Primary School – অতিরিক্ত গরমের জন্য আজ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল হবে মর্নিং-এ!

পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল বা Primary School গুলির সময়সীমায় পরিবর্তন। রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুল এবার মর্নিং-এ হবে বলে বিজ্ঞপ্তি জারি হল। Primary School বা প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন নিয়ে ইতিমধ্যে আলাদা করে জানিয়েছে এই রাজ্যের জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরগুলি। সেক্ষেত্রে কখন স্কুল শুরু হবে? কটা পর্যন্ত চলবে ক্লাস? বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানালো পর্ষদ। আপ্নারাও এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

All Primary Schools will be in the Morning for Extra Heating

  • রাজ্যে চালু হল মর্নিং স্কুল!
  • কবে থেকে চালু হচ্ছে মর্নিং স্কুল?
  • রাজ্যের দুই জেলার বিজ্ঞপ্তিতে অসংগতি!

রাজ্যে চালু হল মর্নিং স্কুল!

গ্রীষ্মের দাবদাহে প্রাণ অষ্টাগত মানুষের। প্রচন্ড উত্তাপে স্কুল কলেজে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা। বৈশাখ আসার আগেই যেভাবে খেল দেখাচ্ছে গ্রীষ্ম তাতে এপ্রিল, মে মাসে স্কুলের ক্লাস নিয়ে চিন্তিত কচিকাঁচাদের অভিভাবকেরা। স্কুল যাতায়াতের পথে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া দপ্তরের তরফে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা দেওয়া হচ্ছে। গত বছরের গরমের তীব্র দাবদাহে বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ। এই বছর আগেই ছুটি দেওয়ার পরিবর্তে মর্নিং স্কুলের সিদ্ধান্ত নিল পর্ষদ। আপাতত সকালে স্কুলে যাবেন পড়ুয়ারা। বেলা বাড়ার আগেই শেষ হয়ে যাবে স্কুলের পাঠ। Primary School বা প্রাইমারি স্কুলগুলির জন্য মর্নিং স্কুলের নোটিশ জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ছেঁড়া ও রং লাগা টাকা কেউ নিচ্ছে না। আর চিন্তা নেই। RBI এর নতুন নিয়মটি জেনে নিন।

কবে থেকে চালু হচ্ছে মর্নিং স্কুল?

পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জেলার প্রাইমারি স্কুল (Primary School) সেকশনে মর্নিং ক্লাস (Morning Class) হবে বলে জানা যাচ্ছে পর্ষদ প্রকাশিত নোটিশ থেকে। আগামী ১ এপ্রিল (সোমবার) অর্থাৎ আজ থেকে থেকে আগামী তিন মাস ধরে প্রাইমারি স্কুলগুলিতে (Primary School) সকাল বেলা ক্লাস হবে।

এদিকে মর্নিং স্কুলের সময়সীমা নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে দুই জেলার মধ্যে। জানা যাচ্ছে, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষা মহলে। ‌

Madhyamik Result বা মাধ্যমিকের রেজাল্ট

রাজ্যের দুই জেলার বিজ্ঞপ্তিতে অসংগতি!

বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার তরফে মর্নিং স্কুল (Morning School) সম্পর্কিত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে ঘোর অসঙ্গতি। দুটি জেলার ক্ষেত্রে স্কুলের টাইমিং ভিন্ন দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলায় বলা হয়েছে, সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শুরু হবে স্কুল যা চলবে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত। আর পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে, সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শুরু হবে স্কুল যা চলবে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়! সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ।

বিজ্ঞপ্তি নিয়ে অসংগতির পরে‌ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ খুলেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।‌ বিষয়টি উল্লেখ করে তিনি অভিযোগ তুলেছেন, কতক্ষণ প্রাইমারি স্কুল (Primary School) গুলোতে ক্লাস চলবে সেই নিয়ে পৃথক সময়সীমা প্রকাশ করেছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের এহেন খামখেয়ালিপনার তীব্র প্রতিবাদ জানান তিনি।

পাশাপাশি এবং সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছেন ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক। দুই জেলার তরফে দুই ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় সমস্যায় পড়েছেন অভিভাবকেরাও। ঠিক কোন সময় মর্নিং স্কুল শুরু হবে আর কোন সময় ক্লাস শেষ হবে তাই নিয়ে ধন্দে ভুগছেন তাঁরা। সময়সীমা সংশোধনের জন্য জেলা শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানাচ্ছেন স্কুল পড়ুয়াদের বাবা মায়েরাও।

FOR ANY INFORMATION CHECK OFFICIAL WEBSITE – CLICK HERE

Leave a comment