারতবর্ষের শিক্ষাব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। জাতীয় শিক্ষানীতি প্রয়োগের পর থেকে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে নানান পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি এমন একটি পদক্ষেপ নেওয়া হল, যা দেশের এডুকেশনকে অন্য মাত্রা প্রদান করবে। সম্প্রতি প্রকাশিত একটি নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, মোদি সরকার (PM Shri School) সারা দেশে জুড়ে (PM Shri School) পিএমশ্রী স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের শিশুদের শিক্ষা প্রদান করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
বাংলার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য নয়া পদক্ষেপ! দশম শ্রেণী থেকেই শুরু হবে AI Course.
এর পাশাপাশি প্রাইমারি শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন। সরকারি স্কুলগুলির প্রতি শিশুর অভিভাবকদের আস্থা বৃদ্ধি। সূত্রের খবর, এই পিএমশ্রী স্কুল প্রকল্পের মাধ্যমে আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন ব্লকে ব্লকে অন্ততপক্ষে একটি করে স্কুল তৈরি করা হবে। সে অনুযায়ী একটি পরিসংখ্যান থেকে বলা যায় আগামী দিনে ভারতে মোটামুটি প্রায় ১৪ হাজার ৫০০ টি পিএমশ্রী স্কুল ওপেন করা হবে।
যাতে আগামি দিনে নতুন ছাত্র ছাত্রী্রা তাদের ভবিষ্যৎ অতি সহজে বিকশিত করতে পারে। শিক্ষাচর্চার মাধ্যমে তারা ভবিষ্যৎ সুগঠিত করে তুলতে পারবেন। প্রকল্পের আওতায় থাকা পিএমশ্রী (PM Shri) স্কুলগুলি থাকবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। প্রতিটি স্কুলে থাকবে উন্নত পরিকাঠামো।
দেশের সরকারি স্কুলগুলিকে নিয়ে যে অভিযোগ রয়েছে সাধারণ মানুষের, সেই সকল অভিযোগ দূরীভূত হবে। উন্নত পরিকাঠামোর স্কুলে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারবেন ছাত্র -ছাত্রীরা। গড়ে ওঠা প্রত্যেক স্কুলে থাকবে আধুনিক (PM Shri School) পদ্ধতিতে পড়াশোনা করানোর পরিকাঠামো।
সূত্রের খবর, শুধু যে নতুন স্কুল গড়ে তোলা হবে তা নয়, বরং দেশ জুড়ে থাকা স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়ন করে সেগুলি কেউ পিএমশ্রী (PM Shri School) স্কুলের আদলে গড়ে তোলা হবে। প্রায় প্রত্যেকটি স্কুলে থাকবে আধুনিক ল্যাব, স্মার্ট ক্লাসরুম, খেলার মাঠ, অত্যাধুনিক লাইব্রেরি-সহ পড়াশোনার সকল উপযোগী সরঞ্জাম।
অতিরিক্ত গরমের জন্য আজ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল হবে মর্নিং-এ!
শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্টিভিটিতে অংশগ্রহণ করেন, সেদিকটিও দেখা হবে। এই স্কুলের শিক্ষকদের আলাদাভাবে ট্রেনিং করানো হবে, যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও উন্নত পদ্ধতিতে তারা শিক্ষার্থীদের পড়াশোনা করাতে পারেন। সবমিলিয়ে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় বড়সড় বিপ্লব আসতে চলেছে মনে করছেন শিক্ষাবিদেরা।
মোদি সরকারের (PM Shri School) এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে খুশি দেশের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরাও। অতি শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। আগামী দিনের শিক্ষার্থীরা আধুনিক উন্নত মাধ্যমে শিক্ষা অর্জন করতে পারবেন।
check official website – click here